অবশেষে দীর্ঘ যাত্রাটা থামল আতোয়ান গ্রিজম্যানের। ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড। সংখ্যাটা আরও বাড়তে পারত তাঁর। কিন্তু গোড়ালির চোট সেটা আর হতে দিল না। এতে টানা ৭ বছর খেলার যাত্রা থেমেছে ফরাসি ফরোয়ার্ডের।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে পারেনি আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকোর মাঠে এই দুই দল ড্র করেছে ১-১ গোলে। এখন ওল্ড ট্রাফোডে দ্বিতীয় লেগের ওপর নির্ভর করছে দুই দলের ভাগ্য। যারা জিতবে যাবে তারাই পরের পর্বে।
২০১৯ দলবদলে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন আঁতোয়ান গ্রিজমান। যে আশা নিয়ে বার্সা তাঁকে এনেছিল সেটা পূরণ করতে হয়নি। এদিকে নতুন মৌসুম শুরু হতে বেশি সময় আর বাকি নেই। এর মধ্যে গ্রিজমানের বার্সায় থাকা না থাকা নিয়েও আছে অনিশ্চয়তা