অনলাইন ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, এক ব্যক্তি নিজের মাথার ওপর একটি ভারী মোটরসাইকেল নিয়ে সিঁড়ি বেয়ে বাসের ছাদে উঠেছেন। গুলজার সাহেব নামের এক ব্যক্তি ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। ভিডিওটি এ পর্যন্ত ৭৬ হাজারবারেরও বেশি ভিউ হয়েছে এবং ভিডিওটিতে লাইক পড়েছে ৫ হাজার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ভারতের কোনো এক জায়গায় বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওটির নিচে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘তিনি সত্যই সুপারম্যান।’
ভিডিওটিতে দেখা গেছে, ওই ব্যক্তি নিজের মাথায় একটি ভারী মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে থাকা একটি বাসের দিকে এগিয়ে যাচ্ছেন। তারপর বাসের গায়ে লাগানো কাঠের সিঁড়ি ধরে ছাদের ওপর উঠে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি ভারসাম্য রেখে বাসের ছাদে মোটরসাইকেলটি রাখতে সক্ষম হয়েছেন।
ভিডিওটি আক্ষরিক অর্থেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের হতবাক করে দিয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আসল বাহুবলী।’ আরেকজন বলেছেন, ‘তাঁর ঘাড়ে কতই না শক্তি!’ ‘মহান শক্তিধর’ বলে মন্তব্য করেছেন একজন। আরেক ব্যক্তি বলেছেন, ‘ক্যাপ্টেন, আমেরিকার পক্ষেও এমন দুঃসাহস দেখানো সম্ভব নয়।’
তবে সহানুভূতিপূর্ণ মন্তব্যও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘এটি কোনো বীরত্ব দেখানোর মতো বিষয় নয়। উপার্জনের প্রয়োজনেই তিনি এ কাজ করেছেন। তিনি হয়তো সেদিন পরিবারের মুখে আহার জোটানোর জন্যই এতটা ঝুঁকি নিয়েছিলেন।’
এর আগে ৫৬ বছর বয়সী এক নারীর ভারোত্তলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছিল। ভিডিওটি ইনস্টাগ্রামে হিউম্যানস অব মাদ্রাজ এবং মাদ্রা বারবেল নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। ভিডিওটিতে দেখা যায়, পঞ্চাশোর্ধ্ব এক নারী শাড়ি পরা অবস্থায় ডাম্বেল ও ব্যায়ামাগারের অন্যান্য সরঞ্জাম তুলছেন। পোস্টটি ১০ লাখের বেশি ভিউ হয়েছে এবং ৭০ হাজার লাইক পড়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, এক ব্যক্তি নিজের মাথার ওপর একটি ভারী মোটরসাইকেল নিয়ে সিঁড়ি বেয়ে বাসের ছাদে উঠেছেন। গুলজার সাহেব নামের এক ব্যক্তি ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। ভিডিওটি এ পর্যন্ত ৭৬ হাজারবারেরও বেশি ভিউ হয়েছে এবং ভিডিওটিতে লাইক পড়েছে ৫ হাজার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ভারতের কোনো এক জায়গায় বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওটির নিচে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘তিনি সত্যই সুপারম্যান।’
ভিডিওটিতে দেখা গেছে, ওই ব্যক্তি নিজের মাথায় একটি ভারী মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে থাকা একটি বাসের দিকে এগিয়ে যাচ্ছেন। তারপর বাসের গায়ে লাগানো কাঠের সিঁড়ি ধরে ছাদের ওপর উঠে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি ভারসাম্য রেখে বাসের ছাদে মোটরসাইকেলটি রাখতে সক্ষম হয়েছেন।
ভিডিওটি আক্ষরিক অর্থেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের হতবাক করে দিয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আসল বাহুবলী।’ আরেকজন বলেছেন, ‘তাঁর ঘাড়ে কতই না শক্তি!’ ‘মহান শক্তিধর’ বলে মন্তব্য করেছেন একজন। আরেক ব্যক্তি বলেছেন, ‘ক্যাপ্টেন, আমেরিকার পক্ষেও এমন দুঃসাহস দেখানো সম্ভব নয়।’
তবে সহানুভূতিপূর্ণ মন্তব্যও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘এটি কোনো বীরত্ব দেখানোর মতো বিষয় নয়। উপার্জনের প্রয়োজনেই তিনি এ কাজ করেছেন। তিনি হয়তো সেদিন পরিবারের মুখে আহার জোটানোর জন্যই এতটা ঝুঁকি নিয়েছিলেন।’
এর আগে ৫৬ বছর বয়সী এক নারীর ভারোত্তলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছিল। ভিডিওটি ইনস্টাগ্রামে হিউম্যানস অব মাদ্রাজ এবং মাদ্রা বারবেল নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। ভিডিওটিতে দেখা যায়, পঞ্চাশোর্ধ্ব এক নারী শাড়ি পরা অবস্থায় ডাম্বেল ও ব্যায়ামাগারের অন্যান্য সরঞ্জাম তুলছেন। পোস্টটি ১০ লাখের বেশি ভিউ হয়েছে এবং ৭০ হাজার লাইক পড়েছে।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৭ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৯ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১১ দিন আগে