অনলাইন ডেস্ক
কাজ থেকে বরখাস্ত করায় বিলাসবহুল বাড়ি এক্সকাভেট (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ওই বাড়িরই এক সাবেক কর্মী। এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৮ জুলাই ভিডিওটি টুইটারে শেয়ার করেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কানাডার ক্যালগারিতে।
এনডিটিভির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়, ওই সাবেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বয়স ৫৯। তিনি ওই বাড়ির সাবেক কর্মী ছিলেন বলে নিজেই নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ৪ হাজার মার্কিন ডলারের সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।
ভিডিওটি শেয়ার করার পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। টুইটারে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজারবারের বেশি দেখা হয়েছে, ৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে।
শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘লেকহাউসের কাছে এক্সকাভেটর দিয়ে পুরো বাড়িটি ধ্বংস করে দিয়েছে চাকরিচ্যুত এক সাবেক কর্মী।’
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বলেন, অবশেষে কর্মীরা জাগতে শুরু করেছে। অনেক টুইটার ব্যবহারকারী আবার ওই কর্মীর ব্যাপক সমালোচনাও করেছেন।
বাড়িটির মালিক জর্ডি নিউল্যান্ডস স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, এ ঘটনায় কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে খরচ হতে পারে কয়েক লাখ ডলার।
কাজ থেকে বরখাস্ত করায় বিলাসবহুল বাড়ি এক্সকাভেট (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ওই বাড়িরই এক সাবেক কর্মী। এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৮ জুলাই ভিডিওটি টুইটারে শেয়ার করেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কানাডার ক্যালগারিতে।
এনডিটিভির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়, ওই সাবেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বয়স ৫৯। তিনি ওই বাড়ির সাবেক কর্মী ছিলেন বলে নিজেই নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ৪ হাজার মার্কিন ডলারের সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।
ভিডিওটি শেয়ার করার পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। টুইটারে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজারবারের বেশি দেখা হয়েছে, ৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে।
শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘লেকহাউসের কাছে এক্সকাভেটর দিয়ে পুরো বাড়িটি ধ্বংস করে দিয়েছে চাকরিচ্যুত এক সাবেক কর্মী।’
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বলেন, অবশেষে কর্মীরা জাগতে শুরু করেছে। অনেক টুইটার ব্যবহারকারী আবার ওই কর্মীর ব্যাপক সমালোচনাও করেছেন।
বাড়িটির মালিক জর্ডি নিউল্যান্ডস স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, এ ঘটনায় কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে খরচ হতে পারে কয়েক লাখ ডলার।
টাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
১১ ঘণ্টা আগেগুলিবিদ্ধ এক যুবকের জরুরি অস্ত্রোপচারের পর রাতেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ রাখা ছিল আইসিইউতে। পর দিন সকালে ময়নাতদন্তের পর লাশ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু স্বজনরা এসে দেখেন, লাশের এক চোখ গায়েব!
২ দিন আগেহঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
১০ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
১০ দিন আগে