প্রযুক্তি ডেস্ক
মেটা ছেড়েছেন ভার্চুয়াল রিয়্যালিটির অগ্রদূত খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৪ সালে ২০০ কোটি ডলারে ভিআর কোম্পানি ‘অকুলাস’ অধিগ্রহণ করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর ভিআর প্রযুক্তি প্রধান হিসেবে মেটায় যোগ দেন কারম্যাক।
ইনসাইডারের প্রতিবেদনে তাঁর অভ্যন্তরীণ মেমোর কয়েকটি অংশও প্রকাশিত হয়েছে। সেখানে কারম্যাক এআর এবং ভিআর প্রযুক্তিতে মেটার অগ্রগতি নিয়ে সমালোচনা করেছেন।
ইনসাইডার ও নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের পরপরই টুইটার ও ফেসবুকে কোম্পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কারম্যাক। নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্টে তিনি বলেন, ‘আমি মেটা থেকে পদত্যাগ করেছি। কোম্পানির অভ্যন্তরীণ ওয়ার্কপ্লেস ফোরামে প্রকাশিত আমার পোস্ট গণমাধ্যমে ফাঁস হওয়াতে কিছু খণ্ডিত উদ্ধৃতি তৈরি হয়েছে।’ পোস্টে তিনি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টের লিংক যুক্ত করেছেন। মূলত কর্মক্ষেত্রের ফোরামে প্রকাশিত পোস্টটিই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছেন কারম্যাক।
কারম্যাক মেমোটি শুরু করেন ‘কোয়েস্ট ২’ হেডসেটের প্রশংসা করে। ডিভাইসের ভেতর ও বাইরের ট্র্যাকিং ব্যবস্থা, পিসি স্ট্রিমিং সুবিধা, খরচ কার্যকারিতা ও ‘৪ কে’–এর কাছাকাছি স্ক্রিন রেজুলেশন বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘শুরু থেকে একে এমনভাবেই দেখতে চেয়েছিলাম আমি। বিকল্প কিছু সিদ্ধান্ত নিলে ডিভাইসটি আরও দ্রুত উন্নত হতো ও আরও ভালো করতে পারত।’
কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট কর্মী রয়েছে। আমি মনে করি, মেটা তার কর্মীদের সঠিকভাবে ব্যবহার করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘শীর্ষ পর্যায়ের একজন হিসেবে ভেবেছিলাম আমি হয়তো কোম্পানির ভেতরে দরকারি পরিবর্তন আনতে পারব। কিন্তু পারিনি।’
কারম্যাক জানান, তিনি যেসব বিষয় নিয়ে অভিযোগ জানাতেন তার বেশির ভাগই সমাধান হতে এক–দুই বছর লেগেছে। যখন সমস্যাগুলো প্রকট হয়েছে কেবল তখনই মেটা সমাধানের উদ্যোগ নিয়েছে।
তবে পোস্টের একদম শেষে কারম্যাক স্বীকার করেন, ভিআর প্রযুক্তি বিশ্বের বেশির ভাগ মানুষের কাছে মূল্যবান হবে এবং এটি বাস্তবায়নে মেটাই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে মেটার এখনো কিছু জায়গায় আরও উন্নতি করা প্রয়োজন।
মেটা ছেড়েছেন ভার্চুয়াল রিয়্যালিটির অগ্রদূত খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৪ সালে ২০০ কোটি ডলারে ভিআর কোম্পানি ‘অকুলাস’ অধিগ্রহণ করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর ভিআর প্রযুক্তি প্রধান হিসেবে মেটায় যোগ দেন কারম্যাক।
ইনসাইডারের প্রতিবেদনে তাঁর অভ্যন্তরীণ মেমোর কয়েকটি অংশও প্রকাশিত হয়েছে। সেখানে কারম্যাক এআর এবং ভিআর প্রযুক্তিতে মেটার অগ্রগতি নিয়ে সমালোচনা করেছেন।
ইনসাইডার ও নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের পরপরই টুইটার ও ফেসবুকে কোম্পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কারম্যাক। নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্টে তিনি বলেন, ‘আমি মেটা থেকে পদত্যাগ করেছি। কোম্পানির অভ্যন্তরীণ ওয়ার্কপ্লেস ফোরামে প্রকাশিত আমার পোস্ট গণমাধ্যমে ফাঁস হওয়াতে কিছু খণ্ডিত উদ্ধৃতি তৈরি হয়েছে।’ পোস্টে তিনি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টের লিংক যুক্ত করেছেন। মূলত কর্মক্ষেত্রের ফোরামে প্রকাশিত পোস্টটিই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছেন কারম্যাক।
কারম্যাক মেমোটি শুরু করেন ‘কোয়েস্ট ২’ হেডসেটের প্রশংসা করে। ডিভাইসের ভেতর ও বাইরের ট্র্যাকিং ব্যবস্থা, পিসি স্ট্রিমিং সুবিধা, খরচ কার্যকারিতা ও ‘৪ কে’–এর কাছাকাছি স্ক্রিন রেজুলেশন বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘শুরু থেকে একে এমনভাবেই দেখতে চেয়েছিলাম আমি। বিকল্প কিছু সিদ্ধান্ত নিলে ডিভাইসটি আরও দ্রুত উন্নত হতো ও আরও ভালো করতে পারত।’
কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট কর্মী রয়েছে। আমি মনে করি, মেটা তার কর্মীদের সঠিকভাবে ব্যবহার করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘শীর্ষ পর্যায়ের একজন হিসেবে ভেবেছিলাম আমি হয়তো কোম্পানির ভেতরে দরকারি পরিবর্তন আনতে পারব। কিন্তু পারিনি।’
কারম্যাক জানান, তিনি যেসব বিষয় নিয়ে অভিযোগ জানাতেন তার বেশির ভাগই সমাধান হতে এক–দুই বছর লেগেছে। যখন সমস্যাগুলো প্রকট হয়েছে কেবল তখনই মেটা সমাধানের উদ্যোগ নিয়েছে।
তবে পোস্টের একদম শেষে কারম্যাক স্বীকার করেন, ভিআর প্রযুক্তি বিশ্বের বেশির ভাগ মানুষের কাছে মূল্যবান হবে এবং এটি বাস্তবায়নে মেটাই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে মেটার এখনো কিছু জায়গায় আরও উন্নতি করা প্রয়োজন।
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
৫ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
৯ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১০ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১১ ঘণ্টা আগে