কার্যালয়ের চাবি নিয়ে ওমরায় নেতা, হলো না বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

মুলাদী(বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০: ২৯

বরিশালের মুলাদীতে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করতে পারেননি নেতা কর্মীরা। ফলে দলীয় কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারেননি তাঁরা। ক্ষুব্ধ নেতা কর্মীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও শেষ পর্যন্ত কোনো অনুষ্ঠান করতে না পেরে ফিরে গেছেন। 

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী। 

নেতা কর্মীরা অভিযোগ করেছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু ওমরা হজে যাওয়ায় দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পরে বেলা ১১টার দিকে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। 

ফুলের তোড়া নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেনসহ শতাধিক নেতা কর্মী। 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে আজ (শুক্রবার) দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের কথা ছিল। উপজেলা চেয়ারম্যান পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে শুক্রবারই সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন। কিন্তু তিনি অনুষ্ঠান পালনের জন্য কাউকে দায়িত্ব দিয়ে যাননি। এমনকি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের চাবি কারও কাছে হস্তান্তর করেননি। তাই উপজেলা আওয়ামী লীগের অন্য নেতা কর্মীরা সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করেন। উপজেলা চেয়ারম্যানের লোকজন তালা খুলে দেননি। কার্যালয়ের চাবি কার কাছে তা কেউ বলতে পারেনি।’ 
 
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের চাবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকে। বঙ্গবন্ধুর জন্মদিনে দলীয় কার্যালয় না খোলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। পরে বাধ্য হয়েই পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভা করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত