অনলাইন ডেস্ক
কথায় বলে, ‘জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই কোরো না’। কিন্তু এসব কথার বিন্দুমাত্র তোয়াক্কা না করে কোমরপানিতে নেমে দিব্যি কুমিরকে নিয়ে নেচে বেড়াচ্ছেন এক ব্যক্তি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
ল্যান্স নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পুকুরের পানিতে নেমে কুমিরকে জড়িয়ে ধরে মনের সুখে নাচছেন এক ব্যক্তি। ভিডিওর ক্যাপশনে লেখা—‘ফ্লোরিডা ম্যান স্ট্রাইকস অ্যাগেইন’। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলের বাসিন্দাদের অদ্ভুত সব কাণ্ডকারখানার বাতিক থেকেই ‘ফ্লোরিডা ম্যান’ ধারণার উৎপত্তি।
এদিকে ভিডিওটি পোস্ট হওয়ার পর এ পর্যন্ত ১৫ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি। এ পর্যন্ত সাড়ে ৪ লাখেরও বেশি লাইক এবং ৭৮ হাজারেরও বেশি শেয়ার পেয়ে ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভাইরাল এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘জীবনের অনেক কিছুরই নিশ্চয়তা নেই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে দিয়ে এমন কাজ কখনো হবে না’।
অন্য এক ব্যবহারকারী তাঁর হাস্যরসাত্মক মন্তব্যে বলেন, ‘শিগগিরই তারা কুমিরদেরও বিয়ে করা শুরু করবে’।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এমন বিপজ্জনক ও হাস্যকর ঘটনাগুলো বেশ সাড়া ফেলতে দেখা যায়। এর আগে ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও ভাইরালের ঘটনা ঘটে, যেখানে দেখা যায়, এক নারী কয়েকটি সিংহের সঙ্গে খেলা করছেন।
কথায় বলে, ‘জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই কোরো না’। কিন্তু এসব কথার বিন্দুমাত্র তোয়াক্কা না করে কোমরপানিতে নেমে দিব্যি কুমিরকে নিয়ে নেচে বেড়াচ্ছেন এক ব্যক্তি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
ল্যান্স নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পুকুরের পানিতে নেমে কুমিরকে জড়িয়ে ধরে মনের সুখে নাচছেন এক ব্যক্তি। ভিডিওর ক্যাপশনে লেখা—‘ফ্লোরিডা ম্যান স্ট্রাইকস অ্যাগেইন’। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলের বাসিন্দাদের অদ্ভুত সব কাণ্ডকারখানার বাতিক থেকেই ‘ফ্লোরিডা ম্যান’ ধারণার উৎপত্তি।
এদিকে ভিডিওটি পোস্ট হওয়ার পর এ পর্যন্ত ১৫ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি। এ পর্যন্ত সাড়ে ৪ লাখেরও বেশি লাইক এবং ৭৮ হাজারেরও বেশি শেয়ার পেয়ে ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভাইরাল এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘জীবনের অনেক কিছুরই নিশ্চয়তা নেই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে দিয়ে এমন কাজ কখনো হবে না’।
অন্য এক ব্যবহারকারী তাঁর হাস্যরসাত্মক মন্তব্যে বলেন, ‘শিগগিরই তারা কুমিরদেরও বিয়ে করা শুরু করবে’।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এমন বিপজ্জনক ও হাস্যকর ঘটনাগুলো বেশ সাড়া ফেলতে দেখা যায়। এর আগে ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও ভাইরালের ঘটনা ঘটে, যেখানে দেখা যায়, এক নারী কয়েকটি সিংহের সঙ্গে খেলা করছেন।
টাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৫ ঘণ্টা আগেগুলিবিদ্ধ এক যুবকের জরুরি অস্ত্রোপচারের পর রাতেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ রাখা ছিল আইসিইউতে। পর দিন সকালে ময়নাতদন্তের পর লাশ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু স্বজনরা এসে দেখেন, লাশের এক চোখ গায়েব!
২ দিন আগেহঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৯ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
১০ দিন আগে