রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ফুটবল প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে ভোট করছেন আকরাম হোসেন (৩০)। কিন্তু তিনি নিজের জয়ের জন্য প্রচারণা চালাচ্ছেন না। তাঁর প্রতিদ্বন্দ্বী আমিন বেপারীর (৫০) মোরগ প্রতীক নিয়ে তিনি যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন মিছিল, মিটিং ও উঠান বৈঠক। প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী করতে যা যা করা দরকার সবই করছেন তিনি উৎসাহের সঙ্গে।
ব্যতিক্রমধর্মী এ ঘটনাটি ঘটছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে।
খোঁজ নিয়ে জানা যায়, আকরাম হোসেন ওই ইউনিয়নের বেপারী বাড়ির বাসিন্দা। একই বাড়ির অপর বাসিন্দা আমিন উদ্দিন বেপারী। নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত কেউ কাউকে ছাড় দিতে নারাজ ছিলেন। দু’জনই শুরু করেন নিজের বলয়ে লোকসংখ্যা বাড়ানোর প্রতিযোগিতা। প্রচারণার শুরু থেকে আমিন বেপারী পোস্টার, লিফলেট, স্টিকার ও মাইকিং করলেও প্রতীক নিয়ে নীরব থাকেন আকরাম। কিন্তু সাত/আট আগে হঠাৎ করে আমিন বেপারীর প্রচারণায় যুক্ত হয়ে যান তিনি। প্রায়ই তাঁরা দু’জন যৌথভাবেই প্রচারণা চালাচ্ছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৫৫। এর মধ্যে নারী ভোটার ৫২২ জন ও পুরুষ ভোটার ৫৩৩ জন। মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।
ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আপেল প্রতীকের প্রার্থী কামাল হোসেন জমাদার বলেন, এ ধরনের প্রচারণা জীবনে এই প্রথম দেখলাম। আমার বিজয় নিশ্চিত জেনে তাঁরা একজন থেমে গিয়ে যৌথভাবে প্রচারণা চালাচ্ছেন। অপরপ্রার্থী তোফায়েল আহাম্মদও (টিউবওয়েল) এতে বিস্মিত।
মেম্বার প্রার্থী আকরাম হোসেন বলেন, আমার প্রতীক ফুটবল হলেও আমি এখন মোরগ প্রতীকের নির্বাচনের প্রচারণা চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও আমি চাই তিনি বিজয়ী হোন। এ কারণেই আমি আমার সব প্রচারণা বন্ধ রেখে মোরগ প্রতীককে বিজয়ী করতে রাত-দিন শ্রম দিয়ে যাচ্ছি। মিছিল, মিটিংয়ে যাচ্ছি। আমার সমর্থকদের অনুরোধ করেছি মোরগ মার্কায় ভোট দিতে।
তবে মোরগ প্রতীকের আমিন উল্যা বেপারী বলেন, আমার সঙ্গে আকরামের কোনো সমঝোতা হয়নি। তাঁকে পরিকল্পিতভাবে প্রার্থী করানো হয়েছে। টাকা না থাকায় এখন তিনি পোস্টার, মাইকিং ও প্রচারণা থেকে বিরত রয়েছেন। একদিন হঠাৎ করে আমার গণসংযোগে যোগ দেওয়ায় এ বিভ্রান্তি ছড়িয়েছে। আকরাম একা একাই তাঁর নিজের প্রচারণা চালাচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ‘এ ধরনের ঘটনা খুব কমই দেখা যায়। নির্বাচনী বিধিবিধানে যৌথভাবে বা কয়েকজন প্রার্থী মিলে একজনের পক্ষে এ ধরনের প্রচারণা শাস্তিযোগ্য কোনো বিষয় নয়।’
ফুটবল প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে ভোট করছেন আকরাম হোসেন (৩০)। কিন্তু তিনি নিজের জয়ের জন্য প্রচারণা চালাচ্ছেন না। তাঁর প্রতিদ্বন্দ্বী আমিন বেপারীর (৫০) মোরগ প্রতীক নিয়ে তিনি যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন মিছিল, মিটিং ও উঠান বৈঠক। প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী করতে যা যা করা দরকার সবই করছেন তিনি উৎসাহের সঙ্গে।
ব্যতিক্রমধর্মী এ ঘটনাটি ঘটছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে।
খোঁজ নিয়ে জানা যায়, আকরাম হোসেন ওই ইউনিয়নের বেপারী বাড়ির বাসিন্দা। একই বাড়ির অপর বাসিন্দা আমিন উদ্দিন বেপারী। নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত কেউ কাউকে ছাড় দিতে নারাজ ছিলেন। দু’জনই শুরু করেন নিজের বলয়ে লোকসংখ্যা বাড়ানোর প্রতিযোগিতা। প্রচারণার শুরু থেকে আমিন বেপারী পোস্টার, লিফলেট, স্টিকার ও মাইকিং করলেও প্রতীক নিয়ে নীরব থাকেন আকরাম। কিন্তু সাত/আট আগে হঠাৎ করে আমিন বেপারীর প্রচারণায় যুক্ত হয়ে যান তিনি। প্রায়ই তাঁরা দু’জন যৌথভাবেই প্রচারণা চালাচ্ছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৫৫। এর মধ্যে নারী ভোটার ৫২২ জন ও পুরুষ ভোটার ৫৩৩ জন। মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।
ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আপেল প্রতীকের প্রার্থী কামাল হোসেন জমাদার বলেন, এ ধরনের প্রচারণা জীবনে এই প্রথম দেখলাম। আমার বিজয় নিশ্চিত জেনে তাঁরা একজন থেমে গিয়ে যৌথভাবে প্রচারণা চালাচ্ছেন। অপরপ্রার্থী তোফায়েল আহাম্মদও (টিউবওয়েল) এতে বিস্মিত।
মেম্বার প্রার্থী আকরাম হোসেন বলেন, আমার প্রতীক ফুটবল হলেও আমি এখন মোরগ প্রতীকের নির্বাচনের প্রচারণা চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও আমি চাই তিনি বিজয়ী হোন। এ কারণেই আমি আমার সব প্রচারণা বন্ধ রেখে মোরগ প্রতীককে বিজয়ী করতে রাত-দিন শ্রম দিয়ে যাচ্ছি। মিছিল, মিটিংয়ে যাচ্ছি। আমার সমর্থকদের অনুরোধ করেছি মোরগ মার্কায় ভোট দিতে।
তবে মোরগ প্রতীকের আমিন উল্যা বেপারী বলেন, আমার সঙ্গে আকরামের কোনো সমঝোতা হয়নি। তাঁকে পরিকল্পিতভাবে প্রার্থী করানো হয়েছে। টাকা না থাকায় এখন তিনি পোস্টার, মাইকিং ও প্রচারণা থেকে বিরত রয়েছেন। একদিন হঠাৎ করে আমার গণসংযোগে যোগ দেওয়ায় এ বিভ্রান্তি ছড়িয়েছে। আকরাম একা একাই তাঁর নিজের প্রচারণা চালাচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ‘এ ধরনের ঘটনা খুব কমই দেখা যায়। নির্বাচনী বিধিবিধানে যৌথভাবে বা কয়েকজন প্রার্থী মিলে একজনের পক্ষে এ ধরনের প্রচারণা শাস্তিযোগ্য কোনো বিষয় নয়।’
রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক (অপারেশনস), ছাত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় এক ছাত্র আহতের ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন
১৫ মিনিট আগেচাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল। আটকদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে ট্রাক চাপায় এক ঠিকাদারসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেপাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে