অনলাইন ডেস্ক
বাথরুমে পরার এক জোড়া স্যান্ডেলের দাম ৯ হাজার! শুনে অবাক হওয়ারই কথা। আর এই স্যান্ডেল বাজারে আনছে নামী ফ্যাশন ব্র্যান্ড ‘হুগো বস’। নীল রঙা ফ্লিপ-ফ্লপ এক জোড়া জুতোর মূল্য পড়বে ৮ হাজার ৯৯০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার টাকার বেশি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই নীল চপ্পল। ‘দেশি চপ্পল’ বা বাথরুমে ব্যবহারের স্যান্ডেলের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এর। দুই ফিতার এই স্যান্ডেলের ছবি টুইটারে পোস্ট হওয়ার পর রিটুইট করছেন অনেকে। সঙ্গে জুড়ে দিচ্ছেন টীকা টিপ্পনী সংবলিত মজার সব ক্যাপশন।
কেউ বলছেন, তাঁরা এমন এক জোড়া জুতার জন্য ১৫০ রুপির বেশি দেবেন না। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্যারাগনের ১০০ টাকার চপ্পল এর চেয়ে ভালো।’ একজন মজা করে লিখেছেন, ‘বাথরুমের চপ্পল বাইরে রোদ পোহাচ্ছে।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বন্ধুরা, এটি বাথরুমের স্লিপার।’ আরেকজন লিখেছেন, ‘ছোট শহরগুলোর সাপ্তাহিক বাজারে, লোকেরা ৫০ টাকায় পাবে এই স্যান্ডেল।’
এর আগে আরেক ফ্যাশন ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা ১৮০০ ডলার মূল্যের ট্র্যাশ ব্যাগ (ময়লা ফেলার ব্যাগ) বাজারে আনে। এটি লঞ্চের আগে রীতিমতো ফ্যাশন শোর আয়োজন করা হয়। নীল, হলুদ, কালো ও সাদা—এই চার রঙের ট্র্যাশ ব্যাগ আনে ব্র্যান্ডটি। ব্যাগের সামনের দিকে ব্যালেন্সিয়াগার লোগো রয়েছে।
বাথরুমে পরার এক জোড়া স্যান্ডেলের দাম ৯ হাজার! শুনে অবাক হওয়ারই কথা। আর এই স্যান্ডেল বাজারে আনছে নামী ফ্যাশন ব্র্যান্ড ‘হুগো বস’। নীল রঙা ফ্লিপ-ফ্লপ এক জোড়া জুতোর মূল্য পড়বে ৮ হাজার ৯৯০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার টাকার বেশি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই নীল চপ্পল। ‘দেশি চপ্পল’ বা বাথরুমে ব্যবহারের স্যান্ডেলের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এর। দুই ফিতার এই স্যান্ডেলের ছবি টুইটারে পোস্ট হওয়ার পর রিটুইট করছেন অনেকে। সঙ্গে জুড়ে দিচ্ছেন টীকা টিপ্পনী সংবলিত মজার সব ক্যাপশন।
কেউ বলছেন, তাঁরা এমন এক জোড়া জুতার জন্য ১৫০ রুপির বেশি দেবেন না। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্যারাগনের ১০০ টাকার চপ্পল এর চেয়ে ভালো।’ একজন মজা করে লিখেছেন, ‘বাথরুমের চপ্পল বাইরে রোদ পোহাচ্ছে।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বন্ধুরা, এটি বাথরুমের স্লিপার।’ আরেকজন লিখেছেন, ‘ছোট শহরগুলোর সাপ্তাহিক বাজারে, লোকেরা ৫০ টাকায় পাবে এই স্যান্ডেল।’
এর আগে আরেক ফ্যাশন ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা ১৮০০ ডলার মূল্যের ট্র্যাশ ব্যাগ (ময়লা ফেলার ব্যাগ) বাজারে আনে। এটি লঞ্চের আগে রীতিমতো ফ্যাশন শোর আয়োজন করা হয়। নীল, হলুদ, কালো ও সাদা—এই চার রঙের ট্র্যাশ ব্যাগ আনে ব্র্যান্ডটি। ব্যাগের সামনের দিকে ব্যালেন্সিয়াগার লোগো রয়েছে।
টাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৭ ঘণ্টা আগেগুলিবিদ্ধ এক যুবকের জরুরি অস্ত্রোপচারের পর রাতেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ রাখা ছিল আইসিইউতে। পর দিন সকালে ময়নাতদন্তের পর লাশ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু স্বজনরা এসে দেখেন, লাশের এক চোখ গায়েব!
২ দিন আগেহঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৯ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
১০ দিন আগে