‘রাইত ১০টার সময়ও কইছি, টাহা যায় যাউক, হাতর (সাঁতার) জানো না। বাবা, ওগো লগে তোর পিকনিকে যাওন লাগবে না, মুই তোরে বাসায় কাইল ভালো রাইন্দা খাওয়ামু। যাওনের সোমায় ছারেগো কইছি, ছার, মোর পোলায় কৈলোম হাতর জানে না, ওরে গাঙ্গে নামাইবেন না। মোর পোলারে ওরা গাঙ্গে ভাসাইয়া দেছে, ও বাবা, মোর সূর্য, তুই কোম্মে ঘুমাই