পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর এলপি গ্যাসবাহী পিকআপ ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সকালে দুমকি বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. ইউসুফ (৪০), হিরা হাওলাদার (২০) ও বায়েজিদ (১৫)। আহত দুজন আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নিহত বায়েজিদ, মো. ইউসুফ ও হীরার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী, ছোটবিঘাই ও লাউকাঠীর খলিশাখালী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি বাউফল সড়কের বোর্ড অফিস বাজার সংলগ্ন বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর বাউফলগামী একটি গ্যাসবাহী পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বায়েজিদ নিহত হয় এবং অপর ৪ জন গুরুতর আহত হয়।
পথচারী ও স্থানীয়রা আহত হাবিবুর রহমান, মো. ইউসুফ, রফিকুল ইসলাম হীরা ও মানিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বরিশালে নেওয়ার পথে মো. ইউসুফ ও হীরার মৃত্যু হয়।
এ দিকে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ছাড়া পিকআপচালক জহিরুল (৩৫) ও সহকারী জাকারিয়াকে (২২) আটক করেছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম বলেন, ‘নিহত ব্যক্তির একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসা হবে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর এলপি গ্যাসবাহী পিকআপ ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সকালে দুমকি বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. ইউসুফ (৪০), হিরা হাওলাদার (২০) ও বায়েজিদ (১৫)। আহত দুজন আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নিহত বায়েজিদ, মো. ইউসুফ ও হীরার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী, ছোটবিঘাই ও লাউকাঠীর খলিশাখালী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি বাউফল সড়কের বোর্ড অফিস বাজার সংলগ্ন বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর বাউফলগামী একটি গ্যাসবাহী পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বায়েজিদ নিহত হয় এবং অপর ৪ জন গুরুতর আহত হয়।
পথচারী ও স্থানীয়রা আহত হাবিবুর রহমান, মো. ইউসুফ, রফিকুল ইসলাম হীরা ও মানিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বরিশালে নেওয়ার পথে মো. ইউসুফ ও হীরার মৃত্যু হয়।
এ দিকে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ছাড়া পিকআপচালক জহিরুল (৩৫) ও সহকারী জাকারিয়াকে (২২) আটক করেছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম বলেন, ‘নিহত ব্যক্তির একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসা হবে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৪ মিনিট আগে