সম্পাদকীয়
ইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্যুর পর তাঁর কবিতাগুলো সঠিকভাবে মূল্যায়ন পেতে শুরু করে এবং তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।
জন কিটসের জন্ম ১৭৯৫ সালের ৩১ অক্টোবর লন্ডনে। বাবার ইচ্ছা ছিল তাঁকে ডাক্তারি পড়ানোর। তাই তিনি ভর্তি হয়েছিলেন মেডিকেল কলেজে। কিন্তু কবিতার নেশা তাঁকে এমনভাবে পেয়ে বসেছিল যে মেডিকেল কলেজের পড়াশোনায় তেমন মনোযোগ দিতে পারেননি।
সৌভাগ্য, সেই সময় স্কুলের বন্ধু কাউডেন ক্লার্ক তাঁকে নিয়ে গেলেন সেই সময়ের খ্যাতিমান তরুণ কবি লে হান্টের কাছে। হান্টের সঙ্গে পরিচয় কিটসের জীবনে এক উল্লেখযোগ্য ঘটনা। হান্ট কিটসের কবিতা পড়ে মুগ্ধ হলেন, তাঁকে আরও কবিতা লেখার জন্য উৎসাহিত করলেন। হান্ট একটি পত্রিকা প্রকাশ করতেন। সেই পত্রিকাতেই কিটসের প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর তাঁর পরিচয় হয় কবি শেলির সঙ্গে। তখন আর ডাক্তারির মোহে নিজেকে বেঁধে রাখতে পারলেন না। অভিভাবকের উপদেশ অগ্রাহ্য করে ১৮১৬ সালে মেডিকেল কলেজ ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে কবিতায় মনোনিবেশ করেন।
১৮১৭ সালে ৩০টি কবিতা ও সনেটের সমন্বয়ে ‘কবিতা’ নামে প্রকাশিত হয় কিটসের কাব্য সংকলন। এই সংকলন তাঁকে পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের পাশে স্থান করে দেয়।
এখনো তাঁর কবিতা ও চিঠিগুলো ইংরেজি সাহিত্যে সর্বাধিক জনপ্রিয়। তাঁর বিখ্যাত কবিতাগুলো হলো—ওড টু এ নাইটিংগেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, স্লিপ অ্যান্ড পোয়েট্রি, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান’স হোমার ইত্যাদি।
১৮২১ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে জন কিটস মৃত্যুবরণ করেন।
ইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্যুর পর তাঁর কবিতাগুলো সঠিকভাবে মূল্যায়ন পেতে শুরু করে এবং তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।
জন কিটসের জন্ম ১৭৯৫ সালের ৩১ অক্টোবর লন্ডনে। বাবার ইচ্ছা ছিল তাঁকে ডাক্তারি পড়ানোর। তাই তিনি ভর্তি হয়েছিলেন মেডিকেল কলেজে। কিন্তু কবিতার নেশা তাঁকে এমনভাবে পেয়ে বসেছিল যে মেডিকেল কলেজের পড়াশোনায় তেমন মনোযোগ দিতে পারেননি।
সৌভাগ্য, সেই সময় স্কুলের বন্ধু কাউডেন ক্লার্ক তাঁকে নিয়ে গেলেন সেই সময়ের খ্যাতিমান তরুণ কবি লে হান্টের কাছে। হান্টের সঙ্গে পরিচয় কিটসের জীবনে এক উল্লেখযোগ্য ঘটনা। হান্ট কিটসের কবিতা পড়ে মুগ্ধ হলেন, তাঁকে আরও কবিতা লেখার জন্য উৎসাহিত করলেন। হান্ট একটি পত্রিকা প্রকাশ করতেন। সেই পত্রিকাতেই কিটসের প্রথম কবিতা প্রকাশিত হয়। এরপর তাঁর পরিচয় হয় কবি শেলির সঙ্গে। তখন আর ডাক্তারির মোহে নিজেকে বেঁধে রাখতে পারলেন না। অভিভাবকের উপদেশ অগ্রাহ্য করে ১৮১৬ সালে মেডিকেল কলেজ ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে কবিতায় মনোনিবেশ করেন।
১৮১৭ সালে ৩০টি কবিতা ও সনেটের সমন্বয়ে ‘কবিতা’ নামে প্রকাশিত হয় কিটসের কাব্য সংকলন। এই সংকলন তাঁকে পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের পাশে স্থান করে দেয়।
এখনো তাঁর কবিতা ও চিঠিগুলো ইংরেজি সাহিত্যে সর্বাধিক জনপ্রিয়। তাঁর বিখ্যাত কবিতাগুলো হলো—ওড টু এ নাইটিংগেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, স্লিপ অ্যান্ড পোয়েট্রি, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান’স হোমার ইত্যাদি।
১৮২১ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে জন কিটস মৃত্যুবরণ করেন।
বারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
৪ ঘণ্টা আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৩ দিন আগেআব্দুল করিম খাঁ ছিলেন হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতের অন্যতম কিংবদন্তি। কিরানা ঘরানারও তিনি কিংবদন্তি ছিলেন। তাঁর সম্পর্কে প্রচলিত—তিনি গান গাওয়ার সময় এমনভাবে ধ্যানমগ্ন হয়ে যেতেন যে, শ্রোতারাও সেই সুরের মায়াজালে আচ্ছন্ন হয়ে পড়তেন।
৪ দিন আগেমানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নিপীড়িত ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মুক্তির আন্দোলনের একজন অন্যতম নেতা। তিনি এম এন লারমা নামে বেশি পরিচিত ছিলেন। ডাকনাম ছিল মঞ্জু। তাঁর নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠিত হয়।
৫ দিন আগে