প্রযুক্তি ডেস্ক
‘গ্যালাকটিকা’ নামে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল উন্মোচন করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। গবেষণা নিবন্ধ বা বুদ্ধিবৃত্তিক লেখা সংক্ষিপ্তকরণ, গণিতের জটিল সমীকরণের সমাধান, উইকিপিডিয়ার মতো নিবন্ধ রচনা থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক নানা কাজ করতে সক্ষম এই ‘গ্যালাকটিকা’। অবশ্য টুলটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
গ্যালাকটিকার ওয়েবসাইটে বলা আছে, বৈজ্ঞানিক গবেষণাপত্রের বিশাল ভান্ডার থেকে ৩৬ কোটি সাইটেশন এবং বিভিন্ন উৎস থেকে ৫ কোটি রেফারেন্সের মাধ্যমে গ্যালাকটিকার মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে এআই টুলটি নিজে থেকেই ব্যবহারকারীকে ‘সাইটেশন’–এর পরামর্শ দেবে এবং নির্দিষ্ট বিষয় সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে দিতে পারবে।
একজন ব্যবহারকারী কোনো টপিক লিখে ‘ইনপুট’ দিলে গ্যালাকটিকা এ বিষয়ে একটি পুরোদস্তুর আর্টিকেল এবং এটির ব্যাখ্যা লিখে দিতে সক্ষম। কেউ স্ক্রিনের নিচের দিকের ‘জেনারেট মোর’ বাটনে ক্লিক করলে গ্যালাকটিকা তার প্রকাশিত লেখায় আরও তথ্য যোগ করবে। তবে এআই টুলটির ফলাফলের নির্ভুলতা নিয়ে বিতর্ক রয়েছে।
বলা হচ্ছে, এটি যে মানের লেখা প্রকাশ করছে, তা যে কোনো বিশেষজ্ঞের লেখার চেয়ে নিম্নমানের। তবে বৈজ্ঞানিক গবেষণাপত্রের ক্ষেত্রে টুলটি আপাতত কাজ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। টুলটি ব্যবহার করে কোনো লেখাকে বড় করে একটি পূর্ণ গবেষণাপত্রে রূপ দেওয়া সম্ভব। রেফারেন্স, সূত্র যুক্ত করাসহ একটি গবেষণাপত্রের সব কারিগরি দিক গ্যালাকটিকা নিজে থেকেই সম্পাদন করতে সক্ষম।
এটিকে বলা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাপত্রের ‘এআই ইমেজ জেনারেটর’। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, টুলটি ব্যবহার করে শিক্ষার্থীরা বিদ্যমান ব্যবস্থার সঙ্গে প্রতারণা করতে সক্ষম হবে। কম কিংবা বিনা পরিশ্রমেই নিজেদের একাডেমিক গ্রেড বাড়াতে পারবে।
মেটা অবশ্য এ নিয়ে গ্যালাকটিকার ওয়েবসাইটে সতর্ক বার্তা দিয়েছে। সতর্ক বার্তাটিতে বলা আছে, গ্যালাকটিকার কিছু ফলাফল দেখে অনেক ‘নির্ভরযোগ্য’ মনে হলেও এর গুরুত্বপূর্ণ অংশেই ভুল রয়ে যেতে পারে। যে ভুলগুলো সহজে ধরা সম্ভব হবে না। কারিগরি বিষয়ক লেখার ক্ষেত্রে ভুল থাকার সম্ভাবনা বেশি রয়েছে।
বর্তমানে গ্যালাকটিকার ওয়েবসাইটে এআইটি ব্যবহারের সুযোগ বন্ধ রাখা হয়েছে।
‘গ্যালাকটিকা’ নামে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল উন্মোচন করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। গবেষণা নিবন্ধ বা বুদ্ধিবৃত্তিক লেখা সংক্ষিপ্তকরণ, গণিতের জটিল সমীকরণের সমাধান, উইকিপিডিয়ার মতো নিবন্ধ রচনা থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক নানা কাজ করতে সক্ষম এই ‘গ্যালাকটিকা’। অবশ্য টুলটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
গ্যালাকটিকার ওয়েবসাইটে বলা আছে, বৈজ্ঞানিক গবেষণাপত্রের বিশাল ভান্ডার থেকে ৩৬ কোটি সাইটেশন এবং বিভিন্ন উৎস থেকে ৫ কোটি রেফারেন্সের মাধ্যমে গ্যালাকটিকার মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে এআই টুলটি নিজে থেকেই ব্যবহারকারীকে ‘সাইটেশন’–এর পরামর্শ দেবে এবং নির্দিষ্ট বিষয় সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে দিতে পারবে।
একজন ব্যবহারকারী কোনো টপিক লিখে ‘ইনপুট’ দিলে গ্যালাকটিকা এ বিষয়ে একটি পুরোদস্তুর আর্টিকেল এবং এটির ব্যাখ্যা লিখে দিতে সক্ষম। কেউ স্ক্রিনের নিচের দিকের ‘জেনারেট মোর’ বাটনে ক্লিক করলে গ্যালাকটিকা তার প্রকাশিত লেখায় আরও তথ্য যোগ করবে। তবে এআই টুলটির ফলাফলের নির্ভুলতা নিয়ে বিতর্ক রয়েছে।
বলা হচ্ছে, এটি যে মানের লেখা প্রকাশ করছে, তা যে কোনো বিশেষজ্ঞের লেখার চেয়ে নিম্নমানের। তবে বৈজ্ঞানিক গবেষণাপত্রের ক্ষেত্রে টুলটি আপাতত কাজ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। টুলটি ব্যবহার করে কোনো লেখাকে বড় করে একটি পূর্ণ গবেষণাপত্রে রূপ দেওয়া সম্ভব। রেফারেন্স, সূত্র যুক্ত করাসহ একটি গবেষণাপত্রের সব কারিগরি দিক গ্যালাকটিকা নিজে থেকেই সম্পাদন করতে সক্ষম।
এটিকে বলা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাপত্রের ‘এআই ইমেজ জেনারেটর’। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, টুলটি ব্যবহার করে শিক্ষার্থীরা বিদ্যমান ব্যবস্থার সঙ্গে প্রতারণা করতে সক্ষম হবে। কম কিংবা বিনা পরিশ্রমেই নিজেদের একাডেমিক গ্রেড বাড়াতে পারবে।
মেটা অবশ্য এ নিয়ে গ্যালাকটিকার ওয়েবসাইটে সতর্ক বার্তা দিয়েছে। সতর্ক বার্তাটিতে বলা আছে, গ্যালাকটিকার কিছু ফলাফল দেখে অনেক ‘নির্ভরযোগ্য’ মনে হলেও এর গুরুত্বপূর্ণ অংশেই ভুল রয়ে যেতে পারে। যে ভুলগুলো সহজে ধরা সম্ভব হবে না। কারিগরি বিষয়ক লেখার ক্ষেত্রে ভুল থাকার সম্ভাবনা বেশি রয়েছে।
বর্তমানে গ্যালাকটিকার ওয়েবসাইটে এআইটি ব্যবহারের সুযোগ বন্ধ রাখা হয়েছে।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
৮ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১১ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১২ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৩ ঘণ্টা আগে