অনিন্দ্য মজুমদার অর্ণব
জনপ্রিয় স্মার্টফোন সিরিজ পোভা অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি হলেও নতুন স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম পোভা ৪ প্রো।
পোভা ৪ প্রোতে ৬ দশমিক ৬৬ ইঞ্চি এফএইচডি এবং ৯০ হার্জের রিফ্রেশ রেটের এমোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। আছে শক্তিশালী হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিটি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা। সেই সঙ্গে ১০ ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকবে। দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ কাজের সক্ষমতার জন্য এতে অক্টাকোর সিপিইউ ও হাইপার ইঞ্জিন ২ দশমিক শূন্য যুক্ত করা হয়েছে।
পোভা ৪ প্রোতে ২৫৬জিবি স্টোরেজ ও ৮জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে আলাদা যুক্ত করা পাঁচ জিবির অতিরিক্ত র্যাম স্মার্টফোনটির গতি বহুগুণে বাড়িয়ে দেবে। নতুন এই স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে ২০টি অ্যাপ সক্রিয় থাকবে এবং ৬১ শতাংশ দ্রুততার সঙ্গে যেকোনো অ্যাপ চালু হবে।
অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ পোভা ৪ প্রোতে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা ইউথ ফ্ল্যাশ।
র্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়েজ রিডাকশন, ডিটিএস অডিও টেকনোলজি এবং হাই-রেস সার্টিফিকেশনের পাশাপাশি জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর, হার্ড জাইরোস্কোপ এবং প্রাণবন্ত ফোরডি ভাইব্রেশন ইফেক্টসহ উন্নত স্টোরিও ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে এতে। এটি টেকনো স্মার্টফোন ব্যবহারকারীদের সম্পূর্ণ ভিন্ন একটি সাউন্ডের আমেজ দেবে।
নতুন ফোনগুলোতে ২২ শতাংশ বড় ব্যাসের কুলিং টিউব যুক্ত করা হয়েছে। ফলে ফোন গরম হবে কম। এতে গেম লাভারদের জন্য রয়েছে এক্সট্রা অর্ডিনারি কিছু গেমিং ফিচার, যা বাজারের অনেক গেমিং ফোনেই পাওয়া যায় না। নান্দনিক ও নজরকাড়া নিখুঁত ডিজাইনের ফ্লোরাইট ব্লু রঙের এই স্মার্টফোনের দাম ২৬ হাজার ৯৯০ টাকা।
পোভা ৪ সিরিজের আরও একটি সংস্করণ পোভা ৪। এ ফোনটিতে হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসরের, ৬ দশমিক ৮২ ইঞ্চি ডিসপ্লে; ৯০ হার্জ এইচডি ও ডট-ইন স্ক্রিন আছে। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। রয়েছে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ। অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ এ ফোন পাওয়া যাবে ইউরানোলিথ গ্রে ও ক্রাওলাইট ব্লু, এ দুটি রঙে। ভ্যাট ছাড়া এ স্মার্টফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা।
পাশাপাশি পোভা সিরিজের ‘পোভা নিও২’ স্মার্টফোনটিও বাজারে এসেছে। এর ব্যাটারি ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।
এতে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ৬ দশমিক ৮২ ইঞ্চি ৯০ হার্জ এইচডি প্লাস ডট-ইন স্ক্রিন আছে এতে।
অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ এই স্মার্টফোনে ১৬ এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ। মোবাইল ফোনটি ইউরানোলিথ গ্রে ও সাইবার ব্লু রঙে বাজারে পাওয়া যাচ্ছে। ভ্যাট ছাড়া এর দাম ১৮ হাজার ৯৯০ টাকা।
সূত্র: টেকনো মোবাইল ডট কম, ইন্ডিয়ান টাইমস
জনপ্রিয় স্মার্টফোন সিরিজ পোভা অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি হলেও নতুন স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম পোভা ৪ প্রো।
পোভা ৪ প্রোতে ৬ দশমিক ৬৬ ইঞ্চি এফএইচডি এবং ৯০ হার্জের রিফ্রেশ রেটের এমোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। আছে শক্তিশালী হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিটি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা। সেই সঙ্গে ১০ ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকবে। দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ কাজের সক্ষমতার জন্য এতে অক্টাকোর সিপিইউ ও হাইপার ইঞ্জিন ২ দশমিক শূন্য যুক্ত করা হয়েছে।
পোভা ৪ প্রোতে ২৫৬জিবি স্টোরেজ ও ৮জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে আলাদা যুক্ত করা পাঁচ জিবির অতিরিক্ত র্যাম স্মার্টফোনটির গতি বহুগুণে বাড়িয়ে দেবে। নতুন এই স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একসঙ্গে ২০টি অ্যাপ সক্রিয় থাকবে এবং ৬১ শতাংশ দ্রুততার সঙ্গে যেকোনো অ্যাপ চালু হবে।
অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ পোভা ৪ প্রোতে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা ইউথ ফ্ল্যাশ।
র্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়েজ রিডাকশন, ডিটিএস অডিও টেকনোলজি এবং হাই-রেস সার্টিফিকেশনের পাশাপাশি জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর, হার্ড জাইরোস্কোপ এবং প্রাণবন্ত ফোরডি ভাইব্রেশন ইফেক্টসহ উন্নত স্টোরিও ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে এতে। এটি টেকনো স্মার্টফোন ব্যবহারকারীদের সম্পূর্ণ ভিন্ন একটি সাউন্ডের আমেজ দেবে।
নতুন ফোনগুলোতে ২২ শতাংশ বড় ব্যাসের কুলিং টিউব যুক্ত করা হয়েছে। ফলে ফোন গরম হবে কম। এতে গেম লাভারদের জন্য রয়েছে এক্সট্রা অর্ডিনারি কিছু গেমিং ফিচার, যা বাজারের অনেক গেমিং ফোনেই পাওয়া যায় না। নান্দনিক ও নজরকাড়া নিখুঁত ডিজাইনের ফ্লোরাইট ব্লু রঙের এই স্মার্টফোনের দাম ২৬ হাজার ৯৯০ টাকা।
পোভা ৪ সিরিজের আরও একটি সংস্করণ পোভা ৪। এ ফোনটিতে হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসরের, ৬ দশমিক ৮২ ইঞ্চি ডিসপ্লে; ৯০ হার্জ এইচডি ও ডট-ইন স্ক্রিন আছে। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। রয়েছে ৫০ এমপি এআই ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ডুয়েল ফ্ল্যাশ। অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ এ ফোন পাওয়া যাবে ইউরানোলিথ গ্রে ও ক্রাওলাইট ব্লু, এ দুটি রঙে। ভ্যাট ছাড়া এ স্মার্টফোনটির দাম ২১ হাজার ৯৯০ টাকা।
পাশাপাশি পোভা সিরিজের ‘পোভা নিও২’ স্মার্টফোনটিও বাজারে এসেছে। এর ব্যাটারি ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার।
এতে আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ৬ দশমিক ৮২ ইঞ্চি ৯০ হার্জ এইচডি প্লাস ডট-ইন স্ক্রিন আছে এতে।
অ্যান্ড্রয়েড ১২সমৃদ্ধ এই স্মার্টফোনে ১৬ এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ। মোবাইল ফোনটি ইউরানোলিথ গ্রে ও সাইবার ব্লু রঙে বাজারে পাওয়া যাচ্ছে। ভ্যাট ছাড়া এর দাম ১৮ হাজার ৯৯০ টাকা।
সূত্র: টেকনো মোবাইল ডট কম, ইন্ডিয়ান টাইমস
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
১৪ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১৭ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১৯ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৯ ঘণ্টা আগে