প্রযুক্তি ডেস্ক
টুইটার কিনে নেওয়ার পরই ব্যাপক ছাঁটাই শুরু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরই মধ্যে আবার নতুন কর্মী নিয়োগেরও পরিকল্পনা প্রকাশ করেছেন। ফলে এখনো টুইটারে পুরোনো কর্মীদের মধ্যে ছাঁটাই আতঙ্ক চলছে। সম্প্রতি কর্মীদের বেশি কাজ করার নির্দেশনা দিয়ে মধ্যরাতে ই–মেইল করেছেন মাস্ক।
অন্য একাধিক কর্মকর্তার মতো চাকরি নিয়ে ঝুঁকির মুখে পড়েছেন টুইটারের পাবলিক পলিসির গ্লোবাল ভাইস-প্রেসিডেন্ট সিনেড ম্যাকসুইনি। তিনি জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকে সপ্তাহে তাঁর কাজের সময় বেড়ে দাঁড়িয়েছে ৭৫ ঘণ্টারও বেশি। যেখানে আগে নিয়মিত ৪০ ঘণ্টা কাজ করতে হতো।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, টুইটারে চাকরির নিরাপত্তায় আদালতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন ম্যাকসুইনি। ম্যাকসুইনি জানান, তিনি পদত্যাগ না করা সত্ত্বেও কোম্পানির কোনো সিস্টেমে প্রবেশ করতে পারছেন না। এমনকি চলতি মাসের শুরুতে তিনি কোম্পানি থেকে ছাঁটাইয়ের নোটিশও পান। তাঁর বিবৃতির পর গত শুক্রবার আদালত ছাঁটাই স্থগিতের আদেশ জারি করেন।
ম্যাকসুইনি জানান, গত ১৬ নভেম্বর মধ্যরাতে কর্মীদের দেওয়া ইলন মাস্কের ই–মেইলের কোনো জবাব দেননি ম্যাকসুইনি। ই–মেইলটিতে কর্মীদের ‘কঠোর পরিশ্রমী’ হতে বলেছিলেন মাস্ক। যারা মাস্কের কথা মেনে টুইটারে থাকতে চান, তাঁদের ই–মেইলে প্রদর্শিত ‘হ্যাঁ’ বাটনে চাপ দিয়ে পরবর্তী লিংকে প্রবেশ করতে বলা হয়েছিল। যারা এটি করবে না তাঁরা পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হবে।
টুইটারে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন ম্যাকসুইনি। তাঁর কর্মসংস্থান চুক্তি অনুসারে প্রতি সপ্তাহে তিনি ৪০ ঘণ্টারও বেশি সময় কাজ করেছেন। ম্যাকসুইনি জানান, ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর কাজ আরও কঠিন হয়ে উঠেছে। তবে কঠিন পরিশ্রম করতে তাঁর কোনো অসুবিধা নেই।
ম্যাকসুইনি বলেন, ‘মাস্ক কর্মীদের “মিশ্র বার্তা” দিয়েছেন এবং “অপ্রথাগত পদ্ধতিতে” সংস্থাকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আপাত কোনো যুক্তি ছাড়াই কর্মীদের চাকরিচ্যুত করেছেন এবং নতুন করে কর্মী নিয়োগ করছেন।’
টুইটার অধিগ্রহণের পর থেকে কোম্পানির প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। গত ১৬ নভেম্বর মধ্যরাতের ই–মেইলের পর আরও ২ হাজার কর্মী তাঁর নির্দেশনায় সাড়া না দিয়ে কোম্পানি ছেড়েছেন। টুইটার কর্তৃপক্ষ যদিও কিছু কর্মীকে ফিরে আসতে বলেছে।
টুইটার কিনে নেওয়ার পরই ব্যাপক ছাঁটাই শুরু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরই মধ্যে আবার নতুন কর্মী নিয়োগেরও পরিকল্পনা প্রকাশ করেছেন। ফলে এখনো টুইটারে পুরোনো কর্মীদের মধ্যে ছাঁটাই আতঙ্ক চলছে। সম্প্রতি কর্মীদের বেশি কাজ করার নির্দেশনা দিয়ে মধ্যরাতে ই–মেইল করেছেন মাস্ক।
অন্য একাধিক কর্মকর্তার মতো চাকরি নিয়ে ঝুঁকির মুখে পড়েছেন টুইটারের পাবলিক পলিসির গ্লোবাল ভাইস-প্রেসিডেন্ট সিনেড ম্যাকসুইনি। তিনি জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকে সপ্তাহে তাঁর কাজের সময় বেড়ে দাঁড়িয়েছে ৭৫ ঘণ্টারও বেশি। যেখানে আগে নিয়মিত ৪০ ঘণ্টা কাজ করতে হতো।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, টুইটারে চাকরির নিরাপত্তায় আদালতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন ম্যাকসুইনি। ম্যাকসুইনি জানান, তিনি পদত্যাগ না করা সত্ত্বেও কোম্পানির কোনো সিস্টেমে প্রবেশ করতে পারছেন না। এমনকি চলতি মাসের শুরুতে তিনি কোম্পানি থেকে ছাঁটাইয়ের নোটিশও পান। তাঁর বিবৃতির পর গত শুক্রবার আদালত ছাঁটাই স্থগিতের আদেশ জারি করেন।
ম্যাকসুইনি জানান, গত ১৬ নভেম্বর মধ্যরাতে কর্মীদের দেওয়া ইলন মাস্কের ই–মেইলের কোনো জবাব দেননি ম্যাকসুইনি। ই–মেইলটিতে কর্মীদের ‘কঠোর পরিশ্রমী’ হতে বলেছিলেন মাস্ক। যারা মাস্কের কথা মেনে টুইটারে থাকতে চান, তাঁদের ই–মেইলে প্রদর্শিত ‘হ্যাঁ’ বাটনে চাপ দিয়ে পরবর্তী লিংকে প্রবেশ করতে বলা হয়েছিল। যারা এটি করবে না তাঁরা পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হবে।
টুইটারে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন ম্যাকসুইনি। তাঁর কর্মসংস্থান চুক্তি অনুসারে প্রতি সপ্তাহে তিনি ৪০ ঘণ্টারও বেশি সময় কাজ করেছেন। ম্যাকসুইনি জানান, ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর কাজ আরও কঠিন হয়ে উঠেছে। তবে কঠিন পরিশ্রম করতে তাঁর কোনো অসুবিধা নেই।
ম্যাকসুইনি বলেন, ‘মাস্ক কর্মীদের “মিশ্র বার্তা” দিয়েছেন এবং “অপ্রথাগত পদ্ধতিতে” সংস্থাকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আপাত কোনো যুক্তি ছাড়াই কর্মীদের চাকরিচ্যুত করেছেন এবং নতুন করে কর্মী নিয়োগ করছেন।’
টুইটার অধিগ্রহণের পর থেকে কোম্পানির প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। গত ১৬ নভেম্বর মধ্যরাতের ই–মেইলের পর আরও ২ হাজার কর্মী তাঁর নির্দেশনায় সাড়া না দিয়ে কোম্পানি ছেড়েছেন। টুইটার কর্তৃপক্ষ যদিও কিছু কর্মীকে ফিরে আসতে বলেছে।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
৬ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১০ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১১ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১২ ঘণ্টা আগে