অনলাইন ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি মন্দিরে আচার–অনুষ্ঠানের জন্য একটি যান্ত্রিক হাতি স্থাপন করেছে। ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপ্পিলি শ্রীকৃষ্ণ মন্দিরের কর্তৃপক্ষের উদ্যোগটি যেকোনো উৎসবের জন্য জীবন্ত প্রাণীর ব্যবহার বন্ধ করার অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পিপল ফর ইথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস (পিইটিএ) ইন্ডিয়া এবং অভিনেত্রী পার্বতী থিরুভোথু মন্দিরে এই রোবোটিক হাতি দান করেছে। ‘নিষ্ঠুরতামুক্ত’ পূজা–অর্চনায় এ হাতি কাজে দেবে বলে আশা করছেন তাঁরা।
কেরালার বিভিন্ন মন্দিরে পূজা–অর্চনায় অন্তত ২ হাজার ৫০০ হাতি ব্যবহার করা হয়। যা প্রদেশটির মোট হাতির প্রায় পঞ্চমাংশ।
বছরের পর বছর ধরে প্রাণীকল্যাণ কর্মীরা এসব হাতির চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাণী অধিকার সংক্রান্ত গবেষণা কেন্দ্র গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর স্তন্যপায়ী প্রাণীর বর্ধিত মৃত্যুহার সম্পর্কে চিঠি লিখে বলেছে, কেরালায় ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ১৩৮টি বন্দী হাতি মারা গেছে।
সোমবার জারি করা এক বিবৃতিতে পিইটিএ বলেছে, উৎসবগুলোর সময় হাতিগুলোকে চরম উচ্চশব্দে বশীভূত করা হয়–যা নিষ্ঠুর। এ ছাড়া রাজ্যের সমস্ত মন্দিরে রোবোটিক হাতি ব্যবহারের আহ্বান জানিয়েছে তাঁরা।
সংস্থাটি যোগ করেছে, প্রাণীদের অপব্যবহার বন্ধ ও তাঁদের স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার জন্য আরও শক্তিশালী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় এখনই।
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের মতে, পিইটিএ দ্বারা দান করা হাতির মডেলটি ১১ ফুট (৩.৩ মিটার) লম্বা, ওজন ৮০০ কেজি (১৭৬৩.৭ পাউন্ড) এবং একটি লোহার ফ্রেম দিয়ে তৈরি।
মন্দিরের পুরোহিত রাজকুমার নাম্বুথিরি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, মন্দির কর্তৃপক্ষ যান্ত্রিক হাতিটি পেয়ে খুশি। আমরা আশা করছি অন্য মন্দিরগুলোও আচার-অনুষ্ঠানের জন্য রোবটিক হাতি ব্যবহারের বিষয়ে চিন্তা করবে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি মন্দিরে আচার–অনুষ্ঠানের জন্য একটি যান্ত্রিক হাতি স্থাপন করেছে। ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপ্পিলি শ্রীকৃষ্ণ মন্দিরের কর্তৃপক্ষের উদ্যোগটি যেকোনো উৎসবের জন্য জীবন্ত প্রাণীর ব্যবহার বন্ধ করার অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পিপল ফর ইথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস (পিইটিএ) ইন্ডিয়া এবং অভিনেত্রী পার্বতী থিরুভোথু মন্দিরে এই রোবোটিক হাতি দান করেছে। ‘নিষ্ঠুরতামুক্ত’ পূজা–অর্চনায় এ হাতি কাজে দেবে বলে আশা করছেন তাঁরা।
কেরালার বিভিন্ন মন্দিরে পূজা–অর্চনায় অন্তত ২ হাজার ৫০০ হাতি ব্যবহার করা হয়। যা প্রদেশটির মোট হাতির প্রায় পঞ্চমাংশ।
বছরের পর বছর ধরে প্রাণীকল্যাণ কর্মীরা এসব হাতির চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাণী অধিকার সংক্রান্ত গবেষণা কেন্দ্র গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর স্তন্যপায়ী প্রাণীর বর্ধিত মৃত্যুহার সম্পর্কে চিঠি লিখে বলেছে, কেরালায় ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ১৩৮টি বন্দী হাতি মারা গেছে।
সোমবার জারি করা এক বিবৃতিতে পিইটিএ বলেছে, উৎসবগুলোর সময় হাতিগুলোকে চরম উচ্চশব্দে বশীভূত করা হয়–যা নিষ্ঠুর। এ ছাড়া রাজ্যের সমস্ত মন্দিরে রোবোটিক হাতি ব্যবহারের আহ্বান জানিয়েছে তাঁরা।
সংস্থাটি যোগ করেছে, প্রাণীদের অপব্যবহার বন্ধ ও তাঁদের স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার জন্য আরও শক্তিশালী এবং কার্যকরী পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় এখনই।
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের মতে, পিইটিএ দ্বারা দান করা হাতির মডেলটি ১১ ফুট (৩.৩ মিটার) লম্বা, ওজন ৮০০ কেজি (১৭৬৩.৭ পাউন্ড) এবং একটি লোহার ফ্রেম দিয়ে তৈরি।
মন্দিরের পুরোহিত রাজকুমার নাম্বুথিরি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, মন্দির কর্তৃপক্ষ যান্ত্রিক হাতিটি পেয়ে খুশি। আমরা আশা করছি অন্য মন্দিরগুলোও আচার-অনুষ্ঠানের জন্য রোবটিক হাতি ব্যবহারের বিষয়ে চিন্তা করবে।
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৭ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৮ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
১০ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১২ দিন আগে