প্রযুক্তি ডেস্ক
গোটা বিশ্বে ডানপন্থা ক্রমে শক্তিশালী হচ্ছে, তাও অনেক দিন হলো। এ জন্য টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর দিকে রয়েছে অভিযোগের তির। এবার এই অভিযোগের পক্ষে যুক্তিও পাওয়া গেল।
টুইটার পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বামঘেঁষা রাজনৈতিক ভাষ্যের বদলে ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকে বেশি মানুষের কাছে পৌঁছে দেয় টুইটার। টুইটার বলছে, রাজনৈতিক বিভিন্ন আধেয় (কনটেন্ট) ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাদের অ্যালগরিদম আসলে কীভাবে কাজ করে, তা জানতেই গবেষণাটি চালায় তারা। আর এই গবেষণাতেই উঠে এসেছে এ তথ্য। তবে ঠিক কী কারণে এমন ঘটছে, তা তারা এখনো শনাক্ত করতে পারেনি। টুইটার সরাসরি বলছে, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া ভীষণ কঠিন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রক্ষণশীলতাবিরোধী অবস্থানের কারণে টুইটার বিভিন্ন সময় সমালোচিত হয়েছে। কিন্তু তাদের পরিচালিত গবেষণা ঠিক বিপরীত কথা বলছে এখন।
টুইটার পরিচালিত গবেষণায় বিভিন্ন রাজনৈতিক দলের টুইট এবং বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ব্যবহারকারীদের শেয়ার করা কনটেন্ট বিশ্লেষণ করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জাপান, জার্মানি, ফ্রান্স ও কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটারে শেয়ার হওয়া কনটেন্টকে এ গবেষণায় বিবেচনায় নেওয়া হয়। গত বছরের ১ এপ্রিল থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে হওয়া কোটি কোটি টুইট বিশ্লেষণ করা পাওয়া তথ্য নিয়ে নিজেদের অ্যালগরিদমের প্রবণতাটি শনাক্ত করার চেষ্টা করা হয়। দেখা হয়, তাদের অ্যালগরিদম আসলে কোনো কনটেন্টগুলো বেশিসংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছে দিচ্ছে। এতে দেখা যায়, মূলধারার ডানপন্থী রাজনৈতিক দল ও মতের টুইটগুলো বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে।
এ বিষয়ে টুইটারের মেশিন লার্নিং, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি (মেটা) সম্পর্কিত বিভাগের পরিচালক রুম্মান চৌধুরী বিবিসিকে বলেন, ‘এখন আমাদের কাজ হলো, এই ঘটনার কারণ অনুসন্ধান। দেখা গেছে, এই সাত দেশের ছয়টিতেই ডানপন্থী রাজনীতিকদের বিজয়ের খবর তাদের প্রতিদ্বন্দ্বী পক্ষের তুলনায় অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। এখন এর কারণ খুঁজে বের করতে হবে। তবে এটি সহজ নয়। এর একটি উত্তর হতে পারে, ডান ও বামপন্থী রাজনৈতিক দল নিজেদের মত ও বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ভিন্ন কৌশল অবলম্বন করে। তবে এর মাধ্যমে মূলধারার গণমাধ্যমের তুলনায় বেশি হারে চরমপন্থা ছড়ানো হচ্ছে—এমন কিছু বলার সুযোগ নেই।’
গোটা বিশ্বে ডানপন্থা ক্রমে শক্তিশালী হচ্ছে, তাও অনেক দিন হলো। এ জন্য টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর দিকে রয়েছে অভিযোগের তির। এবার এই অভিযোগের পক্ষে যুক্তিও পাওয়া গেল।
টুইটার পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বামঘেঁষা রাজনৈতিক ভাষ্যের বদলে ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকে বেশি মানুষের কাছে পৌঁছে দেয় টুইটার। টুইটার বলছে, রাজনৈতিক বিভিন্ন আধেয় (কনটেন্ট) ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাদের অ্যালগরিদম আসলে কীভাবে কাজ করে, তা জানতেই গবেষণাটি চালায় তারা। আর এই গবেষণাতেই উঠে এসেছে এ তথ্য। তবে ঠিক কী কারণে এমন ঘটছে, তা তারা এখনো শনাক্ত করতে পারেনি। টুইটার সরাসরি বলছে, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া ভীষণ কঠিন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রক্ষণশীলতাবিরোধী অবস্থানের কারণে টুইটার বিভিন্ন সময় সমালোচিত হয়েছে। কিন্তু তাদের পরিচালিত গবেষণা ঠিক বিপরীত কথা বলছে এখন।
টুইটার পরিচালিত গবেষণায় বিভিন্ন রাজনৈতিক দলের টুইট এবং বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ব্যবহারকারীদের শেয়ার করা কনটেন্ট বিশ্লেষণ করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জাপান, জার্মানি, ফ্রান্স ও কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটারে শেয়ার হওয়া কনটেন্টকে এ গবেষণায় বিবেচনায় নেওয়া হয়। গত বছরের ১ এপ্রিল থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে হওয়া কোটি কোটি টুইট বিশ্লেষণ করা পাওয়া তথ্য নিয়ে নিজেদের অ্যালগরিদমের প্রবণতাটি শনাক্ত করার চেষ্টা করা হয়। দেখা হয়, তাদের অ্যালগরিদম আসলে কোনো কনটেন্টগুলো বেশিসংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছে দিচ্ছে। এতে দেখা যায়, মূলধারার ডানপন্থী রাজনৈতিক দল ও মতের টুইটগুলো বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে।
এ বিষয়ে টুইটারের মেশিন লার্নিং, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি (মেটা) সম্পর্কিত বিভাগের পরিচালক রুম্মান চৌধুরী বিবিসিকে বলেন, ‘এখন আমাদের কাজ হলো, এই ঘটনার কারণ অনুসন্ধান। দেখা গেছে, এই সাত দেশের ছয়টিতেই ডানপন্থী রাজনীতিকদের বিজয়ের খবর তাদের প্রতিদ্বন্দ্বী পক্ষের তুলনায় অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। এখন এর কারণ খুঁজে বের করতে হবে। তবে এটি সহজ নয়। এর একটি উত্তর হতে পারে, ডান ও বামপন্থী রাজনৈতিক দল নিজেদের মত ও বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ভিন্ন কৌশল অবলম্বন করে। তবে এর মাধ্যমে মূলধারার গণমাধ্যমের তুলনায় বেশি হারে চরমপন্থা ছড়ানো হচ্ছে—এমন কিছু বলার সুযোগ নেই।’
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নীতিমালা সম্পর্কে গণশুনানির আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের স্বাক্ষর করা এই চিঠিটি বিটিআরসিতে পাঠানো হয়।
২ ঘণ্টা আগেপড়ালেখায় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন সাধারণ বিষয়। গুগলের এআই চ্যাটবট জেমিনি এ ক্ষেত্রে বেশ জনপ্রিয়। তবে এক শিক্ষার্থীর সঙ্গে জেমিনি যা করল, তা রীতিমতো শঙ্কার বিষয়!
১০ ঘণ্টা আগেবহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১ দিন আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১ দিন আগে