খান রফিক, বরিশাল
বৃক্ষরাজির শীতল ছায়া আর সবুজের বেষ্টনী। সেই পথ ধরে একটু এগোলেই উপজেলা কমপ্লেক্স ভবন। ভবনটির পেছনেও রয়েছে পর্যাপ্ত খালি জায়গা। অথচ উন্নয়নের জন্য বর্তমান ভবনটির সামনে থাকা আট বছরের পুরোনো এই বাগানকেই সাবাড় করে দিয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃপক্ষ। এমনকি গাছ কাটতে বন বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্র ও শনিবার ছুটির দিনে বাগানটির প্রায় আড়াই শ গাছের শতাধিক গাছই কেটে ফেলেছে কর্তৃপক্ষ। স্থানীয়দের কাছে ‘ডিসি আমবাগান’ হিসেবে পরিচিত স্থানটির এমন করুণ পরিণতিতে পুরো এলাকাতেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ভাষ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোনোভাবেই গাছ কাটা যাবে না। উন্নয়নের নামে ভবনের জন্য গাছগুলো কেটে ফেলা আইনবহির্ভূত হয়েছে।
উপজেলা পরিষদ সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন জানান, ২০১৪ সালে তৎকালীন জেলা প্রশাসক শহীদুল আলম বাগানটি গড়ে তোলেন। সেখানে দুই শতাধিক আমগাছ ছিল। গত কয়েক বছরে এগুলোয় আমও ধরত বেশ। যে কারণে ২০২০ সালে তৎকালীন জেলা প্রশাসক অজিয়ার রহমান নতুন ভবনের জন্য পেছনের জায়গাটিই বেছে নেন। কিন্তু সেই সিদ্ধান্তের তোয়াক্কা না করে আমবাগান সাফ করেই নতুন চারতলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাকেরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বেঙ্গল ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা সোহেল মাহমুদ বলেন, ‘পেছনে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও নতুন ভবন নির্মাণের জন্য বাগানটি সাবাড় করা হয়েছে। এমন অপরিকল্পিত উন্নয়ন কখনোই কাম্য নয়।’
অভিযোগ নিয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান সামশুল আলম চুন্নু বলেন, ‘ভবনটি পেছনে করার কথা ছিল। কিন্তু এটা করলে সৌন্দর্য থাকে না। তা ছাড়া, এই বাগানে সব টক আম। এটা আসলে জঙ্গল। তাই আলোচনা করেই গাছ কাটা হয়েছে।’
গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি রয়েছে বলেও জানান চুন্নু। কিন্তু উপজেলা বন কর্মকর্তা মহিদুর রহমান বলেন, ‘বাগানের গাছ কাটার বিষয়ে উপজেলা পরিষদ আমাদের কোনো চিঠি দেয়নি। এমনকি গাছগুলো কাটলে সমস্যা নেই, এমন কোনো কথা মৌখিকভাবেও আমরা বলিনি।’
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বিবেচনার জন্য চিঠি চেয়েছিলাম। কিন্তু তারা পরে আর কিছুই জানায়নি। গেজেট অনুযায়ী গাছ কাটতে হলে উপজেলা পরিষদের একটি নির্ধারিত কমিটির সম্মতি থাকতে হবে। উপজেলা বন কর্মকর্তা ওই কমিটির সদস্য।’ এ বিষয়ে জানতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়কে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর বরিশালের সমন্বয়কারী রফিকুল আলম বলেন, ‘উন্নয়নের নামে ভবনের জন্য গাছগুলো কেটে ফেলা আইনবহির্ভূত হয়েছে। যদি কাটতেই হয়, তাহলে কেন গাছগুলো লাগিয়েছিল। গাছ কাটার অপরাধে সংশ্লিষ্টদের শোকজ করা উচিত।
বৃক্ষরাজির শীতল ছায়া আর সবুজের বেষ্টনী। সেই পথ ধরে একটু এগোলেই উপজেলা কমপ্লেক্স ভবন। ভবনটির পেছনেও রয়েছে পর্যাপ্ত খালি জায়গা। অথচ উন্নয়নের জন্য বর্তমান ভবনটির সামনে থাকা আট বছরের পুরোনো এই বাগানকেই সাবাড় করে দিয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃপক্ষ। এমনকি গাছ কাটতে বন বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্র ও শনিবার ছুটির দিনে বাগানটির প্রায় আড়াই শ গাছের শতাধিক গাছই কেটে ফেলেছে কর্তৃপক্ষ। স্থানীয়দের কাছে ‘ডিসি আমবাগান’ হিসেবে পরিচিত স্থানটির এমন করুণ পরিণতিতে পুরো এলাকাতেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ভাষ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোনোভাবেই গাছ কাটা যাবে না। উন্নয়নের নামে ভবনের জন্য গাছগুলো কেটে ফেলা আইনবহির্ভূত হয়েছে।
উপজেলা পরিষদ সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপন জানান, ২০১৪ সালে তৎকালীন জেলা প্রশাসক শহীদুল আলম বাগানটি গড়ে তোলেন। সেখানে দুই শতাধিক আমগাছ ছিল। গত কয়েক বছরে এগুলোয় আমও ধরত বেশ। যে কারণে ২০২০ সালে তৎকালীন জেলা প্রশাসক অজিয়ার রহমান নতুন ভবনের জন্য পেছনের জায়গাটিই বেছে নেন। কিন্তু সেই সিদ্ধান্তের তোয়াক্কা না করে আমবাগান সাফ করেই নতুন চারতলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাকেরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বেঙ্গল ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা সোহেল মাহমুদ বলেন, ‘পেছনে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও নতুন ভবন নির্মাণের জন্য বাগানটি সাবাড় করা হয়েছে। এমন অপরিকল্পিত উন্নয়ন কখনোই কাম্য নয়।’
অভিযোগ নিয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান সামশুল আলম চুন্নু বলেন, ‘ভবনটি পেছনে করার কথা ছিল। কিন্তু এটা করলে সৌন্দর্য থাকে না। তা ছাড়া, এই বাগানে সব টক আম। এটা আসলে জঙ্গল। তাই আলোচনা করেই গাছ কাটা হয়েছে।’
গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতি রয়েছে বলেও জানান চুন্নু। কিন্তু উপজেলা বন কর্মকর্তা মহিদুর রহমান বলেন, ‘বাগানের গাছ কাটার বিষয়ে উপজেলা পরিষদ আমাদের কোনো চিঠি দেয়নি। এমনকি গাছগুলো কাটলে সমস্যা নেই, এমন কোনো কথা মৌখিকভাবেও আমরা বলিনি।’
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বিবেচনার জন্য চিঠি চেয়েছিলাম। কিন্তু তারা পরে আর কিছুই জানায়নি। গেজেট অনুযায়ী গাছ কাটতে হলে উপজেলা পরিষদের একটি নির্ধারিত কমিটির সম্মতি থাকতে হবে। উপজেলা বন কর্মকর্তা ওই কমিটির সদস্য।’ এ বিষয়ে জানতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়কে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর বরিশালের সমন্বয়কারী রফিকুল আলম বলেন, ‘উন্নয়নের নামে ভবনের জন্য গাছগুলো কেটে ফেলা আইনবহির্ভূত হয়েছে। যদি কাটতেই হয়, তাহলে কেন গাছগুলো লাগিয়েছিল। গাছ কাটার অপরাধে সংশ্লিষ্টদের শোকজ করা উচিত।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে