অনলাইন ডেস্ক
ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।
ইলন মাস্ক অনেক ভালো ভালো কাজ করছেন। তিনি বিশ্বে টেকসই উন্নয়নের মডেল দাঁড় করেছেন। কিন্তু তার টুইটারের বক্তব্যে লোকজন বিভ্রান্ত হয়। তিনি আসলে টুইটার ব্যবহারে বেশ কাঁচা। টিকটকে সমালোচনাকারীদের জবাব দিতে গিয়ে এভাবেই টেসলার প্রধান নির্বাহীকে সমর্থন করেছেন তার বান্ধবী ক্লেয়ার এলিস বাউচার ওরফে গ্রাইমস।
তলোয়ার চালানো প্রশিক্ষণের একটি ভিডিও গত রোববার টিকটকে পোস্ট করেন গ্রাইমস। সেই পোস্টের কমেন্টে ভক্তরা গ্রাইমসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন। স্বাভাবিকভাবে চলে আসে বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের প্রসঙ্গ। ২০১৮ সাল থেকে মাস্ক–গ্রাইমস ডেট করছেন। গত বছরের মে মাসে তাঁদের ঘরে আসে একটি পুত্রসন্তান। ওই সময় তাদের শিশুপুত্রের নাম নিয়ে সামাজিক মাধ্যম তো বটেই গণমাধ্যমেও ব্যাপক হইচই পড়ে যায়। নামের উচ্চারণ নিয়ে নানা রসালো তর্ক–বিতর্ক হয়। কারণ মাস্ক তার ছেলের নাম রেখেছেন, এক্স এই এ–১১ (X AE A-XII)!
টিকটক ব্যবহারকারীদের একের পর এক তীর্যক মন্তব্যের সোজাসাপ্টা জবাব দিয়েছেন কানাডীয় সংগীতশিল্পী, গীতিকার, প্রযোজক গ্রাইমস।
একজন ভক্ত গ্রাইমসকে উদ্দেশ করে বলেন, আক্ষিরক অর্থেই এই পৃথিবী ও মানবতা ধ্বংস করছেন ইলন মাস্ক। আপনি কী করে এমন একটা ব্যক্তির সঙ্গে ঘুমান!
জবাবে সঙ্গীর পক্ষ নিয়ে গ্রাইমস বলেন, তিনি কী করে এমন কাজ করবেন? তিনিতো তাঁর গোটা ক্যারিয়ার টেকসই আর সবুজ পৃথিবী গড়ার জন্য উৎসর্গ করেছেন।
আরেক টিকটক ব্যবহারকারী লিখেছেন, ইলন মাস্ক কি পুরুষদের অধিকার নিশ্চিতে কাজ করছেন নাকি? এমন অস্বস্তিকর প্রশ্নের জবাবও এড়িয়ে যাননি গ্রাইমস। তবে তিনি স্বীকার করেছেন তার সঙ্গী (মাস্ক) টুইটারের ব্যবহারে একেবারেই কাঁচা! গ্রাইমস বলেন, তিনি পুরুষ অধিকারের জন্য লড়ছেন না। এই ক্ষেত্রে বলতে গেলে টুইটার ব্যবহারে এখনো তার হাত পাকেনি। দেখুন স্পেসএক্সের প্রেসিডেন্ট একজন নারী। আর নিউরালিংকে বলতে গেলে তার ডানহাত একজন নারীই। এমন আরো উদাহরণ আছে।
টিকটকে এক ভক্ত গ্রাইমসকে বলেন, তিনি যেন তার সঙ্গীকে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার উদ্যোগ নেন। জবাবে ৩৩ বছর বয়সী গ্রাইমস বলেন, শুধু টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইলন মাস্ক যে বিষয়ে ভালো জানেন বোঝেন সে দিকেই তিনি দৃষ্টি দিচ্ছেন।
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
৩ ঘণ্টা আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
১০ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১ দিন আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১ দিন আগে