অনলাইন ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সহজেই যে কারও সঙ্গেই যুক্ত হতে পারবেন। দুনিয়ার বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত হয়ে তাদের সম্বন্ধে জানতে পারবেন। এক কথায় ভার্চুয়াল পুরো দুনিয়াই ঘুরে ফেলতে পারবেন। তাদের টুইটে রিটুইট করতে পারবেন। তবে আছে বিড়ম্বনাও। কারণ, অনেকেই তাদের রিটুইটের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়। তবে আপনি চাইলেই আপনার অপছন্দের রিটুইটগুলো লুকিয়ে ফেলতে পারবেন। দুঃখজনক হলেও সত্যি, এই রিটুইটগুলো মুছে ফেলার কোনো সুযোগ নেই।
রিটুইট লুকিয়ে ফেলতে যা যা করণীয়-
১) টুইটার অ্যাকাউন্ট লগ ইন করুন
২) আপনার যে টুইট থেকে রিটুইট লুকাতে চাইছেন, সেখানে ক্লিক করুন
৩) এরপর, স্ক্রল করে অপছন্দের রিটুইটের "..." এখানে ক্লিক করলেই, আপনার সামনে মেনু বার চলে আসবে। সেখান থেকে 'হাইড রিপ্লাই ' অপশন সিলেক্ট করলেই আপনার কাজ হয়ে যাবে।
তবে বলে রাখা ভালো, আপনি যখন কারও রিটুইট লুকিয়ে ফেলতে যাবেন, তখন আপনার কাছে একটি পপআপ আসবে। যার মাধ্যমে আপনার এই কাজের কারণ জানতে চাইবে। তা ছাড়া অন্য আরেকটি পপআপের মাধ্যমে আপনি ওই ইউজারকে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করতে চান কি না, টুইটার তা জানতে চাইবে।
বলে রাখা ভালো, আপনার লুকিয়ে ফেলা রিটুইট একবারে মুছে ফেলা যাবে না, বরং অন্য আরেকটি পেজে চলে যাবে। আপনার কোনো ফলোয়ার চাইলে ডট অপশনে ক্লিক করার মাধ্যমে লুকিয়ে ফেলা রিটুইটগুলো দেখতে পারবেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি সহজেই যে কারও সঙ্গেই যুক্ত হতে পারবেন। দুনিয়ার বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যুক্ত হয়ে তাদের সম্বন্ধে জানতে পারবেন। এক কথায় ভার্চুয়াল পুরো দুনিয়াই ঘুরে ফেলতে পারবেন। তাদের টুইটে রিটুইট করতে পারবেন। তবে আছে বিড়ম্বনাও। কারণ, অনেকেই তাদের রিটুইটের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়। তবে আপনি চাইলেই আপনার অপছন্দের রিটুইটগুলো লুকিয়ে ফেলতে পারবেন। দুঃখজনক হলেও সত্যি, এই রিটুইটগুলো মুছে ফেলার কোনো সুযোগ নেই।
রিটুইট লুকিয়ে ফেলতে যা যা করণীয়-
১) টুইটার অ্যাকাউন্ট লগ ইন করুন
২) আপনার যে টুইট থেকে রিটুইট লুকাতে চাইছেন, সেখানে ক্লিক করুন
৩) এরপর, স্ক্রল করে অপছন্দের রিটুইটের "..." এখানে ক্লিক করলেই, আপনার সামনে মেনু বার চলে আসবে। সেখান থেকে 'হাইড রিপ্লাই ' অপশন সিলেক্ট করলেই আপনার কাজ হয়ে যাবে।
তবে বলে রাখা ভালো, আপনি যখন কারও রিটুইট লুকিয়ে ফেলতে যাবেন, তখন আপনার কাছে একটি পপআপ আসবে। যার মাধ্যমে আপনার এই কাজের কারণ জানতে চাইবে। তা ছাড়া অন্য আরেকটি পপআপের মাধ্যমে আপনি ওই ইউজারকে আপনার অ্যাকাউন্ট থেকে ব্লক করতে চান কি না, টুইটার তা জানতে চাইবে।
বলে রাখা ভালো, আপনার লুকিয়ে ফেলা রিটুইট একবারে মুছে ফেলা যাবে না, বরং অন্য আরেকটি পেজে চলে যাবে। আপনার কোনো ফলোয়ার চাইলে ডট অপশনে ক্লিক করার মাধ্যমে লুকিয়ে ফেলা রিটুইটগুলো দেখতে পারবেন।
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
৩ ঘণ্টা আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
১০ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১ দিন আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১ দিন আগে