প্রযুক্তি ডেস্ক
টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য ‘অফিশিয়াল’ লেবেল চালুর ঘোষণা দিয়েছিল নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। শুরুতে মূলত সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বিখ্যাত ব্যক্তিরা টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল পাবেন বলে জানান তিনি।
এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যায় জাতিসংঘ, নাসা, সিএনএনসহ বেশ কিছু মিডিয়া আউটলেটের টুইটার প্রোফাইলে সবার প্রথমে দেখা গিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল। লেবেলটি মূলত একটি ধূসর চেক মার্ক এবং পাশে ‘অফিশিয়াল’ লেখা শব্দের সমন্বয়।
বুধবার সকাল থেকেই অফিশিয়াল ব্যাজ পাওয়া শুরু করে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো। তবে দুপুরের কিছু আগেই লেবেলটি উধাও হয়ে যায়।
অফিশিয়াল লেবেলটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে টুইট করেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘টুইটার সামনের দিনগুলোতে অনেক বোকার মতো সিদ্ধান্ত নেবে। তবে আমরা সেই সিদ্ধান্তগুলোকেই বজায় রাখব যেগুলো কার্যকরী হবে এবং সেই সিদ্ধান্তগুলোকে বাদ দেব যেগুলো কার্যকরী হবে না’।
কিছুক্ষণ পরেই এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে ইলন মাস্কের টুইটের ব্যাখ্যা দেন। টুইটে তিনি বলেন, ‘অফিশিয়াল লেবেলটি এখনো আমাদের টুইটার ব্লু টিক লঞ্চের একটি অংশ। আমরা আপাতত শুধু সরকারি এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে দিয়েই অফিশিয়াল লেবেল দেওয়ার কার্যক্রম শুরু করছি। মাস্ক তাঁর টুইটে বুঝিয়েছে যে, আমরা এখনই কোনো স্বতন্ত্র ব্যক্তিকে অফিশিয়াল লেবেল দিচ্ছি না।’
তবে জাতিসংঘ, নাসা, সিএনএনের মতো সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকেও অফিশিয়াল লেবেল অদৃশ্য হয়ে যাওয়া মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে।
টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য ‘অফিশিয়াল’ লেবেল চালুর ঘোষণা দিয়েছিল নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। শুরুতে মূলত সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বিখ্যাত ব্যক্তিরা টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল পাবেন বলে জানান তিনি।
এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যায় জাতিসংঘ, নাসা, সিএনএনসহ বেশ কিছু মিডিয়া আউটলেটের টুইটার প্রোফাইলে সবার প্রথমে দেখা গিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল। লেবেলটি মূলত একটি ধূসর চেক মার্ক এবং পাশে ‘অফিশিয়াল’ লেখা শব্দের সমন্বয়।
বুধবার সকাল থেকেই অফিশিয়াল ব্যাজ পাওয়া শুরু করে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো। তবে দুপুরের কিছু আগেই লেবেলটি উধাও হয়ে যায়।
অফিশিয়াল লেবেলটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে টুইট করেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘টুইটার সামনের দিনগুলোতে অনেক বোকার মতো সিদ্ধান্ত নেবে। তবে আমরা সেই সিদ্ধান্তগুলোকেই বজায় রাখব যেগুলো কার্যকরী হবে এবং সেই সিদ্ধান্তগুলোকে বাদ দেব যেগুলো কার্যকরী হবে না’।
কিছুক্ষণ পরেই এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে ইলন মাস্কের টুইটের ব্যাখ্যা দেন। টুইটে তিনি বলেন, ‘অফিশিয়াল লেবেলটি এখনো আমাদের টুইটার ব্লু টিক লঞ্চের একটি অংশ। আমরা আপাতত শুধু সরকারি এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে দিয়েই অফিশিয়াল লেবেল দেওয়ার কার্যক্রম শুরু করছি। মাস্ক তাঁর টুইটে বুঝিয়েছে যে, আমরা এখনই কোনো স্বতন্ত্র ব্যক্তিকে অফিশিয়াল লেবেল দিচ্ছি না।’
তবে জাতিসংঘ, নাসা, সিএনএনের মতো সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকেও অফিশিয়াল লেবেল অদৃশ্য হয়ে যাওয়া মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
৯ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১২ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১৩ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৪ ঘণ্টা আগে