পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে উত্তাপের সৃষ্টি হয়েছে ওই ইউনিয়ন। সদ্য ঘোষিত কমিটি বিএনপি জামাত সমন্বয়ে গঠিত বলে দাবি পদ বঞ্চিতদের। কমিটি বাতিলের দাবিতে একের পর এক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন ও হরতালের ডাক দিয়েছে পদ বঞ্চিতরা।
আজ মঙ্গলবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন পরিষদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোর্ড অফিস বাজার সংলগ্ন মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এদিকে মহাসড়ক অবরোধের কারণে দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধ দিন ওই ইউনিয়ন জুড়ে হরতাল। এই পকেট কমিটি বাতিল না হলে সামনের দিনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা।
এ ছাড়া গতকাল সোমবার বিকেলেও বিক্ষোভ মিছিল সমাবেশ ও সদ্য ঘোষিত বিতর্কিত কমিটি গঠন প্রক্রিয়া অগঠনতান্ত্রিক উল্লেখ করে তা স্থগিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আ. লীগের একাংশের নেতারা।
জানা যায়, সোমবার সকালে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের স্বাক্ষরে ওই ইউনিয়নে সৈয়দ ফজলুল হককে আহ্বায়ক ও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৬৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিতর্কিত কমিটি আপলোডের সঙ্গে সঙ্গেই প্রতিবাদের ঝড় ওঠে।
উপজেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক মোছা জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘মুরাদিয়া ইউনিয়নে আ. লীগে একটি কমিটি বহাল ছিল হঠাৎ করে উপজেলা আ. লীগ ৬৯ বিশিষ্ট একটি কমিটি দিয়েছে যাতে জামায়াত বিএনপি ও নৌকা বিরোধীরা রয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা উপজেলা ও কেন্দ্রীয় আ. লীগকে অনুলিপি দিয়েছি। এ কমিটি বাতিল না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধদিবস আমাদের ইউনিয়নে হরতাল পালন করা হবে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
এদিকে জেলা আ. লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘উপজেলা আ. লীগের সাংগঠনিক ইখতিয়ার আছে ইউনিয়নে কমিটি দেওয়ার । কমিটিতে যদি কোনো ঝামেলা থাকে আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই দেখব। কিন্তু এভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশান্ত পরিবেশ সৃষ্টি না করার জন্য অনুরোধ করছি। আমরা এ বিষয়টি দেখছি।’
পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে উত্তাপের সৃষ্টি হয়েছে ওই ইউনিয়ন। সদ্য ঘোষিত কমিটি বিএনপি জামাত সমন্বয়ে গঠিত বলে দাবি পদ বঞ্চিতদের। কমিটি বাতিলের দাবিতে একের পর এক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন ও হরতালের ডাক দিয়েছে পদ বঞ্চিতরা।
আজ মঙ্গলবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন পরিষদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোর্ড অফিস বাজার সংলগ্ন মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এদিকে মহাসড়ক অবরোধের কারণে দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধ দিন ওই ইউনিয়ন জুড়ে হরতাল। এই পকেট কমিটি বাতিল না হলে সামনের দিনে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা।
এ ছাড়া গতকাল সোমবার বিকেলেও বিক্ষোভ মিছিল সমাবেশ ও সদ্য ঘোষিত বিতর্কিত কমিটি গঠন প্রক্রিয়া অগঠনতান্ত্রিক উল্লেখ করে তা স্থগিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা আ. লীগের একাংশের নেতারা।
জানা যায়, সোমবার সকালে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের স্বাক্ষরে ওই ইউনিয়নে সৈয়দ ফজলুল হককে আহ্বায়ক ও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৬৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিতর্কিত কমিটি আপলোডের সঙ্গে সঙ্গেই প্রতিবাদের ঝড় ওঠে।
উপজেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক মোছা জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘মুরাদিয়া ইউনিয়নে আ. লীগে একটি কমিটি বহাল ছিল হঠাৎ করে উপজেলা আ. লীগ ৬৯ বিশিষ্ট একটি কমিটি দিয়েছে যাতে জামায়াত বিএনপি ও নৌকা বিরোধীরা রয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা উপজেলা ও কেন্দ্রীয় আ. লীগকে অনুলিপি দিয়েছি। এ কমিটি বাতিল না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ও আগামীকাল অর্ধদিবস আমাদের ইউনিয়নে হরতাল পালন করা হবে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
এদিকে জেলা আ. লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘উপজেলা আ. লীগের সাংগঠনিক ইখতিয়ার আছে ইউনিয়নে কমিটি দেওয়ার । কমিটিতে যদি কোনো ঝামেলা থাকে আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই দেখব। কিন্তু এভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অশান্ত পরিবেশ সৃষ্টি না করার জন্য অনুরোধ করছি। আমরা এ বিষয়টি দেখছি।’
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২৩ মিনিট আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১ ঘণ্টা আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে