সম্পাদকীয়
নিজের জীবন উৎসর্গ করে মঈন হোসেন রাজু হয়ে উঠেছিলেন ইতিহাসের সন্তান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণার উৎস। একজন রাজুর আত্মদানে জন্ম নেয় হাজারো রাজু, যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস আর দখলদারির বিরুদ্ধে আজও মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করে।
মঈন হোসেন রাজুর জন্ম বরিশালের মেহেন্দীগঞ্জে। তবে তাঁর পরিবার প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় বসবাস শুরু করে। ঢাকায় থাকার সময় তিনি স্কুলজীবনেই যুক্ত হন ছাত্র ইউনিয়নের সঙ্গে। ১৯৮৭ সালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ছিলেন বিভাগের মেধাবী শিক্ষার্থী। তৎকালীন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তিনি নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে তিনি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সাধারণ ছাত্রছাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ক্যাম্পাসে তখনকার বামপন্থী ছাত্রসংগঠনের জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে সন্ত্রাসবিরোধী প্রতিবাদ মিছিল বের করা হয়। ছাত্রলীগ ও ছাত্রদলের বন্দুকযুদ্ধ চলাকালেই গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ছাত্র ইউনিয়নের নেতা মঈন হোসেন রাজু মৃত্যুবরণ করেন। তাঁর শহীদি আত্মবলিদানকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়ক মোড়ে তৈরি করা হয় ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’। তাঁর মৃত্যুর পর এ দেশের প্রধান কবি শামসুর রাহমান তাঁকে নিয়ে ‘পুরানের পাখি’ নামের কবিতাটি লিখেছিলেন।
১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ কে আজাদ চৌধুরী ভাস্কর্যটির উদ্বোধন করেন। ভাস্কর্যটির নকশাকার ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী। প্রতিবছর ১৩ মার্চ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করা হয়।
নিজের জীবন উৎসর্গ করে মঈন হোসেন রাজু হয়ে উঠেছিলেন ইতিহাসের সন্তান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণার উৎস। একজন রাজুর আত্মদানে জন্ম নেয় হাজারো রাজু, যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস আর দখলদারির বিরুদ্ধে আজও মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করে।
মঈন হোসেন রাজুর জন্ম বরিশালের মেহেন্দীগঞ্জে। তবে তাঁর পরিবার প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় বসবাস শুরু করে। ঢাকায় থাকার সময় তিনি স্কুলজীবনেই যুক্ত হন ছাত্র ইউনিয়নের সঙ্গে। ১৯৮৭ সালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ছিলেন বিভাগের মেধাবী শিক্ষার্থী। তৎকালীন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তিনি নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে তিনি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। সাধারণ ছাত্রছাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ক্যাম্পাসে তখনকার বামপন্থী ছাত্রসংগঠনের জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে সন্ত্রাসবিরোধী প্রতিবাদ মিছিল বের করা হয়। ছাত্রলীগ ও ছাত্রদলের বন্দুকযুদ্ধ চলাকালেই গণতান্ত্রিক ছাত্র ঐক্যের মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ছাত্র ইউনিয়নের নেতা মঈন হোসেন রাজু মৃত্যুবরণ করেন। তাঁর শহীদি আত্মবলিদানকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়ক মোড়ে তৈরি করা হয় ‘সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য’। তাঁর মৃত্যুর পর এ দেশের প্রধান কবি শামসুর রাহমান তাঁকে নিয়ে ‘পুরানের পাখি’ নামের কবিতাটি লিখেছিলেন।
১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ কে আজাদ চৌধুরী ভাস্কর্যটির উদ্বোধন করেন। ভাস্কর্যটির নকশাকার ছিলেন ভাস্কর শ্যামল চৌধুরী। প্রতিবছর ১৩ মার্চ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন করা হয়।
বারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
১৪ ঘণ্টা আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৪ দিন আগেআব্দুল করিম খাঁ ছিলেন হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতের অন্যতম কিংবদন্তি। কিরানা ঘরানারও তিনি কিংবদন্তি ছিলেন। তাঁর সম্পর্কে প্রচলিত—তিনি গান গাওয়ার সময় এমনভাবে ধ্যানমগ্ন হয়ে যেতেন যে, শ্রোতারাও সেই সুরের মায়াজালে আচ্ছন্ন হয়ে পড়তেন।
৫ দিন আগেমানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নিপীড়িত ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মুক্তির আন্দোলনের একজন অন্যতম নেতা। তিনি এম এন লারমা নামে বেশি পরিচিত ছিলেন। ডাকনাম ছিল মঞ্জু। তাঁর নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠিত হয়।
৬ দিন আগে