বোরহানউদ্দিনে একসঙ্গে তিন নবজাতকের জন্ম 

প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা) 
প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০: ৩৩

ভোলা বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দফাদার বাড়ির জান্নাত নামে এক প্রসূতি নারীর তিন সন্তানের (নবজাতকের) জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া শিশুদের মধ্যে ৩টিই ছেলে এবং তারা সুস্থ রয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেলে ভোলা সদরে ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে ওই তিন শিশু জন্ম দেন তিনি।  

জানা যায় প্রসূতি জান্নাত নেত্রকোনা জেলার শোষন দূর্গাপুর উপজেলার চন্ডিঘর ইউনিয়নের নওগা গ্রামের নূর মাহামুদের স্ত্রী। নূর মাহামুদ পেশায় একজন কৃষক। 
 
পরিবার সূত্রে জানা যায়, ভোলার বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের জান্নাতের সঙ্গে আট বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নেত্রকোনা জেলার শোষন দুর্গাপুর উপজেলার নূর মোহাম্মদের সঙ্গে। বর্তমানে তাঁদের একটি ছয় বছর বয়সের মেয়ে এবং দুই বছর বয়সের ছেলে রয়েছে। 

পাঁচ সন্তানের জনক নুর মোহাম্মদ (২৭) জানান, পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে তিনি বোরহানউদ্দিনে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন। স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে ফিরে যাওয়া হয়নি নেত্রকোনায়। 

নুর মোহাম্মদ জানান, গত সোমবার (১২ জুলাই) তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রাথমিকভাবে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থা অবনতি দেখে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় ভর্তি করানো হয় ভোলা ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে। আজ তাঁর তৃতীয় সন্তান ৩টা ৫৫ মিনিটে, চতুর্থ সন্তান বিকেল ৪টায় এবং পঞ্চম সন্তান বিকেল ৪টা ০৫ মিনিটে নরমাল ডেলিভারিতে জন্ম গ্রহণ করে। তিন সন্তান জন্মদানের পর তাঁর স্ত্রী অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দুর্বল হয়ে পড়েছেন বলেও জানান তিনি। 

তিন সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেন ফাতেমা মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বরত ডাক্তার খালেদ আহমেদ শাকিব। তিনি জানান, তিন শিশু সুস্থ আছে। তবে তাদের মা কিছুটা অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত