অনলাইন ডেস্ক
সাধারণত সংঘবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে ভেড়া। পাল ধরে থাকলে ভেড়ার মতো প্রাণীরা শিকারিদের হাত থেকে রক্ষা পায়। তাই বলে টানা ১২ দিন একপাল ভেড়ার বৃত্তাকারে হাঁটতে থাকার ঘটনা বিরল। ঘটনাটি চীনের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়ার।
চীনা গণমাধ্যম পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, ইনার মঙ্গোলিয়ার একটি খামারে গত ১২ দিন ধরে টানা চক্রাকারে হেঁটে চলেছে একটি ভেড়ার দল। প্রতিবেদনের সঙ্গে একটি সিসিটিভি ফুটেজ যুক্ত করা হয়।
এতে দেখা যায়, কয়েক ডজন ভেড়া একটি বড় বৃত্তে ঘড়ির কাঁটার মতো করে হেঁটে চলেছে। কোনো কোনো ভেড়া বৃত্তের বাইরে থেকে সেগুলো দেখছে। আবার অনেক ভেড়া বৃত্তের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ভেড়াগুলো পুরোপুরি সুস্থ। যদিও খাবার ও পানিপানের সময় ভেড়াগুলো ঘোরা বন্ধ করেছে কি না, তা উল্লেখ করা হয়নি।
ভেড়ার খামারের মালিক মিস মিয়াও বলেছেন, গত ৪ নভেম্বর থেকে উদ্ভট এই আচরণ শুরু করে ভেড়ার পাল। প্রথম দিকে মাত্র কয়েকটি ভেড়া এটি শুরু করে। এরপর আরও কয়েক ডজন ভেড়া যোগ দেয়। খামারটিতে ৩৪টি ভেড়ার খোঁয়াড় রয়েছে। তবে শুধু একটি খোঁয়াড়ে থাকা ভেড়ারা এমন অদ্ভুত আচরণ করছে।
এদিকে বৃত্তাকারে ভেড়ার হাঁটার ভিডিওটি পিপলস ডেইলি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করার পরপরই ভাইরাল হয়। এরপর শুরু হয় নানা জল্পনাকল্পনা। এরই মধ্যে এমন আচরণের কারণ উদ্ঘাটনের দাবি করেছেন ইংল্যান্ডের এক বিজ্ঞানী।
ইংল্যান্ডের গ্লচেস্টারের হার্টপুরি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক ম্যাট বেলের দাবি, সম্ভবত দীর্ঘ সময় ধরে ভেড়াগুলোকে ওই খামারে আটকে রাখা হয়েছে। তাই তাদের মধ্যে ‘স্টেরিওটাইপিক’ বা বাঁধাধরা আচরণ দেখা যাচ্ছে। দীর্ঘ সময় কোনো একটি জায়গায় আটকে রাখা হলে প্রাণীগুলোর চলাফেরায় সীমাবদ্ধতা তৈরি হয়, যা থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়ে প্রাণীরা। এ কারণেই বারবার একই জায়গায় চক্কর দিতে শুরু করে। ম্যাট বেল আরও জানিয়েছেন, ভেড়ারা সংঘবদ্ধ প্রাণী। একটি পালে থাকা সবাই একই সঙ্গে চলাফেরা করে, একই রকম আচরণ করে। আর এমন মানসিকতার কারণেই কয়েকটি ভেড়া বৃত্তাকারে ঘুরতে শুরু করার পর বাকি ভেড়ারাও সেই দলে যোগ দিয়েছে।
ল–র–ব–য–হ সম্পর্কিত আরও পড়ুন:
সাধারণত সংঘবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে ভেড়া। পাল ধরে থাকলে ভেড়ার মতো প্রাণীরা শিকারিদের হাত থেকে রক্ষা পায়। তাই বলে টানা ১২ দিন একপাল ভেড়ার বৃত্তাকারে হাঁটতে থাকার ঘটনা বিরল। ঘটনাটি চীনের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়ার।
চীনা গণমাধ্যম পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, ইনার মঙ্গোলিয়ার একটি খামারে গত ১২ দিন ধরে টানা চক্রাকারে হেঁটে চলেছে একটি ভেড়ার দল। প্রতিবেদনের সঙ্গে একটি সিসিটিভি ফুটেজ যুক্ত করা হয়।
এতে দেখা যায়, কয়েক ডজন ভেড়া একটি বড় বৃত্তে ঘড়ির কাঁটার মতো করে হেঁটে চলেছে। কোনো কোনো ভেড়া বৃত্তের বাইরে থেকে সেগুলো দেখছে। আবার অনেক ভেড়া বৃত্তের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ভেড়াগুলো পুরোপুরি সুস্থ। যদিও খাবার ও পানিপানের সময় ভেড়াগুলো ঘোরা বন্ধ করেছে কি না, তা উল্লেখ করা হয়নি।
ভেড়ার খামারের মালিক মিস মিয়াও বলেছেন, গত ৪ নভেম্বর থেকে উদ্ভট এই আচরণ শুরু করে ভেড়ার পাল। প্রথম দিকে মাত্র কয়েকটি ভেড়া এটি শুরু করে। এরপর আরও কয়েক ডজন ভেড়া যোগ দেয়। খামারটিতে ৩৪টি ভেড়ার খোঁয়াড় রয়েছে। তবে শুধু একটি খোঁয়াড়ে থাকা ভেড়ারা এমন অদ্ভুত আচরণ করছে।
এদিকে বৃত্তাকারে ভেড়ার হাঁটার ভিডিওটি পিপলস ডেইলি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করার পরপরই ভাইরাল হয়। এরপর শুরু হয় নানা জল্পনাকল্পনা। এরই মধ্যে এমন আচরণের কারণ উদ্ঘাটনের দাবি করেছেন ইংল্যান্ডের এক বিজ্ঞানী।
ইংল্যান্ডের গ্লচেস্টারের হার্টপুরি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক ম্যাট বেলের দাবি, সম্ভবত দীর্ঘ সময় ধরে ভেড়াগুলোকে ওই খামারে আটকে রাখা হয়েছে। তাই তাদের মধ্যে ‘স্টেরিওটাইপিক’ বা বাঁধাধরা আচরণ দেখা যাচ্ছে। দীর্ঘ সময় কোনো একটি জায়গায় আটকে রাখা হলে প্রাণীগুলোর চলাফেরায় সীমাবদ্ধতা তৈরি হয়, যা থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়ে প্রাণীরা। এ কারণেই বারবার একই জায়গায় চক্কর দিতে শুরু করে। ম্যাট বেল আরও জানিয়েছেন, ভেড়ারা সংঘবদ্ধ প্রাণী। একটি পালে থাকা সবাই একই সঙ্গে চলাফেরা করে, একই রকম আচরণ করে। আর এমন মানসিকতার কারণেই কয়েকটি ভেড়া বৃত্তাকারে ঘুরতে শুরু করার পর বাকি ভেড়ারাও সেই দলে যোগ দিয়েছে।
ল–র–ব–য–হ সম্পর্কিত আরও পড়ুন:
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৭ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৯ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১১ দিন আগে