ঢাকা আসছে মডার্নার ৩০ লাখ টিকা। আগামীকাল সোমবার এসব টিকা বিমানবন্দর থেকে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা গ্রহণের পর সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন স্বাস্থ্যমন্ত্রী
গবেষণায় কোভিশিল্ড টিকা নেওয়া ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০৮ জন চিকিৎসক, শিক্ষক, নার্স, কর্মকর্তা, কর্মচারীর নমুনা সংগ্রহ করা হয়। পাঁচ মাসব্যাপী পরিচালিত এ গবেষণায় অর্থায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. এসএম সামসুজ্জামান।
দেশে এ পর্যন্ত ১ কোটি ৯৯ হাজার ১৮৪ জন মানুষ নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৭ হাজার ৯৬৮ জন। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৪২ হাজার ৬৭৩ এবং নারী ৩৭ লাখ ৫৬ হাজার ৫১১ জন।