নওরোজ চৌধুরী
অ্যাপল, স্যামসাংয়ের পর স্মার্টফোনের বাজারে যে ব্র্যান্ডের নাম উচ্চারিত হয়, তা হলো ওয়ান প্লাস। লুক থেকে স্পেসিফিকেশন, ক্যামেরা থেকে প্রসেসর—সবকিছুতেই বাঘা বাঘা টেক প্রতিষ্ঠানকে কাত দিয়ে এসেছে চীনের এই মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ মোবাইল ফোন ওয়ান প্লাস ১১ ৫জি বাজারে এনেছে তারা।
ওয়ান প্লাস ১১ ৫জি ফোনটিতে আছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর এবং ৬ দশমিক ৭ ইঞ্চি এলটিপিও, ৩ দশমিক শূন্য অ্যামোলেড ডিসপ্লে। এটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার এতে আছে অক্সিজেন ওএস ১৩ কাস্টম স্কিন ও ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ান প্লাসের এই সবশেষ ফ্ল্যাগশিপ মডেলটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইউএফএস ৪ দশমিক শূন্য স্টোরেজসহ পাওয়া যাবে।
ডিসপ্লে
এই অ্যামোলেড ডিসপ্লে ১ হাজার পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশনসহ এসেছে। আবার ডিভাইসটি যাতে দীর্ঘ সময়ের ব্যবহারে গরম না হয়ে যায়, এ জন্য এতে ভিসি লিকুইড কুলিং সিস্টেমের ব্যবস্থা রয়েছে।
ক্যামেরা
ওয়ান প্লাস ১১ ৫জির ফোনে দেখা মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা তৈরি করেছে হ্যাসেলব্লাড। এই ক্যামেরা নাইটস্কেপ, স্মার্ট সিন রিকগনিশন, সুপার স্টেবল মুড সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ওয়ান প্লাস ১১ ৫জি ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৪৭১ সেলফি সেন্সর পাওয়া যাবে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোয় ছবি তুলে দেখা গেছে, খুব ভালো মানের ছবি ধারণ করেছে ফোনটি। ছবিতে রং ও ডিটেইলিং ছিল সন্তোষজনক। কম আলোয় পোর্ট্রেট মুডে অসাধারণ সব ছবি তোলা সম্ভব হয়েছে এ ক্যামেরায়। ঘরের ভেতরের ছবিও ছিল খুব ভালো মানের।
ব্যাটারি
৫ হাজার এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভিক ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। ২৫ মিনিটে এই ব্যাটারি পুরো চার্জ হয়।
অন্য যা কিছু
মোবাইল সেটটির ওজন মাত্র ২০৫ গ্রাম। এটি টাইটান ব্ল্যাক ও ইন্টারনাল গ্রিন—এ দুটি রঙে পাওয়া যাচ্ছে। মিমি বায়োনিক ভাইব্রেশন মোটর এবং ডুয়েল ‘রিয়েলটি’ স্পিকার দেওয়া হয়েছে এই মোবাইল ফোনে, যা ডলবি অ্যাটমোস সাপোর্ট করবে। কানেকটিভিটির জন্য এতে রয়েছে ৫জি, ওয়াই-ফাই
৬, ব্লুটুথ ৫.৩, ডুয়েল সিম স্লট, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সূত্র: নিউজ১৮, মিন্ট
অ্যাপল, স্যামসাংয়ের পর স্মার্টফোনের বাজারে যে ব্র্যান্ডের নাম উচ্চারিত হয়, তা হলো ওয়ান প্লাস। লুক থেকে স্পেসিফিকেশন, ক্যামেরা থেকে প্রসেসর—সবকিছুতেই বাঘা বাঘা টেক প্রতিষ্ঠানকে কাত দিয়ে এসেছে চীনের এই মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ মোবাইল ফোন ওয়ান প্লাস ১১ ৫জি বাজারে এনেছে তারা।
ওয়ান প্লাস ১১ ৫জি ফোনটিতে আছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর এবং ৬ দশমিক ৭ ইঞ্চি এলটিপিও, ৩ দশমিক শূন্য অ্যামোলেড ডিসপ্লে। এটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার এতে আছে অক্সিজেন ওএস ১৩ কাস্টম স্কিন ও ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ান প্লাসের এই সবশেষ ফ্ল্যাগশিপ মডেলটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইউএফএস ৪ দশমিক শূন্য স্টোরেজসহ পাওয়া যাবে।
ডিসপ্লে
এই অ্যামোলেড ডিসপ্লে ১ হাজার পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশনসহ এসেছে। আবার ডিভাইসটি যাতে দীর্ঘ সময়ের ব্যবহারে গরম না হয়ে যায়, এ জন্য এতে ভিসি লিকুইড কুলিং সিস্টেমের ব্যবস্থা রয়েছে।
ক্যামেরা
ওয়ান প্লাস ১১ ৫জির ফোনে দেখা মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা তৈরি করেছে হ্যাসেলব্লাড। এই ক্যামেরা নাইটস্কেপ, স্মার্ট সিন রিকগনিশন, সুপার স্টেবল মুড সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ওয়ান প্লাস ১১ ৫জি ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৪৭১ সেলফি সেন্সর পাওয়া যাবে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোয় ছবি তুলে দেখা গেছে, খুব ভালো মানের ছবি ধারণ করেছে ফোনটি। ছবিতে রং ও ডিটেইলিং ছিল সন্তোষজনক। কম আলোয় পোর্ট্রেট মুডে অসাধারণ সব ছবি তোলা সম্ভব হয়েছে এ ক্যামেরায়। ঘরের ভেতরের ছবিও ছিল খুব ভালো মানের।
ব্যাটারি
৫ হাজার এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট সুপারভিক ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। ২৫ মিনিটে এই ব্যাটারি পুরো চার্জ হয়।
অন্য যা কিছু
মোবাইল সেটটির ওজন মাত্র ২০৫ গ্রাম। এটি টাইটান ব্ল্যাক ও ইন্টারনাল গ্রিন—এ দুটি রঙে পাওয়া যাচ্ছে। মিমি বায়োনিক ভাইব্রেশন মোটর এবং ডুয়েল ‘রিয়েলটি’ স্পিকার দেওয়া হয়েছে এই মোবাইল ফোনে, যা ডলবি অ্যাটমোস সাপোর্ট করবে। কানেকটিভিটির জন্য এতে রয়েছে ৫জি, ওয়াই-ফাই
৬, ব্লুটুথ ৫.৩, ডুয়েল সিম স্লট, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সূত্র: নিউজ১৮, মিন্ট
বহু ধরে পর্যবেক্ষণ স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবী সম্পর্কে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, দাবানল ও আবহাওয়াসহ আরও অনেক তথ্য সংগ্রহ করে স্যাটেলাইটগুলো। তবে এত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করা অনেকটা সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য কাজ। তাই...
৯ ঘণ্টা আগেমেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচা
১২ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর
১৪ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারিতে গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। সিরিজটি ২২ জানুয়ারি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তবে উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে এটি নিয়ে আরও বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। এবার জানা গেছে যে, গ্যালাক্সি ২৫ বেস ও গ্যালাক্সি এস ২৫ প্লাস মডেলে ১২ জিবি র্যাম থাকবে। এটি এই সিরিজের জন
১৪ ঘণ্টা আগে