বেসরকারি মেডিকেল-ডেন্টালে ১০ শিক্ষার্থীর জন্য ১ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২১, ১৯: ২৮

ঢাকা: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রাখার বাধ্যবাধকতা রেখে এসব প্রতিষ্ঠান পরিচালনায় নতুন আইন করতে যাচ্ছে সরকার।

এজন্য আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভায় ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২১’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন আইনটি পাস করতে সংসদে তোলা হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, প্রত্যেকটি মেডিকেল বা ডেন্টাল কলেজে কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী থাকতে হবে। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত হতে হবে ১:১০। শিক্ষার্থীদের ফি মেডিকেল ও ডেন্টাল কলেজ নয়, সরকার নির্ধারণ করে দেবে। মেট্রোপলিটন এলাকায় মেডিকেল কলেজের নামে দুই একর, ডেন্টাল কলেজের নামে এক একর এবং অন্যান্য এলাকায় মেডিকেল কলেজের জন্য চার একর ও ডেন্টাল কলেজের জন্য দুই একর জমি থাকতে হবে।

এছাড়া নতুন আইন পাস হলে তফসিলি ব্যাংকে মেডিকেল কলেজের নামে তিন কোটি টাকা ও ডেন্টাল কলেজের নামে দুই কোটি টাকা সংরক্ষিত তহবিল হিসেবে জমা রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের জন্য কমপেক্ষ এক লাখ বর্গফুট, হাসপাতাল পরিচালনার জন্য আরও এক লাখ বর্গফুট কন্সট্রাকশন সুবিধা থাকতে হবে। আর ডেন্টাল হাসপাতালের জন্য ৫০ হাজার বর্গফুট কন্সট্রাকশন সুবিধা থাকতে হবে।

প্রস্তাবিত নতুন আইনে মেডিকেল বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে ধ্বংস করতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে ব্যবস্থা নিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে দুই বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত