অনলাইন ডেস্ক
আপনি যদি চ্যাটিংয়ে খুব ভালো হয়ে থাকেন বা সঙ্গীকে খুব দ্রুত পটিয়ে ফেলতে পারেন—তবে বুঝতে হবে আপনার মধ্যে ‘রিজ’ রয়েছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বর্ষসেরা শব্দ নির্বাচিত হওয়া ‘রিজ’ বলতে রোম্যান্টিক আবেদন বা আকর্ষণ বোঝায়। সাধারণত আজকালকার তরুণদের মধ্যে এ শব্দের ব্যবহার খুব বেশি চোখে পড়ে।
২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত আটটি শব্দের একটি তালিকা প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। নির্বাচিত এ আটটি শব্দ ২০২৩ সালে মানুষের মেজাজ, নীতি বা কোনো ধরনের কাজে বেশি জড়িত ছিল তাই প্রতিফলিত করে।
অক্সফোর্ডের অভিধানবিদেরা চূড়ান্ত শব্দ বাছাই করার আগে এ অভিধার জন্য উপযোগী শব্দ বেছে নেওয়ার জন্য সাধারণ মানুষদের সুযোগ দেওয়া হয়।
রিজ কী?
জেনারেশন জি না হলে ‘রিজ’ শব্দটি আপনার কাছে অর্থহীন মনে হতে পারে। তবে অনলাইন জগতে এটি বহুল ব্যবহৃত একটি শব্দ। এমনকি টিকটকে রিজ হ্যাশট্যাগের ভিডিও দেখেছেন কয়েকশ কোটি ব্যবহারকারী।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির (ওইডি) প্রকাশক অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) শব্দটিকে সংজ্ঞায়িত করেছে—শৈলী, কমনীয়তা, দৃষ্টি আকর্ষণের ক্ষমতা এবং রোম্যান্টিক বা যৌন সঙ্গীকে আকর্ষণ করার ক্ষমতা হিসেবে।
বলা হয় ইংরেজি ক্যারিশমা (charisma) শব্দটি থেকে ‘rizz’ শব্দটি এসেছে।
শব্দটি কেবল বিশেষণ হিসেবেই নয় বরং ব্যবহার করা যায় ক্রিয়া হিসেবেও। ইংরেজিতে ‘to rizz up’ বলতে কাউকে আকর্ষণ করা, প্রলুব্ধ করা বা কাউকে চ্যাট করায় আগ্রহী করে তোলা বোঝাতে পারে।
তালিকাভুক্ত অন্য শব্দগুলো হলো—
বিজ ফ্ল্যাগ (Beige flag) : এ শব্দটি দিয়ে এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝায়, যার অর্থ হলো সঙ্গী বা সম্ভাব্য সঙ্গী একঘেয়ে বা যার মধ্যে কোনো ধরনের মৌলিকতা নেই। এ ছাড়া এটি দ্বারা সঙ্গী বা সম্ভাব্য সঙ্গীর বৈশিষ্ট্য বা অভ্যাস ও বোঝানো হয়, যা স্পষ্টভাবে ভালোও নয় বা খারাপও নয়।
সিচুয়েশনশিপ (Situationship) : এটি এমন ধরনের রোম্যান্টিক বা যৌনতা ভিত্তিক সম্পর্ককে বোঝায় যা স্বীকৃত বা প্রতিষ্ঠিত নয়।
প্যারাসোশ্যাল (Parasocial) : এ শব্দটি একতরফা সম্পর্ককে নির্দেশ করে। সাধারণত ভক্ত ও জনপ্রিয় ব্যক্তি বা তারকাদের মধ্যে এ ধরনের সম্পর্ক দেখা যায়। এতে ভক্তের মনে হয় জনপ্রিয় ব্যক্তিটির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
হিট ডোম (Heat dome) : একটি নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত তাপমাত্রা তৈরি হওয়া।
সুইফটি (Swiftie) : আমেরিকান সংগীত শিল্পী টেলর সুইফটের অতি উৎসাহী ভক্ত।
প্রম্পট (Prompt) : কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম বা অ্যালগরিদমকে দেওয়া নির্দেশনা, যা অনুসারে এটি কনটেন্ট তৈরি করে।
ডি–ইনফ্লুয়েন্সিং (De-influencing) : সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে মানুষকে কোনো বিশেষ পণ্য কিনতে নিরুৎসাহিত করার ক্ষেত্রে বা বস্তুগত ভোগ কমাতে উৎসাহিত করার ক্ষেত্রে এ শব্দটি ব্যবহৃত হয়।
এ ছাড়া অন্য যেসব শব্দ রয়েছে সেগুলোও অভিধানে যুক্ত করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে শব্দগুলোর ব্যবহারের প্রবণতা বিবেচনা করা হবে।
অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেজের প্রেসিডেন্ট ক্যাসপার গ্র্যাথওল বলেন, ‘গবলিন মোড’ শব্দটি মহামারির পর বেশির ভাগ মানুষের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ ছিল। এখন আবার এর বিপরীত ভাব সম্পন্ন রিজ শব্দের আবির্ভাবের বিষয়টি বেশ মজার।
তিনি বলেন, এ শব্দটি ২০২৩ সালে আমাদের মনমেজাজকে প্রতিফলিত করে। অর্থাৎ চ্যালেঞ্জিং কয়েক বছর কাটানোর পর মানুষ এখন অন্যের কাছে নিজেকে তুলনামূলক বেশি প্রকাশ করছে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে।
গ্র্যাথওল আরও বলেন, রিজ শব্দটির ব্যবহার বেড়ে যাওয়ায় প্রমাণিত হয় যে, ইন্টারনেট সংস্কৃতি থেকে আসা শব্দ ও শব্দগুচ্ছ ক্রমেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে।
তালিকার আটটি শব্দ বাছাই করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ভাষা বিশেষজ্ঞরা।
গত জুনে হলিউড অভিনেতা টম হল্যান্ডকে তাঁর ‘রিজ’–এর রহস্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়। হল্যান্ড তখন বলেন, ‘আমার কোনো রিজ নেই। আমার রিজ খুবই সীমিত।’ পরে তিনি ব্যাখ্যা করে বলেন, প্রেমিকা জেন্ডায়ার মন জয় করার জন্য বেশ দীর্ঘসময় লেগেছিলই তাঁর।
গত বছর অক্সফোর্ডের নির্বাচিত সেরা শব্দ ছিল ‘গবলিন মোড’। এর মানে হলো, আপসহীনভাবে আনন্দহীন, অলস বা লোভী আচরণ করে যাওয়া।
আপনি যদি চ্যাটিংয়ে খুব ভালো হয়ে থাকেন বা সঙ্গীকে খুব দ্রুত পটিয়ে ফেলতে পারেন—তবে বুঝতে হবে আপনার মধ্যে ‘রিজ’ রয়েছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বর্ষসেরা শব্দ নির্বাচিত হওয়া ‘রিজ’ বলতে রোম্যান্টিক আবেদন বা আকর্ষণ বোঝায়। সাধারণত আজকালকার তরুণদের মধ্যে এ শব্দের ব্যবহার খুব বেশি চোখে পড়ে।
২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত আটটি শব্দের একটি তালিকা প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। নির্বাচিত এ আটটি শব্দ ২০২৩ সালে মানুষের মেজাজ, নীতি বা কোনো ধরনের কাজে বেশি জড়িত ছিল তাই প্রতিফলিত করে।
অক্সফোর্ডের অভিধানবিদেরা চূড়ান্ত শব্দ বাছাই করার আগে এ অভিধার জন্য উপযোগী শব্দ বেছে নেওয়ার জন্য সাধারণ মানুষদের সুযোগ দেওয়া হয়।
রিজ কী?
জেনারেশন জি না হলে ‘রিজ’ শব্দটি আপনার কাছে অর্থহীন মনে হতে পারে। তবে অনলাইন জগতে এটি বহুল ব্যবহৃত একটি শব্দ। এমনকি টিকটকে রিজ হ্যাশট্যাগের ভিডিও দেখেছেন কয়েকশ কোটি ব্যবহারকারী।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির (ওইডি) প্রকাশক অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) শব্দটিকে সংজ্ঞায়িত করেছে—শৈলী, কমনীয়তা, দৃষ্টি আকর্ষণের ক্ষমতা এবং রোম্যান্টিক বা যৌন সঙ্গীকে আকর্ষণ করার ক্ষমতা হিসেবে।
বলা হয় ইংরেজি ক্যারিশমা (charisma) শব্দটি থেকে ‘rizz’ শব্দটি এসেছে।
শব্দটি কেবল বিশেষণ হিসেবেই নয় বরং ব্যবহার করা যায় ক্রিয়া হিসেবেও। ইংরেজিতে ‘to rizz up’ বলতে কাউকে আকর্ষণ করা, প্রলুব্ধ করা বা কাউকে চ্যাট করায় আগ্রহী করে তোলা বোঝাতে পারে।
তালিকাভুক্ত অন্য শব্দগুলো হলো—
বিজ ফ্ল্যাগ (Beige flag) : এ শব্দটি দিয়ে এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝায়, যার অর্থ হলো সঙ্গী বা সম্ভাব্য সঙ্গী একঘেয়ে বা যার মধ্যে কোনো ধরনের মৌলিকতা নেই। এ ছাড়া এটি দ্বারা সঙ্গী বা সম্ভাব্য সঙ্গীর বৈশিষ্ট্য বা অভ্যাস ও বোঝানো হয়, যা স্পষ্টভাবে ভালোও নয় বা খারাপও নয়।
সিচুয়েশনশিপ (Situationship) : এটি এমন ধরনের রোম্যান্টিক বা যৌনতা ভিত্তিক সম্পর্ককে বোঝায় যা স্বীকৃত বা প্রতিষ্ঠিত নয়।
প্যারাসোশ্যাল (Parasocial) : এ শব্দটি একতরফা সম্পর্ককে নির্দেশ করে। সাধারণত ভক্ত ও জনপ্রিয় ব্যক্তি বা তারকাদের মধ্যে এ ধরনের সম্পর্ক দেখা যায়। এতে ভক্তের মনে হয় জনপ্রিয় ব্যক্তিটির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
হিট ডোম (Heat dome) : একটি নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত তাপমাত্রা তৈরি হওয়া।
সুইফটি (Swiftie) : আমেরিকান সংগীত শিল্পী টেলর সুইফটের অতি উৎসাহী ভক্ত।
প্রম্পট (Prompt) : কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম বা অ্যালগরিদমকে দেওয়া নির্দেশনা, যা অনুসারে এটি কনটেন্ট তৈরি করে।
ডি–ইনফ্লুয়েন্সিং (De-influencing) : সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে মানুষকে কোনো বিশেষ পণ্য কিনতে নিরুৎসাহিত করার ক্ষেত্রে বা বস্তুগত ভোগ কমাতে উৎসাহিত করার ক্ষেত্রে এ শব্দটি ব্যবহৃত হয়।
এ ছাড়া অন্য যেসব শব্দ রয়েছে সেগুলোও অভিধানে যুক্ত করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে শব্দগুলোর ব্যবহারের প্রবণতা বিবেচনা করা হবে।
অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেজের প্রেসিডেন্ট ক্যাসপার গ্র্যাথওল বলেন, ‘গবলিন মোড’ শব্দটি মহামারির পর বেশির ভাগ মানুষের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ ছিল। এখন আবার এর বিপরীত ভাব সম্পন্ন রিজ শব্দের আবির্ভাবের বিষয়টি বেশ মজার।
তিনি বলেন, এ শব্দটি ২০২৩ সালে আমাদের মনমেজাজকে প্রতিফলিত করে। অর্থাৎ চ্যালেঞ্জিং কয়েক বছর কাটানোর পর মানুষ এখন অন্যের কাছে নিজেকে তুলনামূলক বেশি প্রকাশ করছে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে।
গ্র্যাথওল আরও বলেন, রিজ শব্দটির ব্যবহার বেড়ে যাওয়ায় প্রমাণিত হয় যে, ইন্টারনেট সংস্কৃতি থেকে আসা শব্দ ও শব্দগুচ্ছ ক্রমেই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে।
তালিকার আটটি শব্দ বাছাই করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ভাষা বিশেষজ্ঞরা।
গত জুনে হলিউড অভিনেতা টম হল্যান্ডকে তাঁর ‘রিজ’–এর রহস্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়। হল্যান্ড তখন বলেন, ‘আমার কোনো রিজ নেই। আমার রিজ খুবই সীমিত।’ পরে তিনি ব্যাখ্যা করে বলেন, প্রেমিকা জেন্ডায়ার মন জয় করার জন্য বেশ দীর্ঘসময় লেগেছিলই তাঁর।
গত বছর অক্সফোর্ডের নির্বাচিত সেরা শব্দ ছিল ‘গবলিন মোড’। এর মানে হলো, আপসহীনভাবে আনন্দহীন, অলস বা লোভী আচরণ করে যাওয়া।
বারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
৮ ঘণ্টা আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৩ দিন আগেআব্দুল করিম খাঁ ছিলেন হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতের অন্যতম কিংবদন্তি। কিরানা ঘরানারও তিনি কিংবদন্তি ছিলেন। তাঁর সম্পর্কে প্রচলিত—তিনি গান গাওয়ার সময় এমনভাবে ধ্যানমগ্ন হয়ে যেতেন যে, শ্রোতারাও সেই সুরের মায়াজালে আচ্ছন্ন হয়ে পড়তেন।
৪ দিন আগেমানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নিপীড়িত ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মুক্তির আন্দোলনের একজন অন্যতম নেতা। তিনি এম এন লারমা নামে বেশি পরিচিত ছিলেন। ডাকনাম ছিল মঞ্জু। তাঁর নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠিত হয়।
৫ দিন আগে