অনলাইন ডেস্ক
শাওমির স্মার্টফোন রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন আসছে। আগের ভার্সনের ৪ জিবি র্যাম বহাল রেখে তা সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত করে নতুন ফোনটি বাজারে ছাড়া হচ্ছে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এ তথ্য জানিয়েছে।
গত মার্চে রেডমি এ২ এর সঙ্গে রেডমি এ২ প্লাস বাজারে চালু হয়। রেডমি এ২ প্লাসের আগের ভার্সনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। নতুন ভার্সনে ইন্টারনাল স্টোরেজ বাড়লেও র্যাম অপরিবর্তিত থাকবে।
ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ও ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি টানা ৩২ দিন চলবে।
রেডমি এ২ প্লাস: দাম কত
রেডমি এ২ প্লাস ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম পড়বে ৮ হাজার ৪৯৯ রুপি। সেই সঙ্গে ৪ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম এক হাজার রুপি কমে ৭ হাজার ৪৯৯ রুপিতে নামে। ভারতের শাওমির ওয়েবসাইটের পাশাপাশি আমাজন ও শাওমির আউটলেটে এই ফোন পাওয়া যাবে।
রেডমি এ২ প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি এইচডি + এলসিডি
টাচ স্যাম্পলিং রেট: ১২০ হার্জ
রেজুলেশন: ১৬০০x ৭২০ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৩৬
মেমোরি: ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি বা ১২৮ জিবি
অডিও জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
রং: কালো, সি গ্রিন (হালকা সবুজ), একোয়া ব্লু (হালকা নীল)
শাওমির স্মার্টফোন রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন আসছে। আগের ভার্সনের ৪ জিবি র্যাম বহাল রেখে তা সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত করে নতুন ফোনটি বাজারে ছাড়া হচ্ছে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এ তথ্য জানিয়েছে।
গত মার্চে রেডমি এ২ এর সঙ্গে রেডমি এ২ প্লাস বাজারে চালু হয়। রেডমি এ২ প্লাসের আগের ভার্সনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। নতুন ভার্সনে ইন্টারনাল স্টোরেজ বাড়লেও র্যাম অপরিবর্তিত থাকবে।
ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ও ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি টানা ৩২ দিন চলবে।
রেডমি এ২ প্লাস: দাম কত
রেডমি এ২ প্লাস ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম পড়বে ৮ হাজার ৪৯৯ রুপি। সেই সঙ্গে ৪ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম এক হাজার রুপি কমে ৭ হাজার ৪৯৯ রুপিতে নামে। ভারতের শাওমির ওয়েবসাইটের পাশাপাশি আমাজন ও শাওমির আউটলেটে এই ফোন পাওয়া যাবে।
রেডমি এ২ প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি এইচডি + এলসিডি
টাচ স্যাম্পলিং রেট: ১২০ হার্জ
রেজুলেশন: ১৬০০x ৭২০ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৩৬
মেমোরি: ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি বা ১২৮ জিবি
অডিও জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
রং: কালো, সি গ্রিন (হালকা সবুজ), একোয়া ব্লু (হালকা নীল)
মেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৩ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
৪ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
৫ ঘণ্টা আগেসম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে ‘ব্লুস্কাই’ শব্দটি বেশ চোখে পড়ছে। তাই এই সম্পর্কে আগ্রহ জন্মেছে অনেকের। ব্লুস্কাই মূলত একটি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম, যা ইলন মাস্কের ‘এক্স’ (সাবেক টুইটার) এর বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে চলতি বছরের মার্কিন নির্বাচনের পর এটি আরও
৬ ঘণ্টা আগে