অনলাইন ডেস্ক
নিউইয়র্কে ট্রেনে অস্বাভাবিক এক কাণ্ড হয়েছে। ভিডিও ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায় নিউইয়র্ক সিটি সাবওয়ে বা পাতাল রেলে ভ্রমণ করা এক ব্যক্তি অপর এক যাত্রী তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে যান। একপর্যায়ে ওই যাত্রীকে কনুই দিয়ে আঘাত করলে অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় ট্রেনে উত্তেজনাকর এক পরিস্থিতি সৃষ্টি হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের সূত্রে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে গত মঙ্গলবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একজন যাত্রী তাঁর পাশে বসা অপর এক যাত্রীর সঙ্গে তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় রাগারাগি করছেন। তখন সদ্য ঘুম ভাঙা ওই যাত্রী মৃদু স্বরে কিছু একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। এ সময় অপর ব্যক্তিটি আরও উত্তেজিত হয়ে তাঁর মুখে কনুই দিয়ে কয়েকবার আঘাত করেন। এতে কাঁধে ঘুমিয়ে পড়েছিলেন যে যাত্রীটি, তিনি কয়েক সেকেন্ডের জন্য অচেতন হয়ে পড়েন।
কিছুক্ষণের মধ্যে অপর এক যাত্রী, যিনি সম্ভবত আক্রমণের শিকার ব্যক্তির বন্ধু, লাফিয়ে উত্তেজিত অপর যাত্রীকে ঘুষি মারেন। এমন উত্তেজনাকর পরিস্থিতি কয়েক মিনিট স্থায়ী হয়। এ সময় আশপাশে বসা অন্য যাত্রীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ভোর সাড়ে ৫টার দিকে উত্তরের দিকে যাওয়া এক ট্রেনে ঘটনাটি ঘটে। নিজেকে কুশন হিসেবে ব্যবহার করার জন্য উত্তেজিত যাত্রীটি স্প্যানিশ এবং ইংরেজি উভয় ভাষায় চিৎকার করেছিলেন ২৭ বছর বয়সী অপর যাত্রীর উদ্দেশ্যে।
পুলিশ জানিয়েছি, লড়াইটি খুব বেশি সময় স্থায়ী হয়নি। কারণ ট্রেনটি টিউব সিস্টেমে প্রবেশ করায় আক্রান্ত ব্যক্তি এবং অন্য যাত্রীরা নেমে পড়েন। তবে আক্রমণকারী ট্রেনে ভ্রমণ চালিয়ে যান।
আক্রান্ত ব্যক্তি অবশ্য কোনো চিকিৎসাসহায়তা নিতে অস্বীকার করেন। হামলাকারীর বিরুদ্ধে একটি হামলার অভিযোগ দাখিল করা হয়েছে এবং পুলিশ এখনো তাকে খুঁজছে।
নিউইয়র্কে ট্রেনে অস্বাভাবিক এক কাণ্ড হয়েছে। ভিডিও ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায় নিউইয়র্ক সিটি সাবওয়ে বা পাতাল রেলে ভ্রমণ করা এক ব্যক্তি অপর এক যাত্রী তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে যান। একপর্যায়ে ওই যাত্রীকে কনুই দিয়ে আঘাত করলে অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় ট্রেনে উত্তেজনাকর এক পরিস্থিতি সৃষ্টি হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের সূত্রে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে গত মঙ্গলবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একজন যাত্রী তাঁর পাশে বসা অপর এক যাত্রীর সঙ্গে তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় রাগারাগি করছেন। তখন সদ্য ঘুম ভাঙা ওই যাত্রী মৃদু স্বরে কিছু একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। এ সময় অপর ব্যক্তিটি আরও উত্তেজিত হয়ে তাঁর মুখে কনুই দিয়ে কয়েকবার আঘাত করেন। এতে কাঁধে ঘুমিয়ে পড়েছিলেন যে যাত্রীটি, তিনি কয়েক সেকেন্ডের জন্য অচেতন হয়ে পড়েন।
কিছুক্ষণের মধ্যে অপর এক যাত্রী, যিনি সম্ভবত আক্রমণের শিকার ব্যক্তির বন্ধু, লাফিয়ে উত্তেজিত অপর যাত্রীকে ঘুষি মারেন। এমন উত্তেজনাকর পরিস্থিতি কয়েক মিনিট স্থায়ী হয়। এ সময় আশপাশে বসা অন্য যাত্রীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ভোর সাড়ে ৫টার দিকে উত্তরের দিকে যাওয়া এক ট্রেনে ঘটনাটি ঘটে। নিজেকে কুশন হিসেবে ব্যবহার করার জন্য উত্তেজিত যাত্রীটি স্প্যানিশ এবং ইংরেজি উভয় ভাষায় চিৎকার করেছিলেন ২৭ বছর বয়সী অপর যাত্রীর উদ্দেশ্যে।
পুলিশ জানিয়েছি, লড়াইটি খুব বেশি সময় স্থায়ী হয়নি। কারণ ট্রেনটি টিউব সিস্টেমে প্রবেশ করায় আক্রান্ত ব্যক্তি এবং অন্য যাত্রীরা নেমে পড়েন। তবে আক্রমণকারী ট্রেনে ভ্রমণ চালিয়ে যান।
আক্রান্ত ব্যক্তি অবশ্য কোনো চিকিৎসাসহায়তা নিতে অস্বীকার করেন। হামলাকারীর বিরুদ্ধে একটি হামলার অভিযোগ দাখিল করা হয়েছে এবং পুলিশ এখনো তাকে খুঁজছে।
গুলিবিদ্ধ এক যুবকের জরুরি অস্ত্রোপচারের পর রাতেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ রাখা ছিল আইসিইউতে। পর দিন সকালে ময়নাতদন্তের পর লাশ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু স্বজনরা এসে দেখেন, লাশের এক চোখ গায়েব!
১ দিন আগেহঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৯ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
১০ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
১২ দিন আগে