অনলাইন ডেস্ক
পরিত্যক্ত গোরস্থানে হেঁটে বেড়ায় কারা? কলজে কাঁপানো কণ্ঠে শিষ দেওয়া জন্তুগুলোই বা কী? কালো পোশাকের ভুতুড়ে ছায়ামূর্তি অস্বস্তি বাড়ালো নাহিদের। ওর গলায় সুচ ফুটানোর মতো দাগ কিসের ইঙ্গিত?
নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজের তৃতীয় বই মানিকপুরের নেকড়ে রহস্য একুশে বইমেলায় পাওয়া যাবে আজ থেকে।
ভারতীয় সীমান্তবর্তী এক গ্রাম মানিকপুর আর পরিত্যক্ত এক গোরস্থানকে ঘিরে ঘটা আশ্চর্য সব কাণ্ডের কারণ অনুসন্ধান করতে গিয়ে নাহিদের সঙ্গে পাঠকও দিশেহারা হয়ে পড়বেন। রহস্য-রোমাঞ্চ নাকি ভুতুড়ে কোনো কাহিনি পড়ছেন তা নিয়ে পড়বেন ধন্দে।
এখন বরং নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজের প্রধান চরিত্র নাহিদ জামি সম্পর্কে দুই-চার কথা হোক।
নাহিদ জামির পেশা সাংবাদিকতা। দুর্গম পাহাড় আর গভীর অরণ্য ওকে টানে। কখনো অফিসের অ্যাসাইনম্যান্টে, কখনো নিছক শখে বেরিয়ে পড়ে রোমাঞ্চকর অভিযানে। জড়িয়ে পড়ে রহস্যজালে।
একাকী অ্যাডভেঞ্চারই প্রিয়। কখনো ঘটনাচক্রে সঙ্গী হিসেবে পেয়ে যায় রোমাঞ্চপ্রেমী কোনো যুবককে। প্রায় প্রতিটি অভিযানেই কীভাবে যেন ওর সঙ্গে জড়িয়ে পড়ে দুঃসাহসী, স্মার্ট কোনো তরুণী।
ছোটবেলা থেকে গোয়েন্দা বইয়ের পোকা দীর্ঘদেহী, শ্যাম বর্ণ এই তরুণ। রহস্য সমাধানে মূল অস্ত্র ধারালো মগজ আর সাংবাদিকের অনুসন্ধিৎসু মন। কেস সলভে নীরব হাতিয়ার গুগল, হোয়াটস অ্যাপ, জিপিএসসহ আধুনিক তথ্যপ্রযুক্তির চমক জাগানো অনুষঙ্গ।
সিরিজের এখন পর্যন্ত তিনটি বই বের হয়েছে। লেখক ইশতিয়াক হাসান। প্রকাশ করেছে ঐতিহ্য (প্যাভিলিয়ন ২৫)।
তৃতীয় বই মানিকপুরের নেকড়ে রহস্যের প্রচ্ছদ ও ভেতরের চমৎকার অলংকরণ করেছেন জাহিদ জামিল। বইটির মুদ্রিত দাম ২৪০ টাকা।
এই সুযোগে বরং গত বইমেলায় বের হওয়া বই দুটি সম্পর্কে কিছু বলি।
প্রথম উপন্যাস ফরাসি ম্যামের ধাঁধা। দুই শ বছরের পুরোনো এক দালান ঘিরে ডালপালা মেলে রহস্য। বাড়ির কর্তা গালিব চৌধুরীর অনুরোধে তদন্তে নামল নাহিদ। কেঁচো খুঁড়তে বেরোল সাপ। আশিক চৌধুরীর মেম বউ অ্যারনের মৃত্যু কী কেবলই দুর্ঘটনা নাকি খুন! ডাকটিকিটে জটিল সূত্রগুলো কে রেখে গিয়েছে?
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মানব। মুদ্রিত দাম ২২০ টাকা।
দ্বিতীয় বই পাহাড়চূড়ার খুনি। দার্জিলিং কিংবা গ্যাংটকের পটভূমিতে লেখা হয়েছে জমাট সব রহস্য-রোমাঞ্চ কাহিনি। তবে আমাদের সাজেক নিয়ে সে অর্থে থ্রিলারের কথা খুব একটা শোনা যায় না। আশা করা যায় এবার আক্ষেপ অনেকটাই ঘুচবে রহস্যকাহিনিপ্রেমী তো বটেই পাহাড় যারা পছন্দ করেন তাঁদেরও।
নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজের দ্বিতীয় বই পাহাড়চূড়ার খুনির পটভূমি রাঙামাটির এই পর্যটনকেন্দ্রটি।
সাজেকের পাহাড়রাজ্যে ঘটছে একের পর এক রহস্যময় মৃত্যু। সন্দেহ জন্মাল নাহিদের মনে। কোনো সিরিয়াল কিলার আস্তানা গাড়েনি তো জনপ্রিয় এ পর্যটনকেন্দ্রে? এর মধ্যেই তাঁর ওপর এলো আক্রমণ। পরিস্থিত এমন দাঁড়াল যে আশপাশের প্রত্যেককেই সন্দেহ করতে শুরু করল। এদিকে সাজেকের পাহাড়ে-জঙ্গলে ঘুরে বেড়ানো এক আশ্চর্য প্রাণী জট বাড়াল রহস্যের।
বইয়ের শেষে যে পাঠকের জন্য বড় চমক অপেক্ষা করছে তাতে সন্দেহ নেই। তবে একই সঙ্গে সেটা মন খারাপ করে দেওয়াও।
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন জাহিদ জামিল। মুদ্রিত মূল্য ২৪০ টাকা।
লেখক ইশতিয়াক হাসান জানিয়েছেন, সিরিজটি শুধু বইমেলাকে ঘিরে বের করা হচ্ছে না। তাই মেলার পরও নাহিদের একটির পর একটি রহস্য-রোমাঞ্চকাহিনি পেতে থাকবেন পাঠকেরা। রুদ্ধশ্বাস সব কাহিনিগুলোয় নাহিদের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন পাহাড়-জঙ্গল আর অসাধারণ সুন্দর সব জায়গায় ভ্রমণ হয়ে যাবে তাঁদের।
মূলত কিশোর ও তরুণ পাঠকদের কথা ভেবে বইগুলো লেখা হলেও সব বয়সী পাঠকের মনের খোরাক মেটাবার মতো উপকরণই আছে এগুলোয়।
তাহলে রহস্য-রোমাঞ্চপ্রেমীরা প্রস্তুত হোন জমাটি তিনটি রহস্য সমাধানে ও অ্যাডভেঞ্চারে নাহিদ জামির সঙ্গী হতে।
পরিত্যক্ত গোরস্থানে হেঁটে বেড়ায় কারা? কলজে কাঁপানো কণ্ঠে শিষ দেওয়া জন্তুগুলোই বা কী? কালো পোশাকের ভুতুড়ে ছায়ামূর্তি অস্বস্তি বাড়ালো নাহিদের। ওর গলায় সুচ ফুটানোর মতো দাগ কিসের ইঙ্গিত?
নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজের তৃতীয় বই মানিকপুরের নেকড়ে রহস্য একুশে বইমেলায় পাওয়া যাবে আজ থেকে।
ভারতীয় সীমান্তবর্তী এক গ্রাম মানিকপুর আর পরিত্যক্ত এক গোরস্থানকে ঘিরে ঘটা আশ্চর্য সব কাণ্ডের কারণ অনুসন্ধান করতে গিয়ে নাহিদের সঙ্গে পাঠকও দিশেহারা হয়ে পড়বেন। রহস্য-রোমাঞ্চ নাকি ভুতুড়ে কোনো কাহিনি পড়ছেন তা নিয়ে পড়বেন ধন্দে।
এখন বরং নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজের প্রধান চরিত্র নাহিদ জামি সম্পর্কে দুই-চার কথা হোক।
নাহিদ জামির পেশা সাংবাদিকতা। দুর্গম পাহাড় আর গভীর অরণ্য ওকে টানে। কখনো অফিসের অ্যাসাইনম্যান্টে, কখনো নিছক শখে বেরিয়ে পড়ে রোমাঞ্চকর অভিযানে। জড়িয়ে পড়ে রহস্যজালে।
একাকী অ্যাডভেঞ্চারই প্রিয়। কখনো ঘটনাচক্রে সঙ্গী হিসেবে পেয়ে যায় রোমাঞ্চপ্রেমী কোনো যুবককে। প্রায় প্রতিটি অভিযানেই কীভাবে যেন ওর সঙ্গে জড়িয়ে পড়ে দুঃসাহসী, স্মার্ট কোনো তরুণী।
ছোটবেলা থেকে গোয়েন্দা বইয়ের পোকা দীর্ঘদেহী, শ্যাম বর্ণ এই তরুণ। রহস্য সমাধানে মূল অস্ত্র ধারালো মগজ আর সাংবাদিকের অনুসন্ধিৎসু মন। কেস সলভে নীরব হাতিয়ার গুগল, হোয়াটস অ্যাপ, জিপিএসসহ আধুনিক তথ্যপ্রযুক্তির চমক জাগানো অনুষঙ্গ।
সিরিজের এখন পর্যন্ত তিনটি বই বের হয়েছে। লেখক ইশতিয়াক হাসান। প্রকাশ করেছে ঐতিহ্য (প্যাভিলিয়ন ২৫)।
তৃতীয় বই মানিকপুরের নেকড়ে রহস্যের প্রচ্ছদ ও ভেতরের চমৎকার অলংকরণ করেছেন জাহিদ জামিল। বইটির মুদ্রিত দাম ২৪০ টাকা।
এই সুযোগে বরং গত বইমেলায় বের হওয়া বই দুটি সম্পর্কে কিছু বলি।
প্রথম উপন্যাস ফরাসি ম্যামের ধাঁধা। দুই শ বছরের পুরোনো এক দালান ঘিরে ডালপালা মেলে রহস্য। বাড়ির কর্তা গালিব চৌধুরীর অনুরোধে তদন্তে নামল নাহিদ। কেঁচো খুঁড়তে বেরোল সাপ। আশিক চৌধুরীর মেম বউ অ্যারনের মৃত্যু কী কেবলই দুর্ঘটনা নাকি খুন! ডাকটিকিটে জটিল সূত্রগুলো কে রেখে গিয়েছে?
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মানব। মুদ্রিত দাম ২২০ টাকা।
দ্বিতীয় বই পাহাড়চূড়ার খুনি। দার্জিলিং কিংবা গ্যাংটকের পটভূমিতে লেখা হয়েছে জমাট সব রহস্য-রোমাঞ্চ কাহিনি। তবে আমাদের সাজেক নিয়ে সে অর্থে থ্রিলারের কথা খুব একটা শোনা যায় না। আশা করা যায় এবার আক্ষেপ অনেকটাই ঘুচবে রহস্যকাহিনিপ্রেমী তো বটেই পাহাড় যারা পছন্দ করেন তাঁদেরও।
নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজের দ্বিতীয় বই পাহাড়চূড়ার খুনির পটভূমি রাঙামাটির এই পর্যটনকেন্দ্রটি।
সাজেকের পাহাড়রাজ্যে ঘটছে একের পর এক রহস্যময় মৃত্যু। সন্দেহ জন্মাল নাহিদের মনে। কোনো সিরিয়াল কিলার আস্তানা গাড়েনি তো জনপ্রিয় এ পর্যটনকেন্দ্রে? এর মধ্যেই তাঁর ওপর এলো আক্রমণ। পরিস্থিত এমন দাঁড়াল যে আশপাশের প্রত্যেককেই সন্দেহ করতে শুরু করল। এদিকে সাজেকের পাহাড়ে-জঙ্গলে ঘুরে বেড়ানো এক আশ্চর্য প্রাণী জট বাড়াল রহস্যের।
বইয়ের শেষে যে পাঠকের জন্য বড় চমক অপেক্ষা করছে তাতে সন্দেহ নেই। তবে একই সঙ্গে সেটা মন খারাপ করে দেওয়াও।
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন জাহিদ জামিল। মুদ্রিত মূল্য ২৪০ টাকা।
লেখক ইশতিয়াক হাসান জানিয়েছেন, সিরিজটি শুধু বইমেলাকে ঘিরে বের করা হচ্ছে না। তাই মেলার পরও নাহিদের একটির পর একটি রহস্য-রোমাঞ্চকাহিনি পেতে থাকবেন পাঠকেরা। রুদ্ধশ্বাস সব কাহিনিগুলোয় নাহিদের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন পাহাড়-জঙ্গল আর অসাধারণ সুন্দর সব জায়গায় ভ্রমণ হয়ে যাবে তাঁদের।
মূলত কিশোর ও তরুণ পাঠকদের কথা ভেবে বইগুলো লেখা হলেও সব বয়সী পাঠকের মনের খোরাক মেটাবার মতো উপকরণই আছে এগুলোয়।
তাহলে রহস্য-রোমাঞ্চপ্রেমীরা প্রস্তুত হোন জমাটি তিনটি রহস্য সমাধানে ও অ্যাডভেঞ্চারে নাহিদ জামির সঙ্গী হতে।
চারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
৬ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
১৩ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
১৩ দিন আগেদ্য ভেজিটেরিয়ানের পর হান কাঙের পরের উপন্যাস ছিল ‘দ্য উইন্ড ব্লোজ, গো’। এই উপন্যাস লেখার সময়ই ঘটে বিপত্তি! হান অনুভব করেন তিনি আর লিখতে পারছেন না। গত বছর নিজের পঞ্চম উপন্যাস ‘গ্রিক লেসন’ ইংরেজি ভাষায় প্রকাশিত হলে স্পেনের এল-পাইস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছিলেন তিনি।
১০ অক্টোবর ২০২৪