প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের ডিভাইসগুলোতে এসেছে টুইটারের নতুন আপডেট। টুইটারের ‘ব্লু সাবস্ক্রিপশন’–এর নির্ধারিত ফি বলা আছে আপডেটটিতে। ব্লু টিক সাবস্ক্রিপশন ফি নিয়ে নানা সমালোচনা হলেও সব উপেক্ষা করে ইলন মাস্ক শেষ পর্যন্ত অটল থেকেছেন তাঁর সিদ্ধান্তে।
আগে শুধু তারকা, করপোরেট অফিশিয়াল এবং বিখ্যাত ব্যক্তিদের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্যই এই ব্লু টিক বরাদ্দ ছিল। তবে এখন মাসিক ভিত্তিতে কিছু ডলার খরচের বিনিময়ে যে কেউই টুইটার প্রোফাইলে পেতে পারেন ব্লু টিক। নানাবিধ সমালোচনায় সোশ্যাল মিডিয়া মুখরিত হলেও ব্লু টিক সাবস্ক্রাইবারদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা।
গতকাল শনিবার এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, আগে ব্লু টিক মার্কধারীরা কম বিজ্ঞাপন দেখার সুবিধা পেতেন। এখন নতুন করে ডলার খরচ করার বিনিময়ে যারা ব্লু টিক পাবেন, তাঁরা ‘অর্ধেক কম বিজ্ঞাপন’ দেখবেন। এটি আগের চেয়ে ‘অনেক ভালো’ হবে।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কম বিজ্ঞাপন প্রদর্শনের পাশাপাশি টুইটারে রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রে আলাদা অগ্রাধিকার পাবেন ব্লু টিকধারীরা। এ ছাড়া আগের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবারেরা।
ব্লুমবার্গের এর এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে টুইটারের প্রায় ২৩ কোটি ৭৮ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ব্লু টিক রয়েছে প্রায় ৩ লাখের। ব্লু টিকটি প্রোফাইলে অব্যাহত রাখতে হলে তাঁদের এখন থেকে গুনতে হবে মাসে ৭ ডলার ৯৯ সেন্ট। অবশ্য অনেকেই ফি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
টাকা দিয়ে প্রোফাইলে ব্লু টিক নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার চার দিনের মাথায় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন ইলন মাস্ক। এ প্রসঙ্গে টুইটে মাস্ক লিখেছেন, ‘ব্লু চেকমার্ক আছে আর নেই—ভূস্বামী এবং বর্গাচাষির মতো এই ব্যবস্থাটা স্রেফ জঘন্য।’
গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। এর মধ্যে ১৩ বিলিয়ন ডলার অর্থায়ন করছে ব্যাংক অব আমেরিকা, বার্কলেজ পিএলসি এবং মরগান স্ট্যানলিসহ বেশ কয়েকটি বড় ব্যাংক।
ফোর্বসের ধারণা অনুযায়ী, এই ঋণের সমান অর্থ আয় করতে হলে প্রতি বছর ১ কোটি ৪ লাখ টুইটার ব্যবহারকারীকে টাকা দিয়ে ব্লু টিক নিতে হবে।
অ্যাপলের ডিভাইসগুলোতে এসেছে টুইটারের নতুন আপডেট। টুইটারের ‘ব্লু সাবস্ক্রিপশন’–এর নির্ধারিত ফি বলা আছে আপডেটটিতে। ব্লু টিক সাবস্ক্রিপশন ফি নিয়ে নানা সমালোচনা হলেও সব উপেক্ষা করে ইলন মাস্ক শেষ পর্যন্ত অটল থেকেছেন তাঁর সিদ্ধান্তে।
আগে শুধু তারকা, করপোরেট অফিশিয়াল এবং বিখ্যাত ব্যক্তিদের ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্যই এই ব্লু টিক বরাদ্দ ছিল। তবে এখন মাসিক ভিত্তিতে কিছু ডলার খরচের বিনিময়ে যে কেউই টুইটার প্রোফাইলে পেতে পারেন ব্লু টিক। নানাবিধ সমালোচনায় সোশ্যাল মিডিয়া মুখরিত হলেও ব্লু টিক সাবস্ক্রাইবারদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা।
গতকাল শনিবার এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, আগে ব্লু টিক মার্কধারীরা কম বিজ্ঞাপন দেখার সুবিধা পেতেন। এখন নতুন করে ডলার খরচ করার বিনিময়ে যারা ব্লু টিক পাবেন, তাঁরা ‘অর্ধেক কম বিজ্ঞাপন’ দেখবেন। এটি আগের চেয়ে ‘অনেক ভালো’ হবে।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কম বিজ্ঞাপন প্রদর্শনের পাশাপাশি টুইটারে রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রে আলাদা অগ্রাধিকার পাবেন ব্লু টিকধারীরা। এ ছাড়া আগের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন ব্লু টিক সাবস্ক্রাইবারেরা।
ব্লুমবার্গের এর এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে টুইটারের প্রায় ২৩ কোটি ৭৮ লাখ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ব্লু টিক রয়েছে প্রায় ৩ লাখের। ব্লু টিকটি প্রোফাইলে অব্যাহত রাখতে হলে তাঁদের এখন থেকে গুনতে হবে মাসে ৭ ডলার ৯৯ সেন্ট। অবশ্য অনেকেই ফি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
টাকা দিয়ে প্রোফাইলে ব্লু টিক নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার চার দিনের মাথায় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন ইলন মাস্ক। এ প্রসঙ্গে টুইটে মাস্ক লিখেছেন, ‘ব্লু চেকমার্ক আছে আর নেই—ভূস্বামী এবং বর্গাচাষির মতো এই ব্যবস্থাটা স্রেফ জঘন্য।’
গত মাসে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। এর মধ্যে ১৩ বিলিয়ন ডলার অর্থায়ন করছে ব্যাংক অব আমেরিকা, বার্কলেজ পিএলসি এবং মরগান স্ট্যানলিসহ বেশ কয়েকটি বড় ব্যাংক।
ফোর্বসের ধারণা অনুযায়ী, এই ঋণের সমান অর্থ আয় করতে হলে প্রতি বছর ১ কোটি ৪ লাখ টুইটার ব্যবহারকারীকে টাকা দিয়ে ব্লু টিক নিতে হবে।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১১ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১৪ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১৫ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৬ ঘণ্টা আগে