নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আজ মঙ্গলবার এক জরুরি সভায় রোজিনার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁকে লাঞ্ছিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছে।
রোজিনার জামিন না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের ব্রিফিং বর্জন করবেন বলে সংগঠনটির সভাপতি তপন বিশ্বাস জানিয়েছেন।
তপন বিশ্বাস বলেন, রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাঁকে হেনস্তার প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া ছাড়াও রোজিনার মুক্তির দাবিতে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।
এছাড়া সাংবাদিকদের মূল সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বিএসআরএফ পরবর্তী কর্মসূচি ঘোষণা বলে জানান তপন।
সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে ‘রাষ্ট্রীয় গোপনীয় নথি’ নেওয়ার অভিযোগে রোজিনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে সোমবার রাতে তাঁকে পুলিশে তুলে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেন।
ওই মামলায় শাহাবাগ থানা পুলিশ রোজিনাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাঁকে আদালতে তোলে। রোজিনাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদের জন্য পুলিশ আবেদন করলেও আদালত না নামঞ্জুর করে তাঁকে কারগারে পাঠিয়েছে।
রোজিনাকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে জানাতে মঙ্গলবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন ডেকেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা ওই সংবাদ সম্মেলন বয়কট করেন।
ঢাকা: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আজ মঙ্গলবার এক জরুরি সভায় রোজিনার নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁকে লাঞ্ছিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছে।
রোজিনার জামিন না হওয়া পর্যন্ত সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের ব্রিফিং বর্জন করবেন বলে সংগঠনটির সভাপতি তপন বিশ্বাস জানিয়েছেন।
তপন বিশ্বাস বলেন, রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও তাঁকে হেনস্তার প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া ছাড়াও রোজিনার মুক্তির দাবিতে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।
এছাড়া সাংবাদিকদের মূল সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে বিএসআরএফ পরবর্তী কর্মসূচি ঘোষণা বলে জানান তপন।
সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে ‘রাষ্ট্রীয় গোপনীয় নথি’ নেওয়ার অভিযোগে রোজিনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে সোমবার রাতে তাঁকে পুলিশে তুলে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেন।
ওই মামলায় শাহাবাগ থানা পুলিশ রোজিনাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাঁকে আদালতে তোলে। রোজিনাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদের জন্য পুলিশ আবেদন করলেও আদালত না নামঞ্জুর করে তাঁকে কারগারে পাঠিয়েছে।
রোজিনাকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে জানাতে মঙ্গলবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন ডেকেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা ওই সংবাদ সম্মেলন বয়কট করেন।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১১ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১২ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১৪ মিনিট আগে