প্রযুক্তি ডেস্ক
প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই কোড থেকে জানা যায় ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে, টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। এর সঙ্গে জড়িতদের তথ্য চেয়ে আইনি প্রক্রিয়া নিচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন উদ্ধৃতি দিয়ে সোর্স কোডটি মাইক্রোসফট মালিকানাধীন সফটওয়্যার ডেভেলপমেন্ট ভিত্তিক ওয়েবসাইট গিটহাবে প্রকাশ করা হয়। তবে গিটহাব জানিয়েছে, সোর্স কোডটি টুইটারের অনুরোধের ভিত্তিতে গত শুক্রবার (২৪ মার্চ) সরিয়ে নেওয়া হয়েছে।
টুইটারের অভিযোগের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ার জেলা আদালত গিটহাবকে সোর্স কোড প্রকাশ করা আইডির তথ্য চেয়ে নোটিশ দেয়। যদিও গিটহাব এ ধরনের তথ্য আদালতকে সরবরাহ করেছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি সোর্স কোড কতক্ষণ পর্যন্ত উন্মুক্ত ছিল, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।
প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই কোড থেকে জানা যায় ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে, টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। এর সঙ্গে জড়িতদের তথ্য চেয়ে আইনি প্রক্রিয়া নিচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন উদ্ধৃতি দিয়ে সোর্স কোডটি মাইক্রোসফট মালিকানাধীন সফটওয়্যার ডেভেলপমেন্ট ভিত্তিক ওয়েবসাইট গিটহাবে প্রকাশ করা হয়। তবে গিটহাব জানিয়েছে, সোর্স কোডটি টুইটারের অনুরোধের ভিত্তিতে গত শুক্রবার (২৪ মার্চ) সরিয়ে নেওয়া হয়েছে।
টুইটারের অভিযোগের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ার জেলা আদালত গিটহাবকে সোর্স কোড প্রকাশ করা আইডির তথ্য চেয়ে নোটিশ দেয়। যদিও গিটহাব এ ধরনের তথ্য আদালতকে সরবরাহ করেছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি সোর্স কোড কতক্ষণ পর্যন্ত উন্মুক্ত ছিল, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
৩৮ মিনিট আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৪ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
৫ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
৬ ঘণ্টা আগে