প্রযুক্তি ডেস্ক
ছবি শেয়ারের জনপ্রিয় প্ল্যাটফর্ম নতুন এক ফিচার ‘ইনস্টাগ্রাম রিলস’। যার মাধ্যমে একজন ইউজার ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে ১৫ সেকেন্ডের ভিডিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। শুধু তাই নয় ইনস্টাগ্রাম প্রোফাইলের যেকোনো জায়গায় শেয়ার দিতে পারেন। তবে নতুন এই ফিচার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টি দেশে চালু আছে।
গতকাল বৃহস্পতিবার এই ইনস্টাগ্রাম রিলে আরও দুটি নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি। তা হলো-টেক্সট টু স্পিচ এবং ভয়েস এফেক্টস। এরই মধ্যেই এ ফিচার দুটি টিকটকে বেশ জনপ্রিয় থাকলেও কনটেন্ট ক্রিয়েটররা এখন ইনস্টাগ্রামেও এর স্বাদ পাবেন। ধারণা করা হচ্ছে, ছোট দৈর্ঘ্যের ভিডিওর ক্ষেত্রে টিকটককে টেক্কা দিতেই তাদের এই প্রয়াস। শুধু তাই নয়, রিলে ভিডিও ক্রিয়েটরদের বড় অঙ্কের বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছে ইনস্টাগ্রাম।
অন্ধ এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোকদের ক্ষেত্রে এই টেক্সট টু স্পিচ ফিচার বেশ সহায়ক। কারণ এর মাধ্যমে তাঁরা যেকোনো লেখা খুব সহজেই বুঝতে পারেন। টিকটকের টেক্সট টু স্পিচ ফিচারের রোবোটিক ভয়েস তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ফিচারের পেছনে ভয়েস দেওয়া শিল্পী পরে টিকটকের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। কারণ তিনি ফিচারটি ব্যবহার করে ভয়েস রেকর্ডের অনুমতি দেননি। পরবর্তীতে এই ফিচারে ভয়েস আর্টিস্ট পরিবর্তন করে টিকটক।
অবশ্য নিজের ভয়েস দেওয়ার সুযোগ থাকায় টেক্সট টু স্পিচ ফিচার খুব একটা ব্যবহার করেন না কনটেন্ট ক্রিয়েটররা। তবে মজার ভিডিও তৈরিতে এই ফিচার ব্যবহার করা হয়। ইনস্টাগ্রামে এই ফিচার ‘রিলস ক্যামেরা’র টেক্সট টুলের মধ্যে পাওয়া যাবে। ভিডিও রেকর্ড করে আপলোড করার পরেই এখানে টেক্সট যোগ করা যাবে।
একবার টেক্সট যোগ করা হয়ে গেলে স্ক্রিনের নিচে টেক্সট বাবল দেখা যাবে। এই টেক্সট ওই ভিডিওতে কখন প্রদর্শিত হবে ব্যবহারকারী সে সময়সীমা বেঁধে দিতে পারেন। তবে এখন প্রতিটি টেক্সট বাবলের জন্য একটি থ্রি ডট বাটন পাবেন, যেখানে ক্লিক করলে নতুন এক মেনু সামনে আসবে। যা টেক্সটকে ভয়েসে রূপান্তর করবে।
এর ভয়েস ইফেক্ট ফিচার রিলের ভিডিওগুলো আরও সৃষ্টিশীল করে তুলবে। রিল রেকর্ড করার পরে মিউজিক নোটে চাপ দিলেই ইফেক্টগুলো দেখা যাবে। সেখানে থাকা ইফেক্ট মেনুর সাহায্যে ব্যবহারকারী নিজের মতো করে রিলের অডিও পরিবর্তন করতে পারবেন। মোবাইলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নতুন চালু হওয়া এই ফিচার দুটি ব্যবহার করতে পারছেন।
ছবি শেয়ারের জনপ্রিয় প্ল্যাটফর্ম নতুন এক ফিচার ‘ইনস্টাগ্রাম রিলস’। যার মাধ্যমে একজন ইউজার ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে ১৫ সেকেন্ডের ভিডিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। শুধু তাই নয় ইনস্টাগ্রাম প্রোফাইলের যেকোনো জায়গায় শেয়ার দিতে পারেন। তবে নতুন এই ফিচার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টি দেশে চালু আছে।
গতকাল বৃহস্পতিবার এই ইনস্টাগ্রাম রিলে আরও দুটি নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি। তা হলো-টেক্সট টু স্পিচ এবং ভয়েস এফেক্টস। এরই মধ্যেই এ ফিচার দুটি টিকটকে বেশ জনপ্রিয় থাকলেও কনটেন্ট ক্রিয়েটররা এখন ইনস্টাগ্রামেও এর স্বাদ পাবেন। ধারণা করা হচ্ছে, ছোট দৈর্ঘ্যের ভিডিওর ক্ষেত্রে টিকটককে টেক্কা দিতেই তাদের এই প্রয়াস। শুধু তাই নয়, রিলে ভিডিও ক্রিয়েটরদের বড় অঙ্কের বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছে ইনস্টাগ্রাম।
অন্ধ এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোকদের ক্ষেত্রে এই টেক্সট টু স্পিচ ফিচার বেশ সহায়ক। কারণ এর মাধ্যমে তাঁরা যেকোনো লেখা খুব সহজেই বুঝতে পারেন। টিকটকের টেক্সট টু স্পিচ ফিচারের রোবোটিক ভয়েস তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ফিচারের পেছনে ভয়েস দেওয়া শিল্পী পরে টিকটকের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। কারণ তিনি ফিচারটি ব্যবহার করে ভয়েস রেকর্ডের অনুমতি দেননি। পরবর্তীতে এই ফিচারে ভয়েস আর্টিস্ট পরিবর্তন করে টিকটক।
অবশ্য নিজের ভয়েস দেওয়ার সুযোগ থাকায় টেক্সট টু স্পিচ ফিচার খুব একটা ব্যবহার করেন না কনটেন্ট ক্রিয়েটররা। তবে মজার ভিডিও তৈরিতে এই ফিচার ব্যবহার করা হয়। ইনস্টাগ্রামে এই ফিচার ‘রিলস ক্যামেরা’র টেক্সট টুলের মধ্যে পাওয়া যাবে। ভিডিও রেকর্ড করে আপলোড করার পরেই এখানে টেক্সট যোগ করা যাবে।
একবার টেক্সট যোগ করা হয়ে গেলে স্ক্রিনের নিচে টেক্সট বাবল দেখা যাবে। এই টেক্সট ওই ভিডিওতে কখন প্রদর্শিত হবে ব্যবহারকারী সে সময়সীমা বেঁধে দিতে পারেন। তবে এখন প্রতিটি টেক্সট বাবলের জন্য একটি থ্রি ডট বাটন পাবেন, যেখানে ক্লিক করলে নতুন এক মেনু সামনে আসবে। যা টেক্সটকে ভয়েসে রূপান্তর করবে।
এর ভয়েস ইফেক্ট ফিচার রিলের ভিডিওগুলো আরও সৃষ্টিশীল করে তুলবে। রিল রেকর্ড করার পরে মিউজিক নোটে চাপ দিলেই ইফেক্টগুলো দেখা যাবে। সেখানে থাকা ইফেক্ট মেনুর সাহায্যে ব্যবহারকারী নিজের মতো করে রিলের অডিও পরিবর্তন করতে পারবেন। মোবাইলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নতুন চালু হওয়া এই ফিচার দুটি ব্যবহার করতে পারছেন।
প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স ‘হট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন এটি। তরুণদের আধুনিক চাহিদা মেটাতে ডিভাইসে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করা হয়েছে।
১০ ঘণ্টা আগেস্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
১৫ ঘণ্টা আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
১ দিন আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
২ দিন আগে