পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তাঁর তিন ভাইকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের তোলা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠান।
এহসান গ্রুপের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এহসান গ্রুপের বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলার তদন্তকাজ সিআইডি এর ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানা গেছে।
এই মামলার আসামিরা হলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তাঁর তিন ভাই মাওলানা আবুল বাশার, মো. খাইরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসান।
এ দিকে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান কে আদালতে আনার কথা শুনে কয়েক শতাধিক গ্রাহক ও কোম্পানির এফও আদালত চত্বরে ভিড় জমান। অনেক এফও ও গ্রাহকেরা তাদের পাওনা টাকা ফিরে পেতে মরিয়া হয়ে আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন। প্রায় সকল গ্রাহকদের দাবি তারা তাদের পাওনা টাকা ফেরত পেতে চান।
মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রাগীব আহসান ও তার ভাইদের আদালতের নির্দেশে ৭ দিনের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তে আসামিদের থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে প্রাপ্ত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আসামিরা শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
কোর্ট ইন্সপেক্টর মীর আতাহের আলী জানান, রিমান্ড শেষে আসামিদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, এহসান গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সিআইডি তদন্ত করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদে রাগীব আহসান ও তার চার ভাইয়ের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু জানানো সম্ভব নয়।
এর আগে ১৪ সেপ্টেম্বর মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার মো: মনির বাদী হয়ে ৩ লাখ ৩৯ হাজার ২০০ টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলা দায়ের করেন। এর আগে রাতে একই উপজেলার ছোটশৌলা গ্রামের আবুল হোসেন বাদী হয়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ এর দায়ে মামলা দায়ের করেন। পিরোজপুরে শেষ দুটি মামলা সহ এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাই এর নামে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার ১০ সেপ্টেম্বর সদর উপজেলার কুমারখালী এলাকার মো: হেমায়েত উদ্দিন বাদী হয়ে সদর থানায় ২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগে মামলা দায়ের করেন। একই দিনে সদর উপজেলার শিকারপুর এলাকার মো: আব্দুল মালেক বাদী হয়ে ২ লাখ ৭৫ হাজার ২০০ টাকা আত্মসাৎ এর অভিযোগে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, সোমবার (১৩ সেপ্টেম্বর) পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিউদ্দীন এর আদালতে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে ৯১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৯৩৩ টাকার আত্মসাৎ মামলায় ৭ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। এ মামলার বাদী ছিল তেজদাসকাঠী এলাকার হারুন অর রশিদ। গত ৯ সেপ্টেম্বর ঢাকার একটি বাসা থেকে র্যাব দুজনকে এবং পিরোজপুর থেকে ডিবি পুলিশ দুজনকে মোট চারজনকে গ্রেপ্তার করে। বর্তমানে সর্বশেষ সদর থানায় মোট ৫টি মামলা করা হয়েছে।
পিরোজপুরে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তাঁর তিন ভাইকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের তোলা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠান।
এহসান গ্রুপের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এহসান গ্রুপের বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলার তদন্তকাজ সিআইডি এর ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানা গেছে।
এই মামলার আসামিরা হলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তাঁর তিন ভাই মাওলানা আবুল বাশার, মো. খাইরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসান।
এ দিকে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান কে আদালতে আনার কথা শুনে কয়েক শতাধিক গ্রাহক ও কোম্পানির এফও আদালত চত্বরে ভিড় জমান। অনেক এফও ও গ্রাহকেরা তাদের পাওনা টাকা ফিরে পেতে মরিয়া হয়ে আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন। প্রায় সকল গ্রাহকদের দাবি তারা তাদের পাওনা টাকা ফেরত পেতে চান।
মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রাগীব আহসান ও তার ভাইদের আদালতের নির্দেশে ৭ দিনের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তে আসামিদের থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে প্রাপ্ত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আসামিরা শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
কোর্ট ইন্সপেক্টর মীর আতাহের আলী জানান, রিমান্ড শেষে আসামিদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, এহসান গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সিআইডি তদন্ত করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদে রাগীব আহসান ও তার চার ভাইয়ের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু জানানো সম্ভব নয়।
এর আগে ১৪ সেপ্টেম্বর মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার মো: মনির বাদী হয়ে ৩ লাখ ৩৯ হাজার ২০০ টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলা দায়ের করেন। এর আগে রাতে একই উপজেলার ছোটশৌলা গ্রামের আবুল হোসেন বাদী হয়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ এর দায়ে মামলা দায়ের করেন। পিরোজপুরে শেষ দুটি মামলা সহ এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাই এর নামে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার ১০ সেপ্টেম্বর সদর উপজেলার কুমারখালী এলাকার মো: হেমায়েত উদ্দিন বাদী হয়ে সদর থানায় ২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগে মামলা দায়ের করেন। একই দিনে সদর উপজেলার শিকারপুর এলাকার মো: আব্দুল মালেক বাদী হয়ে ২ লাখ ৭৫ হাজার ২০০ টাকা আত্মসাৎ এর অভিযোগে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, সোমবার (১৩ সেপ্টেম্বর) পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিউদ্দীন এর আদালতে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে ৯১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৯৩৩ টাকার আত্মসাৎ মামলায় ৭ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। এ মামলার বাদী ছিল তেজদাসকাঠী এলাকার হারুন অর রশিদ। গত ৯ সেপ্টেম্বর ঢাকার একটি বাসা থেকে র্যাব দুজনকে এবং পিরোজপুর থেকে ডিবি পুলিশ দুজনকে মোট চারজনকে গ্রেপ্তার করে। বর্তমানে সর্বশেষ সদর থানায় মোট ৫টি মামলা করা হয়েছে।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪৩ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে