অনলাইন ডেস্ক
নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। জাতিসংঘও এখন গৃহিণীর কাজের আর্থিক মূল্য নির্ধারণের কথা বলছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে; তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতার কথা!
ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। অবশ্য তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।
সিভিতে একজন গৃহকর্মী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ওই চাকরিপ্রার্থী। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।
লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরাও এই চাকরিপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গৃহিণীর কাজকে পরিবারে ‘চ্যালেঞ্জিং ভূমিকা’ বলে অভিহিত করেছেন।
চোকরা লিখেছেন, ‘আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গবৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।’
লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, ‘পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।’
একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমার যাত্রাও একইরকম...আমি মাতৃত্ব উপভোগ করার জন্য কর্মজীবনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এর মানে এই নয় যে, আমি নিজেকে আপডেট রাখিনি। সেই সময়ে আমি চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নিতে হয় সেটি জেনেছি।’
নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। জাতিসংঘও এখন গৃহিণীর কাজের আর্থিক মূল্য নির্ধারণের কথা বলছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে; তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতার কথা!
ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। অবশ্য তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।
সিভিতে একজন গৃহকর্মী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ওই চাকরিপ্রার্থী। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।
লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরাও এই চাকরিপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গৃহিণীর কাজকে পরিবারে ‘চ্যালেঞ্জিং ভূমিকা’ বলে অভিহিত করেছেন।
চোকরা লিখেছেন, ‘আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গবৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।’
লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, ‘পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।’
একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমার যাত্রাও একইরকম...আমি মাতৃত্ব উপভোগ করার জন্য কর্মজীবনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এর মানে এই নয় যে, আমি নিজেকে আপডেট রাখিনি। সেই সময়ে আমি চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নিতে হয় সেটি জেনেছি।’
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৬ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৯ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১১ দিন আগে