অনলাইন ডেস্ক
প্রকাশের ছয় বছর পর নতুন সংস্করণে মেলায় এসেছে কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অলাত এহ্সানের গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’। এর মধ্যে দেড় বছর বাজারে বইটির কোনো মুদ্রিত কপি ছিল না। এবার আরও একটি গল্প যুক্ত করে বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন।
বইটির গুরুত্বপূর্ণ ভূমিকায় উত্তর–মানব চেতনা ও সাহিত্য প্রসঙ্গ এনেছেন পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্বনামধন্য জাপানি ভাষার অনুবাদক অভিজিৎ মুখার্জি। তিনি লিখেছেন, ‘এহ্সানের চোখ আছে ঘটনা সমষ্টি থেকে গল্পটাকে খুঁজে নেওয়ার, তার উপস্থাপনার ধাঁচ নিয়ে ওঁর যে ইনট্যুইটিভ বা স্বজ্ঞাপ্রসূত পক্ষপাত তৈরি হয়, আমার বিশ্বাস, তা অধিকাংশ পাঠককে স্পর্শ করবে, পাঠক উপভোগ করবে। প্রকরণগত কাঠামোর দিক থেকেও এহ্সানের গল্পে কাহিনির উপস্থাপনা বেশ আধুনিক, বুদ্ধিদীপ্ত।’
বইটির ব্যাক কভার মন্তব্য লিখেছেন কবি ও অনুবাদক রাজু আলাউদ্দিন। তিনি লেখেন, ‘কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অলাত এহ্সানের সঙ্গে সম্পর্ক কম করে হলেও এক দশক তো হবেই। প্রথম পরিচয়েই আমি তার কথা শুনে উপলব্ধি করেছিলাম, এহ্সান বেশ প্রস্তুতি নিয়ে সাহিত্যে প্রবেশ করেছেন। তার পড়াশোনা কতটা বিস্তৃত নিশ্চিত করে বলতে পারব না, কিন্তু নিশ্চিতভাবেই বুঝেছিলাম তার পাঠ গভীর এবং তার নিজস্ব পর্যবেক্ষণও ভিন্ন পথের ইশারাবাহী। “অনভ্যাসের দিনে” নামক তাঁর গল্পের বইটি পড়ে সেই নিশ্চয়তা আরও প্রগাঢ় হয়েছে। পরিপক্ব হাতের কাজ, এবং তা মৌলিকতার অনুগামী।’
রাজধানীর অদূরে নবাবগঞ্জ উপজেলায় জন্ম অলাত এহ্সানের। তিনি মূলত গল্পকার। গল্প ছাড়াও প্রবন্ধ ও সমালোচনা লেখেন তিনি। অনুবাদক হিসেবে পেশা শুরু করলেও বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরে চর্চা করে জাপানি ভাষা।
অনভ্যাসের দিনে প্রকাশ হয় ২০১৮ সালে। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে অর্জন প্রকাশনের ৫৮০ নম্বর স্টলে। এ ছাড়া ‘প্রথমা ডট কম’-এ ২৫ শতাংশ ছাড়ে বইটির প্রি–অর্ডার চলছে।
এই গল্পগ্রন্থ ছাড়াও ‘দশকথা: বিশিষ্টজনের মুখোমুখি’ নামে অলাত এহ্সানের নেওয়া সাক্ষাৎকারের একটি সংকলন প্রকাশ করছে বেঙ্গল বুকস (স্টল ৮৮)।
বই: অনভ্যাসের দিন
লেখক: অলাত এহ্সান
প্রকাশক: অর্জন প্রকাশন
(২০২৪ বইমেলায় স্টল ৫৮০)
প্রচ্ছদ: রাজীব দত্ত
গায়ের মূল্য: ৩৫০ টাকা
প্রকাশের ছয় বছর পর নতুন সংস্করণে মেলায় এসেছে কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অলাত এহ্সানের গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’। এর মধ্যে দেড় বছর বাজারে বইটির কোনো মুদ্রিত কপি ছিল না। এবার আরও একটি গল্প যুক্ত করে বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন।
বইটির গুরুত্বপূর্ণ ভূমিকায় উত্তর–মানব চেতনা ও সাহিত্য প্রসঙ্গ এনেছেন পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্বনামধন্য জাপানি ভাষার অনুবাদক অভিজিৎ মুখার্জি। তিনি লিখেছেন, ‘এহ্সানের চোখ আছে ঘটনা সমষ্টি থেকে গল্পটাকে খুঁজে নেওয়ার, তার উপস্থাপনার ধাঁচ নিয়ে ওঁর যে ইনট্যুইটিভ বা স্বজ্ঞাপ্রসূত পক্ষপাত তৈরি হয়, আমার বিশ্বাস, তা অধিকাংশ পাঠককে স্পর্শ করবে, পাঠক উপভোগ করবে। প্রকরণগত কাঠামোর দিক থেকেও এহ্সানের গল্পে কাহিনির উপস্থাপনা বেশ আধুনিক, বুদ্ধিদীপ্ত।’
বইটির ব্যাক কভার মন্তব্য লিখেছেন কবি ও অনুবাদক রাজু আলাউদ্দিন। তিনি লেখেন, ‘কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অলাত এহ্সানের সঙ্গে সম্পর্ক কম করে হলেও এক দশক তো হবেই। প্রথম পরিচয়েই আমি তার কথা শুনে উপলব্ধি করেছিলাম, এহ্সান বেশ প্রস্তুতি নিয়ে সাহিত্যে প্রবেশ করেছেন। তার পড়াশোনা কতটা বিস্তৃত নিশ্চিত করে বলতে পারব না, কিন্তু নিশ্চিতভাবেই বুঝেছিলাম তার পাঠ গভীর এবং তার নিজস্ব পর্যবেক্ষণও ভিন্ন পথের ইশারাবাহী। “অনভ্যাসের দিনে” নামক তাঁর গল্পের বইটি পড়ে সেই নিশ্চয়তা আরও প্রগাঢ় হয়েছে। পরিপক্ব হাতের কাজ, এবং তা মৌলিকতার অনুগামী।’
রাজধানীর অদূরে নবাবগঞ্জ উপজেলায় জন্ম অলাত এহ্সানের। তিনি মূলত গল্পকার। গল্প ছাড়াও প্রবন্ধ ও সমালোচনা লেখেন তিনি। অনুবাদক হিসেবে পেশা শুরু করলেও বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরে চর্চা করে জাপানি ভাষা।
অনভ্যাসের দিনে প্রকাশ হয় ২০১৮ সালে। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে অর্জন প্রকাশনের ৫৮০ নম্বর স্টলে। এ ছাড়া ‘প্রথমা ডট কম’-এ ২৫ শতাংশ ছাড়ে বইটির প্রি–অর্ডার চলছে।
এই গল্পগ্রন্থ ছাড়াও ‘দশকথা: বিশিষ্টজনের মুখোমুখি’ নামে অলাত এহ্সানের নেওয়া সাক্ষাৎকারের একটি সংকলন প্রকাশ করছে বেঙ্গল বুকস (স্টল ৮৮)।
বই: অনভ্যাসের দিন
লেখক: অলাত এহ্সান
প্রকাশক: অর্জন প্রকাশন
(২০২৪ বইমেলায় স্টল ৫৮০)
প্রচ্ছদ: রাজীব দত্ত
গায়ের মূল্য: ৩৫০ টাকা
চারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
৬ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
১৩ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
১৩ দিন আগেদ্য ভেজিটেরিয়ানের পর হান কাঙের পরের উপন্যাস ছিল ‘দ্য উইন্ড ব্লোজ, গো’। এই উপন্যাস লেখার সময়ই ঘটে বিপত্তি! হান অনুভব করেন তিনি আর লিখতে পারছেন না। গত বছর নিজের পঞ্চম উপন্যাস ‘গ্রিক লেসন’ ইংরেজি ভাষায় প্রকাশিত হলে স্পেনের এল-পাইস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছিলেন তিনি।
১০ অক্টোবর ২০২৪