কুহেলী রহমান
এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।
এত দিন মানুষ উইল করে যেত জমিজমাসহ বিভিন্ন সম্পদ। আর এই ডিজিটাল যুগে মানুষ উইল করে ফেসবুক প্রোফাইল! কিন্তু এরও কিছু নিয়মকানুন আছে। ফেসবুক প্রোফাইল বলে চাইলেই দিয়ে দিতে পারবেন না। এর জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়মকানুন।
কারও মৃত্যুর পর তার প্রোফাইলটি বন্ধ করে দেওয়ার অপশন আছে গুগল কিংবা ফেসবুকের। এসব কর্তৃপক্ষ ওই মৃত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি, তথ্য ও পোস্ট ডিলিট করে দেয়। তবে চাইলে প্রোফাইল সচল রাখার সুযোগও দেয় ফেসবুক। এর জন্য জরুরি কয়েকটি সেটিংস বদলাতে হবে শুধু।
প্রথম ধাপ
প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করে ডান দিকে ওপরে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন বেছে নিন। এরপর বেছে নিতে হবে অ্যাকসেস কন্ট্রোল। তারপর মেমোরিয়ালাইজেশন সেটিংসটিতে ক্লিক করুন। শেষে সিলেক্ট করতে হবে চুজ লিগ্যাসি কনট্র্যাক্টস।
দ্বিতীয় ধাপ
এই সেটিংসটি বেছে নিতে হবে। কারণ কেউ নিজের প্রোফাইলকে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট তৈরি করে সেটি উইল করে দিতে পারবেন। এতে ওই ব্যক্তির মৃত্যুর পরে কে ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ পাবেন, সেটি বেছে নেওয়া যাবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী, সেই প্রোফাইলে কেউ লগইন করতে পারবে না। তবে উইল সূত্রে মনোনীত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির প্রোফাইলে পিনড পোস্ট, প্রোফাইল ও কভার ছবি বদল করার ক্ষমতা থাকবে। তবে কখনোই মৃত ব্যক্তির প্রোফাইলে লগইন করা যাবে না। সে সুযোগ রাখেনি ফেসবুক। ফলে কার সঙ্গে মেসেঞ্জারে কী কথা বলেছেন, তা গোপন থাকবে মৃত্যুর পরেও।
তবে কোনো ফেসবুক ব্যবহারকারী যদি চান যে মৃত্যুর পরে তাঁর প্রোফাইল চিরতরে ডিলিট হয়ে যাবে, তাহলে সেই একই সেটিংসে গিয়ে ডিলিট পারমানেন্টলি অপশন বেছে নিতে হবে। তবে এর জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে মৃত্যুর খবরটি ফেসবুককে জানাতে হবে। খবরের সত্যতা যাচাই করার পর সেই অ্যাকাউন্টের প্রোফাইল ছবি, সব তথ্য ও পোস্ট ডিলিট করে দেবে ফেসবুক। কিন্তু ওপরের কোনো সেটিংস আগে থেকে বদল না করলে মৃত্যুর পরেও ফেসবুক প্রোফাইল আর দশটা প্রোফাইলের মতো সচল থাকবে এবং টাইমলাইনে যে কেউ এসে পোস্ট করতে পারবে।
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
২০ মিনিট আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
৮ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১ দিন আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১ দিন আগে