প্রযুক্তি ডেস্ক
১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের। ফেসবুকের মূল কোম্পানি মেটা নেটওয়ার্ক এমনটি জানিয়েছে ।
এর আগে গত বছরের শেষ তিন মাসে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৯৩ কোটি থেকে কমে গিয়ে ১৯২ কোটিতে এসে দাঁড়িয়েছে। এ খবর চাউর হওয়ার পর গতকাল বুধবার মেটার শেয়ারের দাম ২০ শতাংশ কমে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেটার শেয়ারের দাম এর স্টক মার্কেট ভ্যালু থেকে ২০০ কোটি ডলার কমে গেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে বেশ মন্দা সময় পার করছে ফেসবুক। এমনকি রাজস্ব আয়ে টিকটক ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে চ্যলেঞ্জের মুখে পড়েছে বিশ্বের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। কারণ এর বিজ্ঞাপনদাতরাও অনেক ক্ষেত্রে ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে বিজ্ঞাপন থেকে এই প্ল্যাটফর্মের আয় আগের তুলনায় কমে গেছে।
মেটা বলেছে, অ্যাপল ইনকরপোরেশনের গোপনীয়তা নীতি পরিবর্তনের কারণেই তারা এই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ফলে ব্র্যান্ডগুলোর জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের বিজ্ঞাপন দেওয়া কঠিন হয়ে গেছে।
তবে এই মন্দা অবস্থার জন্য প্রতিষ্ঠাটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, তরুণ ব্যবহারকারীরা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে বেশি ঝুঁকে যাওয়ার কারণেই তাঁদের এই মন্দার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
পরবর্তী প্রান্তিকে মেটার রাজস্ব ২৭ বিলিয়ন থেকে ২৯ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও কম।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের। ফেসবুকের মূল কোম্পানি মেটা নেটওয়ার্ক এমনটি জানিয়েছে ।
এর আগে গত বছরের শেষ তিন মাসে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৯৩ কোটি থেকে কমে গিয়ে ১৯২ কোটিতে এসে দাঁড়িয়েছে। এ খবর চাউর হওয়ার পর গতকাল বুধবার মেটার শেয়ারের দাম ২০ শতাংশ কমে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেটার শেয়ারের দাম এর স্টক মার্কেট ভ্যালু থেকে ২০০ কোটি ডলার কমে গেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে বেশ মন্দা সময় পার করছে ফেসবুক। এমনকি রাজস্ব আয়ে টিকটক ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে চ্যলেঞ্জের মুখে পড়েছে বিশ্বের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। কারণ এর বিজ্ঞাপনদাতরাও অনেক ক্ষেত্রে ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে বিজ্ঞাপন থেকে এই প্ল্যাটফর্মের আয় আগের তুলনায় কমে গেছে।
মেটা বলেছে, অ্যাপল ইনকরপোরেশনের গোপনীয়তা নীতি পরিবর্তনের কারণেই তারা এই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ফলে ব্র্যান্ডগুলোর জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের বিজ্ঞাপন দেওয়া কঠিন হয়ে গেছে।
তবে এই মন্দা অবস্থার জন্য প্রতিষ্ঠাটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, তরুণ ব্যবহারকারীরা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে বেশি ঝুঁকে যাওয়ার কারণেই তাঁদের এই মন্দার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
পরবর্তী প্রান্তিকে মেটার রাজস্ব ২৭ বিলিয়ন থেকে ২৯ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও কম।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১২ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১৫ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১৬ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৭ ঘণ্টা আগে