নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে পুনরায় তিন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাসুদুর রহমান তাঁদেরকে রিমান্ডে নেওয়ার পৃথক নির্দেশ দেন।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদিবিরোধী আন্দোলনে হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় আজিজুল হককে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল আলম। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করেন এসআই আব্দুর রাজ্জাক। আদালত জুবায়ের আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হেফাজতের এই দুই নেতাকে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন এসআই এনামুল হক। পরে আদালত দুইজনের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, মাওলানা আজিজুল হক গত ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পল্টন থানায় ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠানো হয়। ঢাকার আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আবারও দুই মামলায় রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে ১৬ এপ্রিল লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলায় তাঁকেও তিন দফা রিমান্ডে নেওয়া হয়।
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে পুনরায় তিন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাসুদুর রহমান তাঁদেরকে রিমান্ডে নেওয়ার পৃথক নির্দেশ দেন।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী মোদিবিরোধী আন্দোলনে হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় আজিজুল হককে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল আলম। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করেন এসআই আব্দুর রাজ্জাক। আদালত জুবায়ের আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হেফাজতের এই দুই নেতাকে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা আরেকটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন এসআই এনামুল হক। পরে আদালত দুইজনের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, মাওলানা আজিজুল হক গত ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পল্টন থানায় ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠানো হয়। ঢাকার আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দ্বিতীয় দফায় আবারও দুই মামলায় রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে হেফাজত ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে ১৬ এপ্রিল লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলায় তাঁকেও তিন দফা রিমান্ডে নেওয়া হয়।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৮ ঘণ্টা আগে