অনলাইন ডেস্ক
বাংলার জমিদার ও ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কৃষকদের সংগঠিত করেছিলেন তিতুমীর। তাঁদের রক্ষা করতে লড়াই করেছিলেন। প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাঁশের কেল্লা থেকে। ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধ করার সময় বাঁশের কেল্লাতেই শহীদ হন তিনি। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে তিতুমীর উজ্জ্বল এক নাম। ১৭৮২ সালের এই দিনে অর্থাৎ ২৭ জানুয়ারি পৃথিবীতে এসেছিলেন তিনি।
তিতুমীর নামে পরিচিত হলেও তাঁর পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশিরহাট মহকুমার (কোনো কোনো সূত্র অনুযায়ী বারাসত মহকুমায়) চাঁদপুর গ্রামে তাঁর জন্ম। বাবার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মা আবিদা রোকেয়া খাতুন।
গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন তিতুমীর। তিনি ইসলামি ধর্মশাস্ত্র, আইনশাস্ত্র, দর্শনসহ বিভিন্ন বিষয়ে পণ্ডিত ছিলেন। মাদ্রাসায় পড়ার সময় একজন দক্ষ কুস্তিগির হিসেবেও পরিচিতি পান।
তিতুমীর ১৮২২ সালে পবিত্র হজ পালনের জন্য মক্কায় যান। সেখানে বিখ্যাত ইসলামি ধর্মসংস্কারক ও বিপ্লবী নেতা সাইয়িদ আহমদ শহীদের সান্নিধ্যে আসেন। ১৮২৭ সালে মক্কা থেকে দেশে ফিরে চব্বিশ পরগনা ও নদীয়া জেলায় মুসলমানদের মধ্যে ইসলামি অনুশাসন প্রচার শুরু করেন। প্রাথমিক পর্যায়ে তাঁর আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার। একপর্যায়ে মুসলমানদের ওপর অবৈধ কর আরোপের জন্য জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমীরের সংঘর্ষ হয়। পরে অন্য জমিদারদের সঙ্গেও তাঁর লড়াই বাঁধে।
তিতুমীর নীলচাষিদের ব্রিটিশ নীলকর ও জমিদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে তোলেন। নীলচাষিদের বিদ্রোহে বড় ভূমিকা ছিল অর্ধশতাব্দী ধরে তাঁদের ওপর ব্রিটিশ নীলকরদের নিপীড়ন। ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের ভাষায়, তিতুমীরের এই সংগ্রাম ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ, যার লক্ষ্য ছিল অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবরা।
জমিদারদের মোকাবিলা এবং কৃষকদের নিরাপত্তায় তিতুমীর একটি বাহিনী গড়ে তোলেন। সদস্যদের লাঠি ও দেশীয় অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেন। তাঁর অনুসারী ও ভাগনে গোলাম মাসুমকে বাহিনীর অধিনায়ক করা হয়। শঙ্কিত হয়ে জমিদারেরা তাঁর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ শুরু করেন। গোবরডাঙ্গার জমিদারের ইন্ধনে ইংরেজ কুঠিয়াল ডেভিস তাঁর বাহিনী নিয়ে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়নে। তবে এতে জয় হয় তিতুমীরেরই। তিতুমীরের সঙ্গে সংঘর্ষে গোবরা-গোবিন্দপুরের জমিদার নিহত হন। এ সময় তিতুমীর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের কাছে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ দেন। কিন্তু তাতে লাভ হয়নি।
একপর্যায়ে তিতুমীর ২৪ পরগণার কিছু অংশ, নদীয়া ও ফরিদপুরের একাংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তিতুমীরের এই বিদ্রোহ পরিচিত ‘বারাসতের বিদ্রোহ’ নামে।
১৮৩১ সালে বারাসতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমীর ও তাঁর অনুসারীরা। সেখানে অস্ত্র জমা করেন তাঁরা। কলকাতা থেকে ইংরেজদের একটি বাহিনী তিতুমীরের সঙ্গে লড়াই করতে পাঠানো হয়। কিন্তু ইংরেজ ও জমিদারদের বাহিনী তিতুমীরের বাহিনীর কাছে পরাজিত হয়।
অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে পদাতিক, অশ্বারোহী ও বন্দুকধারী সৈন্যদের একটি বিশাল বাহিনী পাঠায় তিতুমীরের সঙ্গে লড়াই করতে। ১৮৩১ সালের ১৪ নভেম্বর ইংরেজ সেনারা তিতুমীরের বাহিনীর ওপর আক্রমণ চালায়। সাধারণ, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আধুনিক অস্ত্রসজ্জিত ইংরেজ বাহিনীকে প্রতিরোধ করতে না পেরে বাঁশের কেল্লায় আশ্রয় নেন তিতুমীর ও তাঁর সঙ্গীরা। ইংরেজদের কামানের গোলা বাঁশের কেল্লা সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয়। বহু অনুসারীসহ তিতুমীর যুদ্ধে শহীদ হন। দিনটি ছিল ১৮৩১ সালের ১৯ নভেম্বর।
সূত্র. বাংলাপিডিয়া, বিবিসি বাংলা, উইকিপিডিয়া
বাংলার জমিদার ও ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কৃষকদের সংগঠিত করেছিলেন তিতুমীর। তাঁদের রক্ষা করতে লড়াই করেছিলেন। প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাঁশের কেল্লা থেকে। ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধ করার সময় বাঁশের কেল্লাতেই শহীদ হন তিনি। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে তিতুমীর উজ্জ্বল এক নাম। ১৭৮২ সালের এই দিনে অর্থাৎ ২৭ জানুয়ারি পৃথিবীতে এসেছিলেন তিনি।
তিতুমীর নামে পরিচিত হলেও তাঁর পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশিরহাট মহকুমার (কোনো কোনো সূত্র অনুযায়ী বারাসত মহকুমায়) চাঁদপুর গ্রামে তাঁর জন্ম। বাবার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মা আবিদা রোকেয়া খাতুন।
গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন তিতুমীর। তিনি ইসলামি ধর্মশাস্ত্র, আইনশাস্ত্র, দর্শনসহ বিভিন্ন বিষয়ে পণ্ডিত ছিলেন। মাদ্রাসায় পড়ার সময় একজন দক্ষ কুস্তিগির হিসেবেও পরিচিতি পান।
তিতুমীর ১৮২২ সালে পবিত্র হজ পালনের জন্য মক্কায় যান। সেখানে বিখ্যাত ইসলামি ধর্মসংস্কারক ও বিপ্লবী নেতা সাইয়িদ আহমদ শহীদের সান্নিধ্যে আসেন। ১৮২৭ সালে মক্কা থেকে দেশে ফিরে চব্বিশ পরগনা ও নদীয়া জেলায় মুসলমানদের মধ্যে ইসলামি অনুশাসন প্রচার শুরু করেন। প্রাথমিক পর্যায়ে তাঁর আন্দোলনের লক্ষ্য ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার। একপর্যায়ে মুসলমানদের ওপর অবৈধ কর আরোপের জন্য জমিদার কৃষ্ণদেব রায়ের সঙ্গে তিতুমীরের সংঘর্ষ হয়। পরে অন্য জমিদারদের সঙ্গেও তাঁর লড়াই বাঁধে।
তিতুমীর নীলচাষিদের ব্রিটিশ নীলকর ও জমিদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে তোলেন। নীলচাষিদের বিদ্রোহে বড় ভূমিকা ছিল অর্ধশতাব্দী ধরে তাঁদের ওপর ব্রিটিশ নীলকরদের নিপীড়ন। ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের ভাষায়, তিতুমীরের এই সংগ্রাম ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ, যার লক্ষ্য ছিল অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবরা।
জমিদারদের মোকাবিলা এবং কৃষকদের নিরাপত্তায় তিতুমীর একটি বাহিনী গড়ে তোলেন। সদস্যদের লাঠি ও দেশীয় অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেন। তাঁর অনুসারী ও ভাগনে গোলাম মাসুমকে বাহিনীর অধিনায়ক করা হয়। শঙ্কিত হয়ে জমিদারেরা তাঁর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ শুরু করেন। গোবরডাঙ্গার জমিদারের ইন্ধনে ইংরেজ কুঠিয়াল ডেভিস তাঁর বাহিনী নিয়ে তিতুমীরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়নে। তবে এতে জয় হয় তিতুমীরেরই। তিতুমীরের সঙ্গে সংঘর্ষে গোবরা-গোবিন্দপুরের জমিদার নিহত হন। এ সময় তিতুমীর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের কাছে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ দেন। কিন্তু তাতে লাভ হয়নি।
একপর্যায়ে তিতুমীর ২৪ পরগণার কিছু অংশ, নদীয়া ও ফরিদপুরের একাংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তিতুমীরের এই বিদ্রোহ পরিচিত ‘বারাসতের বিদ্রোহ’ নামে।
১৮৩১ সালে বারাসতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমীর ও তাঁর অনুসারীরা। সেখানে অস্ত্র জমা করেন তাঁরা। কলকাতা থেকে ইংরেজদের একটি বাহিনী তিতুমীরের সঙ্গে লড়াই করতে পাঠানো হয়। কিন্তু ইংরেজ ও জমিদারদের বাহিনী তিতুমীরের বাহিনীর কাছে পরাজিত হয়।
অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে পদাতিক, অশ্বারোহী ও বন্দুকধারী সৈন্যদের একটি বিশাল বাহিনী পাঠায় তিতুমীরের সঙ্গে লড়াই করতে। ১৮৩১ সালের ১৪ নভেম্বর ইংরেজ সেনারা তিতুমীরের বাহিনীর ওপর আক্রমণ চালায়। সাধারণ, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আধুনিক অস্ত্রসজ্জিত ইংরেজ বাহিনীকে প্রতিরোধ করতে না পেরে বাঁশের কেল্লায় আশ্রয় নেন তিতুমীর ও তাঁর সঙ্গীরা। ইংরেজদের কামানের গোলা বাঁশের কেল্লা সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয়। বহু অনুসারীসহ তিতুমীর যুদ্ধে শহীদ হন। দিনটি ছিল ১৮৩১ সালের ১৯ নভেম্বর।
সূত্র. বাংলাপিডিয়া, বিবিসি বাংলা, উইকিপিডিয়া
বারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
১২ ঘণ্টা আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৩ দিন আগেআব্দুল করিম খাঁ ছিলেন হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতের অন্যতম কিংবদন্তি। কিরানা ঘরানারও তিনি কিংবদন্তি ছিলেন। তাঁর সম্পর্কে প্রচলিত—তিনি গান গাওয়ার সময় এমনভাবে ধ্যানমগ্ন হয়ে যেতেন যে, শ্রোতারাও সেই সুরের মায়াজালে আচ্ছন্ন হয়ে পড়তেন।
৪ দিন আগেমানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নিপীড়িত ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মুক্তির আন্দোলনের একজন অন্যতম নেতা। তিনি এম এন লারমা নামে বেশি পরিচিত ছিলেন। ডাকনাম ছিল মঞ্জু। তাঁর নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠিত হয়।
৫ দিন আগে