ঢালিউডে তারকা-পুত্রদের তুলনায় তারকা-কন্যার সংখ্যা খুবই কম। কেন তারকাদের মেয়েরা মিডিয়াতে ক্যারিয়ার গড়েন না, বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। তানভীর তারেকের নেওয়া সেই সাক্ষাৎকারের ক্লিপস নিয়ে সম্প্রতি আবার আলোচনা হচ্ছে। সেখানে মৌসুমী বলেন, ‘ছেলে বাচ্চাদের (মিডিয়ায় আসার
তারকা অভিনেতার সন্তান যখন অভিনয়ে আসেন, অবাক হন না কেউ; বরং প্রত্যাশা বাড়ে। তারকার সন্তান যখন অভিনয়ে না এসে অন্য পেশায় চলে যান, তখন আগ্রহ বাড়ে। কী করছেন তারকা সন্তান? বলিউডের এমন অনেক তারকা সন্তান বা স্টার কিড রয়েছেন, যাঁরা সুযোগ থাকা সত্ত্বেও মা-বাবার পেশামুখী হননি।
তারকা মা-বাবার সন্তানেরাও যেন তারকা হয়ে ওঠেন অনিবার্যভাবে। মা–বাবার সঙ্গে সঙ্গে তাঁদের পিছু পিছুও ঘোরে ক্যামেরা। তারকা মা–বাবার সন্তানেরা যা–ই করেন, তা–ই হয়ে যায় সংবাদের শিরোনাম। আর তাই অনেকের চেয়ে সহজেই বলিউডে জায়গা করে নেন তাঁরা। এই বছরও একঝাঁক স্টারকিডের দেখা মিলবে বলিউডে।