কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাগর ও নদ-নদীতে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই মধ্যে দক্ষিণের বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর ঘাটসহ শিববাড়িয়া নদীতে এসে পৌঁছেছে সমুদ্রগামী মাছধরা হাজারো ট্রলার। তবে অবরোধ চলার সময়ে জেলেদের দেওয়া প্রণোদনা বাড়ানোসহ দেশের সীমানায় প্রতিবেশী দেশের জেলেদের মাছ ধরা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন মৎস্যজীবীরা।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, ২০০৬ সাল থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। এতে বেড়েছে ইলিশের উৎপাদন। এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা চলাকালে নির্দেশ অমান্যকারীদের এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। তবে এই সময়ে উপজেলার নিবন্ধিত সকল ইলিশ শিকারি জেলেদের ২০ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।
আলীপুর ঘাটের ইলিশ শিকারি মকবুল হোসেন বলেন, এ বছর সাগরে প্রথম দিকে তেমন ইলিশ ধরা পড়েনি। তবে শেষের দিকে ইলিশের দেখা মিললেও এখন নিষেধাজ্ঞার সময় বেঁধে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশ অবশ্যই পালন করব। তাই ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছি।
এদিকে একই ঘাটের জেলে বেল্লাল জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশর সীমানায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। পরে আর মাছ থাকে না, তাঁদের জালেও তেমন মাছ ধরা পড়ে না। তাই এই ২২ দিন সাগরে প্রশাসনের আরও বেশি টহল বাড়ানোর দাবি জানান তিনি।
কুয়াকাটা আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, অবরোধের জন্য এরই মধ্যে মাছ ধরা অধিকাংশ ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয় এসে পৌঁছেছে। জেলেদের কল্যাণে অবরোধ শুরুর প্রথম দিকেই চাল পাওয়ার দাবিসহ প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘অবরোধ সফল করতে আমরা জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। এ ছাড়া জেলে পল্লিগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এই সময়ে উপজেলার নিবন্ধিত ১৮ হাজার ৩০০ জন জেলেকে ২০ কেজি করে চাল প্রদান করা হবে। এ ছাড়া এই সময়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও নৌ-বাহিনী জলে ও স্থলে অবরোধ সফল করতে কাজ করবে।’
মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাগর ও নদ-নদীতে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই মধ্যে দক্ষিণের বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর ঘাটসহ শিববাড়িয়া নদীতে এসে পৌঁছেছে সমুদ্রগামী মাছধরা হাজারো ট্রলার। তবে অবরোধ চলার সময়ে জেলেদের দেওয়া প্রণোদনা বাড়ানোসহ দেশের সীমানায় প্রতিবেশী দেশের জেলেদের মাছ ধরা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন মৎস্যজীবীরা।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, ২০০৬ সাল থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। এতে বেড়েছে ইলিশের উৎপাদন। এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা চলাকালে নির্দেশ অমান্যকারীদের এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। তবে এই সময়ে উপজেলার নিবন্ধিত সকল ইলিশ শিকারি জেলেদের ২০ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।
আলীপুর ঘাটের ইলিশ শিকারি মকবুল হোসেন বলেন, এ বছর সাগরে প্রথম দিকে তেমন ইলিশ ধরা পড়েনি। তবে শেষের দিকে ইলিশের দেখা মিললেও এখন নিষেধাজ্ঞার সময় বেঁধে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশ অবশ্যই পালন করব। তাই ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছি।
এদিকে একই ঘাটের জেলে বেল্লাল জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশর সীমানায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। পরে আর মাছ থাকে না, তাঁদের জালেও তেমন মাছ ধরা পড়ে না। তাই এই ২২ দিন সাগরে প্রশাসনের আরও বেশি টহল বাড়ানোর দাবি জানান তিনি।
কুয়াকাটা আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, অবরোধের জন্য এরই মধ্যে মাছ ধরা অধিকাংশ ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয় এসে পৌঁছেছে। জেলেদের কল্যাণে অবরোধ শুরুর প্রথম দিকেই চাল পাওয়ার দাবিসহ প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘অবরোধ সফল করতে আমরা জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি। এ ছাড়া জেলে পল্লিগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এই সময়ে উপজেলার নিবন্ধিত ১৮ হাজার ৩০০ জন জেলেকে ২০ কেজি করে চাল প্রদান করা হবে। এ ছাড়া এই সময়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও নৌ-বাহিনী জলে ও স্থলে অবরোধ সফল করতে কাজ করবে।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২৭ মিনিট আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩ ঘণ্টা আগে