অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারি, ১৮৪৮। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাটার’স ক্রিকের তীরে সোনা খুঁজে পান এক ব্যক্তি। এর মধ্যমে সূচনা হয় গোল্ড রাশের। দলে দলে স্বর্ণসন্ধনীরা ছুটে আসতে থাকেন সাটার’স ক্রিকে। আর এই সোনা খুঁজে পাওয়ার ঘটনা চিরতরে বদলে দেয় বুনো পশ্চিমের ইতিহাসের গতিপথ।
স্যাক্রামেন্টো উপত্যকার পূর্বে আমেরিকান নদীর থেকে আসা একটি খাল সাটার’স ক্রিক। ১৮৩৯ সালে মেক্সিকান ক্যালিফোর্নিয়ায় (তখন মেক্সিকোর অন্তর্ভুক্ত ছিল এই আমেরিকান রাজ্যটি) আসা সুইস অভিবাসী জন অগাস্টাস সাটারের নামে রাখা হয় ক্রিকটির নাম।
সাটার মেক্সিকোর নাগরিকত্ব পান এবং অনুদান হিসেবে সবুজ স্যাক্রামেন্টো উপত্যকায় প্রায় ৫০ হাজার একর জমি পান। যেখানে তিনি নিজের একটি ছোটখাটো সাম্রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করেন। এখানে একটি শক্তিশালী দুর্গ তৈরি করেন, যা কালক্রমে তার গড়ে তোলা শহর নিউ হেলভেশিয়ার কেন্দ্রে পরিণত হয়। এখানে খামার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রচুর গবাদিপশু কিনে আনেন। শুধু তাই না, তার এলাকার প্রতিরক্ষার জন্য একটি কামানও আনান।
স্প্যানিশ মিশনের পদ্ধতি অনুসরণ করে, সাটার স্থানীয় রেড ইন্ডিয়ানদের দিয়ে তাঁর খামারের সমস্ত কাজ করাতে শুরু করেন। কথিত আছে, যে সব শ্রমিক অনুমতি ছাড়াই তার এলাকা ত্যাগ করত তাদের ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হতো।
১৮৪০-র দশকে, সাটারের দুর্গ ক্যালিফোর্নিয়ায় খামার ও র্যাঞ্চ তৈরি করতে আসা অ্যাংলো-আমেরিকান অভিবাসীদের প্রথম বিরতিস্থল হয়ে ওঠে। মেক্সিকোর প্রদেশটিকে ক্রমেই সংখ্যা বৃদ্ধি পেতে থাকা আমেরিকানদের নিয়ন্ত্রণে পড়া থেকে রক্ষা করার শপথ নিলেও সাটার বুঝতে পেরেছিলেন যে তার ভবিষ্যৎ প্রতিপত্তি ও সম্পদ লাভ এই অ্যাংলো বসতি স্থাপনকারীদের ওপরই নির্ভর করছে। 1
১৮৪৬ সালে মেক্সিকান ওয়ার শুরু হলে সাটার আমেরিকানদের সমর্থন দেন। আপাতদৃষ্টিতে এতে তাঁর লাভই হয় বলে মনে হয়, কারণ ১৮৪৭ সালের শরৎ নাগাদ মার্কিনিরা যুদ্ধে জয়ী হয়ে যায়। স্বাভাবিকভাবেই ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে আসে। সাটার ১৮৪৮ সালের জানুয়ারিতে আমেরিকান নদীর দক্ষিণ শাখা বরাবর একটি করাতকল নির্মাণের জন্য জেমস মার্শাল নামের এক ব্যক্তিকে নিয়োগ দেন।
মিলের চাকা ঘুরতে জলের প্রবাহ ব্যবহার করার জন্য মার্শাল একটি অগভীর নালা খননের কাজ তদারকি করেছিলেন। ১৮৪৮ সালের ২৪ জানুয়ারি সকালের ঘটনা। মার্শাল সদ্য কাটা নালার দিকে তাকাতে কালো মাটিতে জ্বলজ্বলে একটা কিছুর উপস্থিতি আবিষ্কার করলেন।
আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে চমকে উঠলেন। নালার বড় একটা অংশ জুড়ে সোনালি জ্বলজ্বলে টুকরো বা কণা দেখা যাচ্ছে, আর এগুলো স্বর্ণের মতোই মনে হচ্ছে। ছুটে গিয়ে বিষয়টি সাটারকে জানালেন।
স্বর্ণ সম্পর্কে অভিজ্ঞ একজনকে দিয়ে কণাগুলি যে সোনা তা নিশ্চিত করার পর সাটার নিঃশব্দে যতটা সম্ভব সোনা সংগ্রহ করতে শুরু করেন। আবিষ্কারটি গোপন রাখার চেষ্টা করেন তিনি। তবে এমন একটা বিষয় লুকিয়ে রাখা প্রায় অসম্ভব এক ব্যাপার। অতএব ফাঁস হয়ে গেল সাটার’স ক্রিকে স্বর্ণের খোঁজ পাওয়ার ঘটনা। যা কয়েক মাসের মধ্যেই বিশ্বের বৃহত্তম গোল্ড রাশের জন্ম দিল।
আর ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ সাটারের জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনল। এটা সত্যি গোল্ড রাশ কয়েক লাখ মানুষকে ক্যালিফোর্নিয়ায় টেনে আনে। কিন্তু প্রসপেক্টার বা স্বর্ণসন্ধানীদের সাটারের কৃষি সম্প্রদায়ে যোগদানের কোনো আগ্রহই ছিল না। এর বদলে তারা সাটারের সম্পত্তির বারোটা বাজাল স্বর্ণের খোঁজে। খাবারের জন্য তাঁর পশুদের জবাই করল আর ফসলের খেত মাড়িয়ে নষ্ট করল।
ক্যালিফোর্নিয়ার বাইরে ওরেগন, হাওয়াই এবং ল্যাটিন আমেরিকার স্বর্ণসন্ধানীরা প্রথম পৌঁছেন ক্রিকটির তীরে। গোল্ড রাশের সময় ক্যালিফোর্নিয়ায় আসা প্রায় তিন লাখ লোকের মধ্যে প্রায় অর্ধেকই আসেন সমুদ্রপথে আসেন।
১৮৫২ সালের মধ্যে নিউ হেলভেশিয়া মোটামুটি এক ধ্বংসাবশেষে পরিণত হলো। সেই সঙ্গে কপাল পুড়ল সাটারের। ১৮৮০ সালে মারা যান তিনি। তবে এর আগ পর্যন্ত, অনিচ্ছাকৃতভাবে যে গোল্ড রাশ ডেকে আনেন তাতে যে ক্ষতি হয় তার জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়াতেই ব্যস্ত ছিলেন। যদিও এতে সফল হননি।
সূত্র: হিস্টরি চ্যানেল, উইকিপিডিয়া
২৪ জানুয়ারি, ১৮৪৮। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাটার’স ক্রিকের তীরে সোনা খুঁজে পান এক ব্যক্তি। এর মধ্যমে সূচনা হয় গোল্ড রাশের। দলে দলে স্বর্ণসন্ধনীরা ছুটে আসতে থাকেন সাটার’স ক্রিকে। আর এই সোনা খুঁজে পাওয়ার ঘটনা চিরতরে বদলে দেয় বুনো পশ্চিমের ইতিহাসের গতিপথ।
স্যাক্রামেন্টো উপত্যকার পূর্বে আমেরিকান নদীর থেকে আসা একটি খাল সাটার’স ক্রিক। ১৮৩৯ সালে মেক্সিকান ক্যালিফোর্নিয়ায় (তখন মেক্সিকোর অন্তর্ভুক্ত ছিল এই আমেরিকান রাজ্যটি) আসা সুইস অভিবাসী জন অগাস্টাস সাটারের নামে রাখা হয় ক্রিকটির নাম।
সাটার মেক্সিকোর নাগরিকত্ব পান এবং অনুদান হিসেবে সবুজ স্যাক্রামেন্টো উপত্যকায় প্রায় ৫০ হাজার একর জমি পান। যেখানে তিনি নিজের একটি ছোটখাটো সাম্রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করেন। এখানে একটি শক্তিশালী দুর্গ তৈরি করেন, যা কালক্রমে তার গড়ে তোলা শহর নিউ হেলভেশিয়ার কেন্দ্রে পরিণত হয়। এখানে খামার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রচুর গবাদিপশু কিনে আনেন। শুধু তাই না, তার এলাকার প্রতিরক্ষার জন্য একটি কামানও আনান।
স্প্যানিশ মিশনের পদ্ধতি অনুসরণ করে, সাটার স্থানীয় রেড ইন্ডিয়ানদের দিয়ে তাঁর খামারের সমস্ত কাজ করাতে শুরু করেন। কথিত আছে, যে সব শ্রমিক অনুমতি ছাড়াই তার এলাকা ত্যাগ করত তাদের ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হতো।
১৮৪০-র দশকে, সাটারের দুর্গ ক্যালিফোর্নিয়ায় খামার ও র্যাঞ্চ তৈরি করতে আসা অ্যাংলো-আমেরিকান অভিবাসীদের প্রথম বিরতিস্থল হয়ে ওঠে। মেক্সিকোর প্রদেশটিকে ক্রমেই সংখ্যা বৃদ্ধি পেতে থাকা আমেরিকানদের নিয়ন্ত্রণে পড়া থেকে রক্ষা করার শপথ নিলেও সাটার বুঝতে পেরেছিলেন যে তার ভবিষ্যৎ প্রতিপত্তি ও সম্পদ লাভ এই অ্যাংলো বসতি স্থাপনকারীদের ওপরই নির্ভর করছে। 1
১৮৪৬ সালে মেক্সিকান ওয়ার শুরু হলে সাটার আমেরিকানদের সমর্থন দেন। আপাতদৃষ্টিতে এতে তাঁর লাভই হয় বলে মনে হয়, কারণ ১৮৪৭ সালের শরৎ নাগাদ মার্কিনিরা যুদ্ধে জয়ী হয়ে যায়। স্বাভাবিকভাবেই ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে আসে। সাটার ১৮৪৮ সালের জানুয়ারিতে আমেরিকান নদীর দক্ষিণ শাখা বরাবর একটি করাতকল নির্মাণের জন্য জেমস মার্শাল নামের এক ব্যক্তিকে নিয়োগ দেন।
মিলের চাকা ঘুরতে জলের প্রবাহ ব্যবহার করার জন্য মার্শাল একটি অগভীর নালা খননের কাজ তদারকি করেছিলেন। ১৮৪৮ সালের ২৪ জানুয়ারি সকালের ঘটনা। মার্শাল সদ্য কাটা নালার দিকে তাকাতে কালো মাটিতে জ্বলজ্বলে একটা কিছুর উপস্থিতি আবিষ্কার করলেন।
আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে চমকে উঠলেন। নালার বড় একটা অংশ জুড়ে সোনালি জ্বলজ্বলে টুকরো বা কণা দেখা যাচ্ছে, আর এগুলো স্বর্ণের মতোই মনে হচ্ছে। ছুটে গিয়ে বিষয়টি সাটারকে জানালেন।
স্বর্ণ সম্পর্কে অভিজ্ঞ একজনকে দিয়ে কণাগুলি যে সোনা তা নিশ্চিত করার পর সাটার নিঃশব্দে যতটা সম্ভব সোনা সংগ্রহ করতে শুরু করেন। আবিষ্কারটি গোপন রাখার চেষ্টা করেন তিনি। তবে এমন একটা বিষয় লুকিয়ে রাখা প্রায় অসম্ভব এক ব্যাপার। অতএব ফাঁস হয়ে গেল সাটার’স ক্রিকে স্বর্ণের খোঁজ পাওয়ার ঘটনা। যা কয়েক মাসের মধ্যেই বিশ্বের বৃহত্তম গোল্ড রাশের জন্ম দিল।
আর ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ সাটারের জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনল। এটা সত্যি গোল্ড রাশ কয়েক লাখ মানুষকে ক্যালিফোর্নিয়ায় টেনে আনে। কিন্তু প্রসপেক্টার বা স্বর্ণসন্ধানীদের সাটারের কৃষি সম্প্রদায়ে যোগদানের কোনো আগ্রহই ছিল না। এর বদলে তারা সাটারের সম্পত্তির বারোটা বাজাল স্বর্ণের খোঁজে। খাবারের জন্য তাঁর পশুদের জবাই করল আর ফসলের খেত মাড়িয়ে নষ্ট করল।
ক্যালিফোর্নিয়ার বাইরে ওরেগন, হাওয়াই এবং ল্যাটিন আমেরিকার স্বর্ণসন্ধানীরা প্রথম পৌঁছেন ক্রিকটির তীরে। গোল্ড রাশের সময় ক্যালিফোর্নিয়ায় আসা প্রায় তিন লাখ লোকের মধ্যে প্রায় অর্ধেকই আসেন সমুদ্রপথে আসেন।
১৮৫২ সালের মধ্যে নিউ হেলভেশিয়া মোটামুটি এক ধ্বংসাবশেষে পরিণত হলো। সেই সঙ্গে কপাল পুড়ল সাটারের। ১৮৮০ সালে মারা যান তিনি। তবে এর আগ পর্যন্ত, অনিচ্ছাকৃতভাবে যে গোল্ড রাশ ডেকে আনেন তাতে যে ক্ষতি হয় তার জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ চাওয়াতেই ব্যস্ত ছিলেন। যদিও এতে সফল হননি।
সূত্র: হিস্টরি চ্যানেল, উইকিপিডিয়া
বারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
৬ ঘণ্টা আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৩ দিন আগেআব্দুল করিম খাঁ ছিলেন হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতের অন্যতম কিংবদন্তি। কিরানা ঘরানারও তিনি কিংবদন্তি ছিলেন। তাঁর সম্পর্কে প্রচলিত—তিনি গান গাওয়ার সময় এমনভাবে ধ্যানমগ্ন হয়ে যেতেন যে, শ্রোতারাও সেই সুরের মায়াজালে আচ্ছন্ন হয়ে পড়তেন।
৪ দিন আগেমানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নিপীড়িত ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মুক্তির আন্দোলনের একজন অন্যতম নেতা। তিনি এম এন লারমা নামে বেশি পরিচিত ছিলেন। ডাকনাম ছিল মঞ্জু। তাঁর নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠিত হয়।
৫ দিন আগে