চারদিক বর্ষার পানিতে থইথই। চলাচলের সুবিধার্থে এই নৌকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে কারণে চাঁদপুরের মতলব দক্ষিণের নৌকার বাজার এখন সরগরম। নৌকার কারিগরেরা সারা দিন ব্যস্ত সময় পার করছেন। কাঠে ঘষামাজা ও ঠুক ঠুক শব্দে পেরেক ঢুকিয়ে নৌকা বানাতে তাঁরা ব্যস্ত।
একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে চলাচল করতে হয় ভোগান্তি পোহাতে হয় ময়মনসিংহের শ্রীপুর গ্রামের ২ হাজারের বেশি মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট বাজার ধানমহাল থেকে শ্রীপুর গ্রামের ২ হাজারের বেশি মানুষের চলাচলের জন্য একটি মাত্র রাস্তা এটি