বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় হাড়িটানা ছালেহিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হামলার শিকার হয়েছে তিন কিশোর। মঙ্গলবার রাতে আহত কিশোরদের অভিভাবকরা পাথরঘাটা থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়।
হামলার শিকার তিন কিশোর হলেন-হাড়িটানা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রাকিব (১৫), মৃত খলিলুর রহমানের ছেলে জাকারিয়া (১৫) ও লাল মিয়া খানের ছেলে ইমরান (১৭)। তারা সবাই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পাথরঘাটা-পদ্মা সড়কের আলমের দোকানের পূর্ব পাশে তিন কিশোরকে পিটিয়ে আহত করার ঘটনাটি ঘটে। মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য রাব্বি প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে রাব্বি পথেঘাটে উত্ত্যক্ত করত। সবশেষ গতকাল সোমবার ওই ছাত্রী উত্ত্যক্তের শিকার হলে তার সহপাঠী রাকিব এর প্রতিবাদ করে। প্রতিবাদের জেরে ওই কিশোর গ্যাং পরিচালিত মেসেঞ্জার গ্রুপে রাকিবকে মারধরের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাব্বি, রাহাতসহ ৬-৭ জন বখাটে কোড়ালিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে হাড়িটানা আলমের দোকানের পূর্ব পাশে রাকিবের ওপর লোহার পাইপ, মোটরসাইকেলের হাইডোলিক পাইপ এবং হকিস্টিক নিয়ে হামলা চালায়। রাকিবকে রক্ষা করতে বন্ধু জাকারিয়া ও ইমরান এগিয়ে এলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। হামলায় তিন কিশোর গুরুতর আহত হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, 'কিশোর গ্যাংয়ের সদস্যরা এরআগেও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছে। এছাড়া তারা বাড়ির সামনে রাস্তার পাশে প্রতিনিয়ত মাদক সেবন করত। প্রতিবাদ করলে মারধরের হুমকি দিত।'
আহত রাকিব, ইমরান ও জাকারিয়া জানান, বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত রাব্বিসহ তার সহযোগীরা। প্রতিবাদ করাতেই আমরা হামলার শিকার। আমরা তাদের ভয়ে এখন পর্যন্ত উন্নত চিকিৎসা নিতে যাওয়ার সাহস পাইনি।
পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার বলেন, 'আমি মেসেঞ্জার গ্রুপের পরিকল্পনা দেখেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা ওই কিশোরদের অভিভাবকদের থানায় ডেকেছি। বুধবার সকালে অভিভাবকদের সবাইকে নিয়ে থানায় বসব। অপরাধীরা কেউ ছাড় পাবে না।'
বরগুনার পাথরঘাটায় হাড়িটানা ছালেহিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হামলার শিকার হয়েছে তিন কিশোর। মঙ্গলবার রাতে আহত কিশোরদের অভিভাবকরা পাথরঘাটা থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়।
হামলার শিকার তিন কিশোর হলেন-হাড়িটানা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রাকিব (১৫), মৃত খলিলুর রহমানের ছেলে জাকারিয়া (১৫) ও লাল মিয়া খানের ছেলে ইমরান (১৭)। তারা সবাই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পাথরঘাটা-পদ্মা সড়কের আলমের দোকানের পূর্ব পাশে তিন কিশোরকে পিটিয়ে আহত করার ঘটনাটি ঘটে। মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য রাব্বি প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে রাব্বি পথেঘাটে উত্ত্যক্ত করত। সবশেষ গতকাল সোমবার ওই ছাত্রী উত্ত্যক্তের শিকার হলে তার সহপাঠী রাকিব এর প্রতিবাদ করে। প্রতিবাদের জেরে ওই কিশোর গ্যাং পরিচালিত মেসেঞ্জার গ্রুপে রাকিবকে মারধরের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাব্বি, রাহাতসহ ৬-৭ জন বখাটে কোড়ালিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে হাড়িটানা আলমের দোকানের পূর্ব পাশে রাকিবের ওপর লোহার পাইপ, মোটরসাইকেলের হাইডোলিক পাইপ এবং হকিস্টিক নিয়ে হামলা চালায়। রাকিবকে রক্ষা করতে বন্ধু জাকারিয়া ও ইমরান এগিয়ে এলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। হামলায় তিন কিশোর গুরুতর আহত হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, 'কিশোর গ্যাংয়ের সদস্যরা এরআগেও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছে। এছাড়া তারা বাড়ির সামনে রাস্তার পাশে প্রতিনিয়ত মাদক সেবন করত। প্রতিবাদ করলে মারধরের হুমকি দিত।'
আহত রাকিব, ইমরান ও জাকারিয়া জানান, বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত রাব্বিসহ তার সহযোগীরা। প্রতিবাদ করাতেই আমরা হামলার শিকার। আমরা তাদের ভয়ে এখন পর্যন্ত উন্নত চিকিৎসা নিতে যাওয়ার সাহস পাইনি।
পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার বলেন, 'আমি মেসেঞ্জার গ্রুপের পরিকল্পনা দেখেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা ওই কিশোরদের অভিভাবকদের থানায় ডেকেছি। বুধবার সকালে অভিভাবকদের সবাইকে নিয়ে থানায় বসব। অপরাধীরা কেউ ছাড় পাবে না।'
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩৪ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে