অনলাইন ডেস্ক
ভারতের বাঁকুড়ার এক ব্যক্তি কুকুরের মতো ‘ঘেউ ঘেউ’ শব্দ করে প্রতিবাদ করেছেন। কারণ তাঁর রেশন কার্ডে নিজের নামের শেষ পদবি ‘দত্ত’ পরিবর্তন হয়ে ‘কুত্তা’ হয়ে গেছে। পেশায় শিক্ষক শ্রীকান্তি কুমার দত্ত নামের ওই ব্যক্তির কুকুরের ডাকের ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বাঁকুড়া-২ ব্লকের বাসিন্দা শ্রীকান্তি কুমার দত্ত। তাঁর রেশন কার্ডে ভুলক্রমে শ্রীকান্তি কুমার দত্তের জায়গায় ‘শ্রীকান্তি কুমার কুত্তা’ ছাপা হয়েছে। নিজ নামের এই ভুল সংশোধন করার জন্য তিনি বাঁকুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি। শেষে গত বুধবার এক অভিনব কাণ্ড করে বসেন শ্রীকান্তি।
ওই দিন ‘দুয়ারে সরকার’ নামের ক্যাম্প চলছিল বাঁকুড়া-২ ব্লকে। শ্রীকান্তি নিজের কাগজপত্র নিয়ে হাজির হন সেখানে। সামনে পেয়ে যান একজন সরকারি কর্মকর্তাকে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদবিধারী ওই সরকারি কর্মকর্তার গাড়ির জানালার কাছে গিয়ে ‘ঘেউ ঘেউ’ করতে শুরু করেন। কারণ রেশন কার্ড অনুযায়ী তিনি তো কুত্তা! তাঁর এই কাণ্ডে হইচই পড়ে যায় ক্যাম্পে। সরকারি ঔই কর্মকর্তা বাধ্য হয়ে তাঁর নথিপত্র দেখেন। এ ঘটনার দুই দিন পর তাঁর কাগজপত্রে নাম ঠিক হয়ে যায়।
শ্রীকান্তি দত্ত এনডিটিভিকে আক্ষেপ করে বলেছেন, ‘আমি আপনাদের কীভাবে বোঝাব যে আমি কতটা অপমানিত হয়েছিলাম। যার সঙ্গে এমন ঘটনা ঘটে, সে-ই কেবল বুঝতে পারে। আমি একবার নয়, দুবার নয়, তিন-তিনবার নাম সংশোধনের জন্য ঘুরেছি। কিন্তু কাজ হয়নি। আমি একজন শিক্ষক। কিন্তু তারা আমার কথাই শোনেনি।’
শ্রীকান্তি দত্ত আরও বলেন, ‘যে ব্যক্তি আমার কার্ডে এই ভুল করেছে, তাঁর নামের ক্ষেত্রে কুত্তা লেখা থাকলে তিনি কী করতেন? আমি খুব রেগে গিয়েছিলাম এবং জুতোপেটা করতে চাচ্ছিলাম। কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি তো করতে পারি না। শেষে নিজের রেশন কার্ডের নাম অনুযায়ী অভিনয় করার কথা চিন্তা করলাম।’
শুধু তাঁর নামই ভুল হয়েছে তা নয়, এ রকম হাজার হাজার মানুষের নাম ভুলভাবে ছাপা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করায় তিনি গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রীকান্তি বলেছেন, ‘মিডিয়া ইস্যুটি তুলেছিল বলেই আমি আমার নাম সংশোধন করতে পেরেছি। আমার মতো আরও হাজার হাজার মানুষের নাম ভুল আছে।’
ল–র–ব–য–হ সম্পর্কিত আরও পড়ুন:
ভারতের বাঁকুড়ার এক ব্যক্তি কুকুরের মতো ‘ঘেউ ঘেউ’ শব্দ করে প্রতিবাদ করেছেন। কারণ তাঁর রেশন কার্ডে নিজের নামের শেষ পদবি ‘দত্ত’ পরিবর্তন হয়ে ‘কুত্তা’ হয়ে গেছে। পেশায় শিক্ষক শ্রীকান্তি কুমার দত্ত নামের ওই ব্যক্তির কুকুরের ডাকের ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বাঁকুড়া-২ ব্লকের বাসিন্দা শ্রীকান্তি কুমার দত্ত। তাঁর রেশন কার্ডে ভুলক্রমে শ্রীকান্তি কুমার দত্তের জায়গায় ‘শ্রীকান্তি কুমার কুত্তা’ ছাপা হয়েছে। নিজ নামের এই ভুল সংশোধন করার জন্য তিনি বাঁকুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিকবার গিয়েও প্রতিকার পাননি। শেষে গত বুধবার এক অভিনব কাণ্ড করে বসেন শ্রীকান্তি।
ওই দিন ‘দুয়ারে সরকার’ নামের ক্যাম্প চলছিল বাঁকুড়া-২ ব্লকে। শ্রীকান্তি নিজের কাগজপত্র নিয়ে হাজির হন সেখানে। সামনে পেয়ে যান একজন সরকারি কর্মকর্তাকে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদবিধারী ওই সরকারি কর্মকর্তার গাড়ির জানালার কাছে গিয়ে ‘ঘেউ ঘেউ’ করতে শুরু করেন। কারণ রেশন কার্ড অনুযায়ী তিনি তো কুত্তা! তাঁর এই কাণ্ডে হইচই পড়ে যায় ক্যাম্পে। সরকারি ঔই কর্মকর্তা বাধ্য হয়ে তাঁর নথিপত্র দেখেন। এ ঘটনার দুই দিন পর তাঁর কাগজপত্রে নাম ঠিক হয়ে যায়।
শ্রীকান্তি দত্ত এনডিটিভিকে আক্ষেপ করে বলেছেন, ‘আমি আপনাদের কীভাবে বোঝাব যে আমি কতটা অপমানিত হয়েছিলাম। যার সঙ্গে এমন ঘটনা ঘটে, সে-ই কেবল বুঝতে পারে। আমি একবার নয়, দুবার নয়, তিন-তিনবার নাম সংশোধনের জন্য ঘুরেছি। কিন্তু কাজ হয়নি। আমি একজন শিক্ষক। কিন্তু তারা আমার কথাই শোনেনি।’
শ্রীকান্তি দত্ত আরও বলেন, ‘যে ব্যক্তি আমার কার্ডে এই ভুল করেছে, তাঁর নামের ক্ষেত্রে কুত্তা লেখা থাকলে তিনি কী করতেন? আমি খুব রেগে গিয়েছিলাম এবং জুতোপেটা করতে চাচ্ছিলাম। কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি তো করতে পারি না। শেষে নিজের রেশন কার্ডের নাম অনুযায়ী অভিনয় করার কথা চিন্তা করলাম।’
শুধু তাঁর নামই ভুল হয়েছে তা নয়, এ রকম হাজার হাজার মানুষের নাম ভুলভাবে ছাপা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করায় তিনি গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রীকান্তি বলেছেন, ‘মিডিয়া ইস্যুটি তুলেছিল বলেই আমি আমার নাম সংশোধন করতে পেরেছি। আমার মতো আরও হাজার হাজার মানুষের নাম ভুল আছে।’
ল–র–ব–য–হ সম্পর্কিত আরও পড়ুন:
টাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ ঘণ্টা আগেগুলিবিদ্ধ এক যুবকের জরুরি অস্ত্রোপচারের পর রাতেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ রাখা ছিল আইসিইউতে। পর দিন সকালে ময়নাতদন্তের পর লাশ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু স্বজনরা এসে দেখেন, লাশের এক চোখ গায়েব!
২ দিন আগেহঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৯ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
১০ দিন আগে