প্রযুক্তি ডেস্ক
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অনেকেই মাইক্রো ব্লগিং সাইটটিকে ত্যাগ করেছেন। এই ব্যবহারকারীদের অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন মাসটোডন নামে স্বল্প পরিচিত এক প্ল্যাটফর্মে। এই সেলফ হোস্টেড সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটিতে মাইক্রো ব্লগিং সুবিধা রয়েছে। দ্রুত বাড়তে থাকা সক্রিয় ব্যবহারকারী দেখে অনেকে এটিকে টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন।
প্রতিদ্বন্দ্বী মাসটোডনের কয়েকটি সার্ভারের লিংক শেয়ারের সুবিধা বন্ধ করেছে টুইটার। আর ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাসটোডন অ্যাকাউন্টের লিংক যোগ করতে গেলেও বাধা দেওয়া হচ্ছে। টুইটার বলছে, এটি ম্যালওয়্যার লিংক। যদিও মাসটোডনে ম্যালওয়্যার আছে এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মাসটোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন সার্ভারে ভাগ করা থাকে। ইউকে, স্নুকার, সিকিউরিটি—এ ধরনের বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। মাসটোডন কর্তৃপক্ষ জানায়, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী যোগ দিয়েছেন তাদের প্ল্যাটফর্মে। যার বেশির ভাগই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন।
সবচেয়ে জনপ্রিয় ‘মাসটোডন ডট সোশ্যাল’সহ ১০ টির বেশি সার্ভারের লিংক টুইটারে পোস্ট করতে পারেনি বিবিসি। এগুলোর একটি হলো সাংবাদিকদের সার্ভার। এ ছাড়া, যুক্তরাজ্যের জনগণের জন্য তৈরি সার্ভারের লিংকও পোস্ট করা যায়নি। তবে টুইটারে মাসটোডনের কতগুলো সার্ভার ব্লক হয়েছে, বা কেন হয়েছে—এ বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। তবে মাসটোডনের সব লিংক বন্ধ হয়নি। কিছু সার্ভারের লিংক এখনো ব্লক করেনি টুইটার।
ক্লিকযোগ্য লিংক না হওয়ায় বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লেইনম্যান সফলভাবে তাঁর মাসটোডন অ্যাকাউন্টের একটি রেফারেন্স টুইট করতে সক্ষম হয়েছেন। তবে ওই রেফারেন্সকে একটি লিংকে পরিণত করার চেষ্টা করলে সেটি টুইটারে পোস্ট করতে পারেননি তিনি। ‘আমরা আপনার অনুরোধ রাখতে পারছি না কারণ টুইটার বা আমাদের সহযোগীরা একে সম্ভাব্য ক্ষতিকারক লিংক হিসেবে চিহ্নিত করছে’—লিংক পোস্ট করতে চাওয়া ব্যবহারকারীকে এই বার্তা দেখাচ্ছে টুইটার।
কয়েকটি লিংক বন্ধের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে থাকা মাসটোডনের মূল অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টুইটার। গত বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাসটোডনের টুইটার অ্যাকাউন্টটিও। এর আগে মাসটোডনের বিভিন্ন ফিচার নিয়ে বিজ্ঞাপন দিতে দেখা যেতো অ্যাকাউন্টটিকে।
মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরে ২৭ অক্টোবর থেকে মাসটোডনে প্রায় আড়াই লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মে এখন প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছেন সাড়ে ৬ লাখের বেশি। যেখানে গত জুলাইয়ে টুইটারের রিপোর্টে বলা হয়, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৩ কোটি ৮০ লাখ।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অনেকেই মাইক্রো ব্লগিং সাইটটিকে ত্যাগ করেছেন। এই ব্যবহারকারীদের অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন মাসটোডন নামে স্বল্প পরিচিত এক প্ল্যাটফর্মে। এই সেলফ হোস্টেড সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটিতে মাইক্রো ব্লগিং সুবিধা রয়েছে। দ্রুত বাড়তে থাকা সক্রিয় ব্যবহারকারী দেখে অনেকে এটিকে টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন।
প্রতিদ্বন্দ্বী মাসটোডনের কয়েকটি সার্ভারের লিংক শেয়ারের সুবিধা বন্ধ করেছে টুইটার। আর ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাসটোডন অ্যাকাউন্টের লিংক যোগ করতে গেলেও বাধা দেওয়া হচ্ছে। টুইটার বলছে, এটি ম্যালওয়্যার লিংক। যদিও মাসটোডনে ম্যালওয়্যার আছে এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মাসটোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন সার্ভারে ভাগ করা থাকে। ইউকে, স্নুকার, সিকিউরিটি—এ ধরনের বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। মাসটোডন কর্তৃপক্ষ জানায়, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী যোগ দিয়েছেন তাদের প্ল্যাটফর্মে। যার বেশির ভাগই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন।
সবচেয়ে জনপ্রিয় ‘মাসটোডন ডট সোশ্যাল’সহ ১০ টির বেশি সার্ভারের লিংক টুইটারে পোস্ট করতে পারেনি বিবিসি। এগুলোর একটি হলো সাংবাদিকদের সার্ভার। এ ছাড়া, যুক্তরাজ্যের জনগণের জন্য তৈরি সার্ভারের লিংকও পোস্ট করা যায়নি। তবে টুইটারে মাসটোডনের কতগুলো সার্ভার ব্লক হয়েছে, বা কেন হয়েছে—এ বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। তবে মাসটোডনের সব লিংক বন্ধ হয়নি। কিছু সার্ভারের লিংক এখনো ব্লক করেনি টুইটার।
ক্লিকযোগ্য লিংক না হওয়ায় বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লেইনম্যান সফলভাবে তাঁর মাসটোডন অ্যাকাউন্টের একটি রেফারেন্স টুইট করতে সক্ষম হয়েছেন। তবে ওই রেফারেন্সকে একটি লিংকে পরিণত করার চেষ্টা করলে সেটি টুইটারে পোস্ট করতে পারেননি তিনি। ‘আমরা আপনার অনুরোধ রাখতে পারছি না কারণ টুইটার বা আমাদের সহযোগীরা একে সম্ভাব্য ক্ষতিকারক লিংক হিসেবে চিহ্নিত করছে’—লিংক পোস্ট করতে চাওয়া ব্যবহারকারীকে এই বার্তা দেখাচ্ছে টুইটার।
কয়েকটি লিংক বন্ধের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে থাকা মাসটোডনের মূল অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টুইটার। গত বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাসটোডনের টুইটার অ্যাকাউন্টটিও। এর আগে মাসটোডনের বিভিন্ন ফিচার নিয়ে বিজ্ঞাপন দিতে দেখা যেতো অ্যাকাউন্টটিকে।
মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরে ২৭ অক্টোবর থেকে মাসটোডনে প্রায় আড়াই লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। এই প্ল্যাটফর্মে এখন প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছেন সাড়ে ৬ লাখের বেশি। যেখানে গত জুলাইয়ে টুইটারের রিপোর্টে বলা হয়, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৩ কোটি ৮০ লাখ।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
২ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৬ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
৭ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
৭ ঘণ্টা আগে