বরগুনা প্রতিনিধি
বরগুনার পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের ইটবাড়িয়া নামক স্থানে তাঁকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার শিকার ওই গাড়িতে মেয়রের সঙ্গে ছিলেন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, কামরুল আহসান মহারাজ পটুয়াখালীর কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনী প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ৮টার দিকে বরগুনা থেকে রওনা হন। পৌনে নয়টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের ইটবাড়িয়া এলাকার মস্তরটানা এলাকায় তিনি দুর্ঘটনায় আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া এলাকার বাসিন্দা মালেক চৌধুরী বলেন, প্রথমে ওই স্থানে মেয়রের ভাতিজা তারেক সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইক তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। এতে আহত তারেক সাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। এটা দেখতে পেয়ে মেয়রকে বহনকারী গাড়ির চালক সেখানে দ্রুত ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
বরগুনা জেনারেল হাসপাতালের কনিষ্ঠ পরামর্শক (সার্জারি) মো. তারেক হাসান বলেন, মেয়রের চোয়াল, বুক ও কলার বোউনসহ শরীরের বেশ কিছু স্থানে আঘাত লেগেছে। এখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মেয়র মহোদয়কে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে বিষয়টি পুলিশ তদন্ত করছে।
বরগুনার পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের ইটবাড়িয়া নামক স্থানে তাঁকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার শিকার ওই গাড়িতে মেয়রের সঙ্গে ছিলেন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, কামরুল আহসান মহারাজ পটুয়াখালীর কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনী প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ৮টার দিকে বরগুনা থেকে রওনা হন। পৌনে নয়টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের ইটবাড়িয়া এলাকার মস্তরটানা এলাকায় তিনি দুর্ঘটনায় আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া এলাকার বাসিন্দা মালেক চৌধুরী বলেন, প্রথমে ওই স্থানে মেয়রের ভাতিজা তারেক সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইক তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। এতে আহত তারেক সাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। এটা দেখতে পেয়ে মেয়রকে বহনকারী গাড়ির চালক সেখানে দ্রুত ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
বরগুনা জেনারেল হাসপাতালের কনিষ্ঠ পরামর্শক (সার্জারি) মো. তারেক হাসান বলেন, মেয়রের চোয়াল, বুক ও কলার বোউনসহ শরীরের বেশ কিছু স্থানে আঘাত লেগেছে। এখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মেয়র মহোদয়কে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে বিষয়টি পুলিশ তদন্ত করছে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২৫ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৭ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২৮ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৯ মিনিট আগে